Dslr Camera নাই তাতে কি হয়েছে, ফটোশপ অথবা অ্যান্ড্রয়েড ফোন ত আছে। Dslr Camera এর কাজ হবে এবার ফটোশপ বা অ্যান্ডয়েড দিয়ে।

আস-সালামুআলাইকুম, টিটি পরিবারের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আকের টিউন শুরু করছি। কেমন আছেন সবাই ? আশা করি ভাল।মোটামোটি সবার টিউন আমার ভাল লাগে।  আমার আজকের টিউনটি আপনাদের কতটুকু ভাল লাগবে জানি না, তবে সব সময় আপনাদের জন্য ভাল কিছু শেয়ার করার চেষ্টা করব। লেখা পড়ার ব্যস্ততার মাঝে পুরো টিটি পরিবার কে মিস করছিলাম, তাই আজ আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে।  আশা করি আপনাদের ভাল লাগবে।আর টিউনে কোনো প্রকার ভূল হলে ক্ষমা করে দিবেন।

আমরা সবকিছুই বিকল্প পথ সবসময়ই খুজি। যেমন আমাদের অনেকের Dslr Camera দিয়ে ফটো তোলার শখ আছে কিন্তু  Dslr camera নেই। তাতে কি আমরা কি থেমে থাকার জাতি। Dslr না থাকুক, কম্পিউটারে ফটোশপ সফটওয়্যার বা অ্যান্ড্রয়েড ফোন ত আছে। হাম আমাদের সবারই আছে। বাস এটা দিয়েই আমরা  কাজ চালাব। কিন্তু কিভাবে, এটাই হল আসল প্রশ্ন। আর এই প্রশ্নের উওর দিতে আমার আজকের টিউন।

আমার আজকের টিউনে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে ফটোশপ বা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে যে কোনো ফটোকে Dslr Camera এর ফটোর মত করবেন। এটা কম্পিউটার বা অ্যান্ড্রয়েড এই দুটু দিয়েই করতে পারবেন। এর জন্য অাপনার দুটি মফটওয়্যারের প্রয়োজন হবে। Adobe Photoshop  এবং  After focus pro/After focus। ফটোশপ ত সবার কছে আছে না থাকলে গুগল করে ডাউনলোড করে নিবেন। আর  After focus সফটওয়্যার টা গুগল প্লে ষ্টোরে সার্চ দিলেই পাবেন। তার পরও যারা ডাউনলোড করতে পারবেন না, তাদের জন্য ভিডিও টিউটিরিয়ালের ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে।

এখন কিভাবে কি করবেন। যেহেতু এটা একটা পুরো প্রযেক্টের কাজ তাই লিখে বুঝাতে সমস্যা হবে। তাই আপনাদের জন্য ভিডিও টিউটিরিয়াল দিলাম। ভিডিও টিউটিরিয়াল গুলো মনযোগ দিয়ে দেখবেন। আশা করি কোনো সমস্যা হবে না।

ভিডিও টিউটিরিয়াল গুলো নিচেন লিংক থেকে দেখুন :-

বুঝতে কোনো সমস্য হলে টিউমেন্টে জানাবেন। আর ভিডিও গুলো ভাল লাগলে চ্যানেল টি Subscribe করে রাখতে পারেন।

Level 0

আমি টেকনিক জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া After focus pro এপ্সটা কিরাম কাজ করে :v