নিয়ে নিন আমার তৈরি করা ফটোশপ যাদুর উপর ১০ টি ভিডিও টিউটোরিয়াল (শিখে নিন যাদুগুলি আর হয়ে উঠেন একজন ডিজাইনার)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

এক এক করে ফটোশপ যাদুর ৭০ টি টিউন করে ফেললাম, অনেকে আমাকে মেসেজ, মোবাইল করে বলে হোছাইন ভাই আপনি যদি ফটোশপের উপর কিছু ভিডিও টিউটোরিয়াল তৈরি করতেন তাহলে আমাদের অনেক উপকার হত! তাদের আমি আশ্বাস দিয়েছিলাম তৈরি করব, তো সময় নিয়ে বানিয়ে ফেললাম ফটোশপ যাদুর উপর ১০ টি ভিডিও টিউটোরিয়ালঃ

বর্তমানে এডোবি ফটোশপ ছবি সম্পাদনা করা ছাড়া ও, গ্রাফিক্স তৈরী এবং নানান কাজে এডোবি ফটোশপ ব্যবহৃত হয়ে থাকে, এই ফটোশপ শিখে আপনি টাকাও ইনকাম করতে পারবেন! তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এডোবি ফটোশপ নিয়ে আমার তৈরি করা ১০ টি ভিডিও টিউটোরিয়াল।
তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব গুলোর বিবরনঃ
১। ফটোশপ এর যাদু পর্ব : ০১
ছবিকে স্কেচ আকারে করার জন্য দারুন এক পদ্ধতি, জেনে রাখুন কাজে দিবে।

 

 

২। ফটোশপ এর যাদু পর্ব : ০২
কাঁচা মরিচ কে কিভাবে পাকা মরিচে রূপান্তর করতে হয়! আমরা আজ এই টিউটোরিয়ালে দেখব! অনেক মজার একটি Tips দেখুন ভাল লাগবে।

 

 

৩। ফটোশপ এর যাদু পর্ব : ০৩

আমরা অনেক সময় রাস্তা দিয়ে হাটার সময় হঠ্যাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায় আর ভিজে যায় আমাদের পুরো শরীর। বিশেষ করে ছোট-ছেলে মেয়েরা বৃষ্টি দেখলে অনেক খুশি হয় এবং বৃষ্টি তে নামতে চায় আর আমাদের ভিজতে মন চায় বৃষ্টিতে, অনেক সময় বেশী বৃষ্টিতে ভিজার কারনে ক্ষতির কারণ হতে পারে, তাই বৃষ্টিতে কম ভিজতে চেষ্টা করবেন। কিন্তু আপনি চাইলে এই বৃষ্টি তৈরী করতে পারবেন ফটোসপ দিয়ে। নিচের ধাপগুলো অনুসরণ করে,
আপনারা কাজ করতে চাইলে এখান থেকে ছোট মেয়ের ছবিটা ডাউনলোড করতে পারেন। তারপর কাজ করুন

 

 

৪। ফটোশপ এর যাদু পর্ব : ০৪  

ছবির মধ্যেই দিন Lighting Effect, ফটোশপ এর মাধ্যমে।

৫। ফটোশপ এর যাদু পর্ব : ০৫
ফটোসপ যাদুর ৫ম পর্বে, আজ আমরা শিখব কিভাবে প্রিয়জনের নামের মধ্যে পছন্দের ছবি দেওয়া যায় তার নিয়ম

 

৬। ফটোশপ এর যাদু পর্ব : ০৬
সাদা- কালো ছবিকে রঙ্গিন করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে, অনেকে অনেক রকম পদ্ধতি ব্যবহার করে। আজ আমি আপনাদের যে পদ্ধতি দেখাবো সে পদ্ধতি যাদুর মত মজার হবে।

৭। ফটোশপ এর যাদু পর্ব : ০৭ 
আজকের বিষয় ফটোশপে এর মাধ্যমে কিভাবে লেখার এনিমেশন তৈরি করতে হয় তার নিয়ম।

৮। ফটোশপ এর যাদু পর্ব : ০৮ 
যে কোন পোষাকের রং চেঞ্জ করুন খুব সহজে!

৯। ফটোশপ এর যাদু পর্ব : ০৯ 
আপনার ছবিতে ওয়াটার রিফ্লেকশন ইফেক্ট দিন খুব সহজে,

১০। ফটোশপ এর যাদু পর্ব : ১০
ছবির চারপাশে বর্ডার দেওয়ার নিয়ম (দুই পদ্ধতিতে দেখানো হয়েছে)

আশা করি আমার আপলোডকৃত ভিডিও গুলি দেখলে আপনিও হয়ে উঠতে পারবেন একজন সফল গ্রাফিক্স ডিজাইনার হিসেবে। যদি আমার তৈরি করা ভিডিওগুলি দেখে আপনাদের উপকার হয় তাহলে আমাকে টিউমেন্ট করে জানাবেন। আমি আরো অনেক টিউটোরিয়াল করার ইচ্ছা আছে, যদি আপনাদের সাপোর্ট পাই ! ইনশাআল্লাহ চালিয়ে যাব।

আর ভিডিও গুলো যদি আপনাদের ভাল লেগে থাকে তাহলে আমার ভিডিও চ্যানেলটি এবং ফেইসবুক পেজটি Like এবং Subscribed করতে ভুলবেন না।

1. ফেইসবুক পেজটি Like দিন।

২। Youtube চ্যানেলটি Subscribed করুন!

ফেইসবুকে আমি

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুণ পোষ্ট, ভাল লাগল। জাযাকাল্লাহ খাইর।

    ধন্যবাদ @ প্রথম টিউমেন্ট এ খুশি হয়ে গেলাম 😛 @ সাথে থাকুন!

Level New

ধন্যবাদ, খুবই কাজের জিনিস

আপনার ফটোশপ এর Verson কত ! আমার সাথে কিছুই তো মেলে না ভাইয়া । ( আমি CC 2015)