কোট পড়ে ছবি তুলেননি, তাতে কি হলো? এখন আপনার ছবিতে কোট পড়ান!!!

আসসালামু আলাইকুম,

সকল টিউনার ও ভিজিটর আপনারা সকলেই কেমন আছেন? আশাকরছি সকলেই আল্লাহর দয়ায় ভালই আছেন।

আজ আমি আপনাদের জন্য নিয়ে আসেছি PNG format এর কিছু কোট।

আপনি কোট পড়ে ছবি তুলেননি ??? তাতে কি? আপনিও ইচ্ছে করলে আপনার ছবিতে কোট পরিধান করাতে পারেন।হ্যাঁ আর নয় রহস্য এবার কাজ শুরু করা যাক।

যা যা করতে হবেঃ

১. প্রথমে নিচের লিংক হতে PNG format এর কোট গুলো ডাউনলোড করে নিন
২. এরপর যে ছবিতে কোট পরাতে চান তা ফটোসপে ওপেন করুন;৩. ছবি ফটোসপে ওপেন করার পর আপনার পছন্দের একটি কোট ওপেন করুন।

৪. Ctrl+A চেপে সম্পুরন কোটটি সিলেক্ট করুন;

৪. যে ছবিতে কোট পরাতে চান সেখানে Ctrl+V চেপে পেস্ট করুন;

৫. এবার কোটটি আপনার ছবির সাথে adjust করার জন্য Move Tool(V) ব্যবহার করে কোটটিকে ছবিতে স্থাপন করুন, ডানে বামে সরান। প্রয়োজনে কোটটি বড় ছোট করে নিন (ছবিতে দেখেন);

৬। Crop Tool দিয়ে Hight=2 & Width =1.5 দিয়ে Crop করুন;

৭. এরপর ব্রাশ টুল ব্যবহার করে ছবিটি ফিনিশিং দেন এবং ছবিটি সেভ করুন।

ব্যাস আপনার সব কাজ শেষ।

ধন্যবাদ সবাইকে, ভাল থাকবেন।

লিখাটি প্রথম আমার ব্লগ এ প্রকাশিত হয়েছে।

বল বীর –
বল উন্নত মম শির!
শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
বল বীর –
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’
চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি’
ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া
খোদার আসন ‘আরশ’ ছেদিয়া,
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর!
মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!
বল বীর –
আমি চির উন্নত শির!

Level 0

আমি Emdadul Hoque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।। Emdadul Hoque


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন ভাই, ধন্যবাদ

সুন্দর টিউন, আরো চাই