আসসালামু আলাইকুম। কেমআসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
আগামীকাল আমি একটি টিউন করেছিলাম ডিম আগে নাকি মুরগি আগে! তৈরি করুন দারুণ একটি এনিমেশন, অনেকের সাড়া পেয়ে আজকের টিউন টি করা, আজকের টিউন টি ও মজার, কিন্তু ভিডিও টিউটোরিয়াল!
এই টিউটোরিয়াল দিয়ে বানানো হয়েছে এই Gif এনিমেশনটি!
তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও টিউটোরিয়ালটি, আজকের ভিডিও টিউটোরিয়াল টি দেখে আপনি ব্লগ/ওয়েব সাইটের জন্য ব্যানার বানাতে পারবেন এনিমেশন দিয়ে, নিচের ভিডিও টা আমি শখ বশত বানালাম! আপনি ও একবার চেষ্টা করে দেখুন ভাল লাগবে।
আর ভিডিও গুলো যদি আপনাদের ভাল লেগে থাকে তাহলে আমার ভিডিও চ্যানেলটি এবং ফেইসবুক পেজটি Like এবং Subscribed করতে ভুলবেন না।
1. ফেইসবুক পেজটি Like দিন।
২। Youtube চ্যানেলটি Subscribed করুন!
ইনশাআল্লাহ আগামি টিউটোরিয়ালে আরো ভাল ভাল যাদুর এবং মজার টিউটোরিয়াল নিয়ে হাজির হব সে পর্যন্ত অপেক্ষা থাকুন !
আরো কিছু তৈরি আমার ভিডিও টিউটোরিয়াল।
১। এত দিন ফটোশপে ছবির এনিমেশন করেছেন এখন করুন লেখার এনিমেশন (একদম সোজা)
২। ফটোশপে ছবির পিছনের নির্দিষ্ট অংশ চেঞ্জ করুন কয়েকটি ধাপ অনুসরন করে !
৩। আপনার নিজের তৈরি করা ব্রাকগ্রাউন্ডে দিয়ে দিন আপনার ছবি!
৪। ছবিতে দিন DSLR ছবির ইফেক্ট ফটোশপ যাদুর ছোঁয়া!
আমার কষ্টের টিউন যদি আপনাদের মনে একটু ভাল লেগে থাকে, আর বুঝতে কোন প্রকার অসুবিধা হলে, নিচে টিউমেন্টের মাধ্যেমে আপনার মতামত জানাতে ভুলবেন না। কারন আপনার টিউমেন্ট এর দ্বারা আমি বুঝতে পারব, আমার টিউনটি করা সার্থক হয়েছে কিনা। আর আপনি অনেক কিছু শিখে যাবেন একটি মতামত জানাতে পারবেন না এটা কেমন কথা, টিউমেন্টে টিউনারদের উৎসাহিত করবেন।
ফেইসবুকে আমি
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
মাস্টার অফ ফটোশপ। গ্রেট ওয়ার্ক 🙂