আসসালামু আলাইকুম। কেমআসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
দেখতে দেখতে শেষ হবার পথে Adobe Photoshop CC 2015 = বাংলা ভিডিও টিউটোরিয়াল এর ১0 টি পর্ব, জানিনা কেমন হচ্ছে আর কেমন উপকার হচ্ছে আপনাদের! ফটোশপ দিয়ে অনেক মজার মজার এবং যাদুর কাজ ও করা যায়! তাই তো আমার টিউনের নাম দেওয়া হয়েছে ফটোশপ যাদু! তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও টিউটোরিয়াল গুলো!
১। ছবির 3D Film Strip বক্স তৈরি করুন খুব সহজে নান্দনিক ভাবে!
২। নিজের চা এর মধ্যে দিয়ে দিন নিজের বানানো Smoke Effect যাদুর টিউন,
1. ফেইসবুক পেজটি Like দিন।
২। Youtube চ্যানেলটি Subscribed করুন!
https://www.youtube.com/channel/UC0GWTdgGQ9n4sa0OsewEMvA
ইনশাআল্লাহ ফটোশপ যাদুর উপর আরো অনেক গুলো টিউটোরিয়াল পাবেন সে পর্যন্ত অপেক্ষা করুন!
ফটোশপের যাদূর আরো বাংলা টিউটোরিয়াল দেখতে ভিজিট করুন
আর ভিডিও গুলো যদি আপনাদের ভাল লেগে থাকে তাহলে আমার ভিডিও চ্যানেলটি এবং ফেইসবুক পেজটি Like এবং Subscribed করতে ভুলবেন না।
আমার কষ্টের টিউন যদি আপনাদের মনে একটু ভাল লেগে থাকে, আর বুঝতে কোন প্রকার অসুবিধা হলে, নিচে টিউমেন্টের মাধ্যেমে আপনার মতামত জানাতে ভুলবেন না। কারন আপনার টিউমেন্ট এর দ্বারা আমি বুঝতে পারব, আমার টিউনটি করা সার্থক হয়েছে কিনা। আর আপনি অনেক কিছু শিখে যাবেন একটি মতামত জানাতে পারবেন না এটা কেমন কথা, টিউমেন্টে টিউনারদের উৎসাহিত করবেন।
আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ!
Fb তে আমি
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
আপনি ভাই আসলেই ফটোশপ এর বস।