সবাই কে সালাম জানিয়ে শুরু করছি ফটোশপ গেজেট এর প্রথম পর্ব এ, এই অংশে থাকছে ফটোশপ এর প্রিমিয়াম কিছু ব্রাশ টুল নিয়ে।
আমারা জানি যে ফটোশপ এ ব্লিট ইন ভাবে অনেক ব্রাশ দিয়ে দেওয়া থাকে তবে এক জন ভাল মানের ফটোশপ এর কাজের জন্য শুধু মাত্র ব্লিট ইন ব্রাশ গুলতে আমাদের হয় না যে কারনে বিভিন্ন জায়গা থেকে ব্রাশ সংগ্রহ করতে হয়। বিভিন্ন জায়গাতে দেখা যায় যে ব্রাশ গুল কিনে ব্যবহার করতে হবে যা আমাদের পক্ষে সম্ভব না। তাই আপনাদের জন্য আমার প্রতিদিনের ফটোশপ গেজেট এর টিউন এর প্রথম টিউনটি হচ্ছে কিছু প্রিমিয়াম ব্রাশ টুল।
ফটোশপ ব্রাশ পেকেজঃ ২৫ টি ব্রাশ
ক্যাটাগরিঃ এবস্ট্রাক
ব্যবহারের শর্তাবলীঃবাণিজ্যিক ব্যবহারের জন্য ফ্রি
উদ্ভাবকঃ psdeluxe
ফাইলের আকারঃ 23.5 MB
ফটোশপ ব্রাশ পেকেজঃ ৯২ টি ব্রাশ
ক্যাটাগরিঃ অন্যান্য
ব্যবহারের শর্তাবলীঃবাণিজ্যিক ব্যবহারের জন্য ফ্রি
উদ্ভাবকঃ Jobey Buya
ফাইলের আকারঃ 48.4 MB
ফটোশপ ব্রাশ পেকেজঃ ১২ টি ব্রাশ
ক্যাটাগরিঃ অন্যান্য
ব্যবহারের শর্তাবলীঃবাণিজ্যিক ব্যবহারের জন্য ফ্রি
উদ্ভাবকঃ Jobey Buya
ফাইলের আকারঃ19.9 MB
ব্রাশ টুল গুল নামিয়ে ইচ্ছে মত ব্যবহার করুন,আর ব্যবহার কিভাবে করতে হয় তা,যারা ফটোশপ ব্যবহার করেন তারা অবশ্যই যানেন তাই লিখলাম না। সামনে আপনাদের জন্য থাকছে আরও ব্যতিক্রম ধর্মী সব ব্রাশ। আর ফটোশপ এর অন্যতম প্রধান একটি উপাদান হচ্ছে ব্রাশ। যারা ভাল মানের ফটোশপ ইডিটর তারা শুধু মাত্র এই ব্রাশ টুল দিয়ে চোখ ধাদানো কাজ করতে পারে।
এখন থেকে নিয়মিত আপনাদের জন্য ফটোশপের বিভিন্ন গেজেট নিয়ে হাজির হব, ইনশা-আল্লাহ। সবাই ভাল থাকবেন।
আমি মাসুম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
“ যে কখনও ভুল করেনা। সে নতুন কিছু করার চেষ্টা করে না। ” “ কল্পনা জ্ঞানের চেয়ে আরো গুরুত্বপূর্ণ ” __অ্যালবার্ট আইনস্টাইন