কিভাবে খুব সহজে Photoshop এ Glossy Text Effect তৈরি করা যায়?
আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ নিয়ে এলাম আবার এক টেক্সট Effect, যা Photoshop দিয়ে তৈরি। আজকে আমি দেখাবো কিভাবে Glossy Text Effect তৈরি করা হয় Photoshop দিয়ে। আগে কয়েকটি Text Effect নিয়ে টিউন করেছি যদি মিস করে থাকেন তাহলে দেখে নিতে পারেন। আশা করি ভালো লাগবে। বেসিক থেকে Advance লেভেল। সবকিছু নিয়ে আমার সফর, আশা করি professional মানের Quality দিতে পারবো। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। চেষ্টা করবো খুব সহজে কিভাবে শেখানো যায়।
এবার সাবজেক্ট এ ফিরে যাওয়া যাক। আমার আজকের বিষয় Text Effect. যারা ফটোশপ নিয়ে কাজ করেন তারা জানেন যে নানা কাজে আমাদের Text Effect কাজে লাগে। যেমন ধরা যাক ব্যানার ডিজাইন, মুভি Title ইত্যাদি নানা কাজে। সেগুলি যত Creative হয়, ততই আমাদের চোখে লাগে। ফটোশপ এমন একটি সফটওয়্যার যেখানে আপনি আপনার Creativity দেখানোর সুযোগ থাকে। আমি আজকে দেখাব কিভাবে খুব সহজে Glossy Text Effect তৈরি করা যায়। অবশ্যই এটি ভিডিও Tutorial. আগেই বলে নিন আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা নয় English, কিন্তু আমি চেষ্টা করেছি যতটা সহজ করে বোঝানো যায়। আশা করি বুঝতে কোন অসুবিধা হবে না।
চলুন দেখা যাক কিভাবে Glossy Text Effect তৈরি করা যায়।
YouTube Video Link: Click Here
Photoshop Tutorials:
How to create realistic fire Text effect in Photoshop?
How to create Smoky Glass Text Effect in Photoshop?
How to type Bengali front in Photoshop?
ভিডিও গুলি দেখুনঃ
কিভাবে Smart Phone এর মেমোরি বাড়াবেন? ৫ টি ম্যাজিক্যাল টিপস
হারানো মোবাইল কিভাবে Track বা খুঁজে বার করবেন ?
Android মোবাইল এর ২০ টি Secret Code যা আপনার জানা উচিত।
Android এর সবচেয়ে ভালো Security App
আমার YouTube Channel: How To Tips Tutorials
আরও নতুন কিছু জানতে এইখানে Click করুন
আমি তোতনা মাজি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।