ফটোশপ শিখুন মাসে 30/40 হাজার টাকা ইনকাম করুন সহজে

ফটোশপ শিখুন ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ফ্রিতে

সম্মানিত সুধী,

সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার জীবনে হয়তো অনেক টিউন পড়েছেন কিন্তু আজকের টিউনটি সম্পূর্ণ  পড়বেন। আশা করি আজকের এই টিউনটি আপনার জীবন কে পাল্টিয়ে দিবে। ভাববেছন টেকউটিনসে তো অনেক টিউন দেখলাম কিন্তু আজ পর্যন্ত কিছুই করতে পেলাম না। হ্যা এই বিষয়টা ভাবাটা স্বাভাবিক। কিন্তু হতাশ হবার কিছুই নেই। আপনিও পারবেন মাসে কমপক্ষে 30/40 হাজার টাকা ইনকাম করতে। কি অবাক হচ্ছেন ? না সম্পূণ সত্যি কথা। তার প্রমাণ আমি দেখিয়ে দেব। যদি আপনারা আমার সাথে যুক্ত থাকেন। ভাবছেন আপনি আমাদের জন্য ফ্রিতে কেন এত কিছু করবেন। হ্যা এই প্রশ্ন করা স্বাভাবিক বলে আমি মনে করি। কিন্তু না আমি আপনাদের জন্য দয়া দেখাচ্ছি এর পিছনে তো অবশ্যই একটি কারণ আছে। আর সেই কারণ টি হলো আমি আমার জীবনে প্রচুর টাকা ইনকাম করেছি বর্তমানেও আপনাদের দোয়ায় করছি ইনশা আল্লাহ ভবিষ্যতেও করবো। কিন্তু আমার সেই মহত উদ্যেশ্য টি হলো সমাজের অবহেলিত মানুষের পাশে দাড়ানো। যদি অনলাইন থেকে আপনি আয় করতে পারেন আমার এই চেষ্ঠায় তাহলে তো আমার কোন ক্ষতি নেই। আমি নিজে তো আপনাকে কোন টাকা দেব না। আমি শুধু দিব টেকনিক যা দিয়ে আপনার জীবন এবং কি আপনার পরিবার সাবলম্বী হবে। আর তা যদি হয় মানব সেবা সেটাই আমার পরম পাওয়া। আমি চাই আপনাদের দোয়া ও ভালবাসা। কোন টাকা পয়সা নয়। আমার একটি গুরুত্বপূর্ণ কথা হলো যারা হতাশা গ্রস্থ্য মানুষ তাদের জন্যই আমার এই আয়োজন। কিন্তু হ্যা আমি এমন হতাশা গ্রস্থ্য লোক নিয়ে কাজ করতে আগ্রহী না যারা আজ কে অনলাইনে এসে কাল থেকেই ইনকাম করবে বলে ভাবছেন। দয়া করে তারা আমার এই টিউনটি সময় নষ্ট করে পড়বেন না। এখনি সরে যেতে পারেন। কোন বিষয় এত সহজ না আবার অনেক সহজ যদি আপনার ইচ্ছা থাকে তাহলেই সম্ভব। শুধু ইচ্ছা না আপনার চেষ্টাও থাকতে হবে। কারণ আমি আপনাদের সব কিছু পর্যায়ক্রমে দেখাতে থাকবো কিন্তু যদি কোন চর্চা না করেন তাহলে তো সম্ভব নয়।

30/40 হাজার টাকা ইনকাম কি ভাবে করবেন ? মনে করেন আপনি আমার ধারাবাহিক টিউটোরিয়াল গুলি দেখে নিজে চর্চা করে মোটামুটি কাজ গুলো শিখতে শুরু করলেন। বর্তমানে অনলাইন গ্রাফিক্স এর রয়েছে ব্যাপক চাহিদা। আপনি যদি প্রতিদিন 1 টি করেও কাজ পান তাহলে আপনার মাসে 30 টি কাজ করা কোন ব্যাপার না। গ্রাফিক্স এর সর্বনিম্ন কাজের বাজেট থাকে 10/15 ডলার। সব্বোর্চ 1000 ডলার পর্যন্ত কাজ ও রয়েছে কিন্তু সেই সব বিষয়ে আপনাকে দক্ষ থাকতে হবে। আমি 1000 ডলারে যাচ্ছি না প্রাথমিক ভাবে 10 ডলার এর হিসাব ই করব। প্রতিদিন যদি 10 ডলার হয় তাহলে মাসে 300 ডলার তার মানে প্রায় 30 হাজার টাকা। কিন্তু আপনি কি একটি কাজে পাবেন না এর অনেক বেশী কাজ পাবেন এটাই স্বাভাবিক। এটা গেল অনলাইন। কিন্তু যারা অনলাইনে এত দক্ষ না তারও থেমে থাকবেন না। তাদের জন্যও রয়েছে আমার বিকল্প চিন্তা। মনে করেন আপনি কাজটি শিখলেন। শেখার পর আপনি আপনার এলাকায় যদি ডিজিটাল স্টুডিও করেন তাহলেও প্রতিদিন কমপক্ষে 1000 টাকা ইনকাম করা কোন ব্যাপারই না। তাতেও আপনার মাসে প্রায় 30 হাজার টাকা ইনকাম হবে।

যে যে জিনিস গুলো খেয়াল রাখবেন : আমি আপনাদের ফ্রিতে শিখাবো বলে অবহেলা করা যাবে না। আর যদি করেন তাহলে আমি আবারো বলছি এই টিউনটি আপনার জন্য নয়। হ্যা যারা শিখবেন তাদের বলছি-প্রথমে আপনার কাজ হলো আমার ফেইসবুক লাইক পেইজে এখনি একটি লাইক দিয়ে রাখুন। কারণ আমি কোন সময় টিউটোরিয়াল আপলোড করব তা হয়তো আপনি নাও জানতে পারেন। কারণ আপনি তো সব সময় অনলাইনে থাকবেন না।

ফেইসবুক লাইক পেইজ -      এখানে ক্লিক করুন

দ্বিতীয়ত- আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্কাইব করে নিন। যাতে আপনার ভিডিও গুলো পেতে সহজ হয়। (প্রতিটি শিক্ষার্থী কে অবশ্যই সাবস্কাইব করতে হবে)  কারণ আমি আপনাদের উপকারের জন্য এত কিছু করবো আর আপনারা আমার জন্য এই টুকু করবেন না ? আমি তো আর সকল কে ফোন করে জানিয়ে দিতে পারবো না যে আমার ভিডিও আপলোড হয়েছে আপনারা দেখে নিন। (যারা সাবস্কাইব করা বুঝেন না তাদের জন্যও একটি ভিডিও আপলোড করে দিব।)

(ভিডিওতে এই বাটন এ ক্লিক করুন। আপনার ইমেইল দিয়ে অবশ্যই ইউটিউব লগিন থাকতে হবে।

ইউটিউব চ্যানেল :  এখানে ক্লিক করুন

বিঃ দ্রঃ আমার নিজস্ব কোন ভিডিও ওয়েব তৈরী করি নাই বিধায় সবার উপকারের স্বার্থে ইউটিবে ভিডিও গুলো আপলোড দিব। প্রত্যেকটি ভিডিও ভালো ভাবে বুঝে শুনে চর্চা করবেন। আর যদি কোন সমস্যায় পড়েন তাহলে আমাকে টিউমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্ঠা করব ইনশাল্লাহ।

যদি আপনাদের আমার এই টিউনটি ভালো লেগে থাকে তাহলে আমি আমার কার্যক্রম শুরু করব। আর যদি ভালো না লাগে তাহলে বলবেন আমি এখানেই সমাপ্তি ঘোষনা করব।

সবার টিউমেন্ট আশা করছি। দেখি কত জন ব্যক্তির চাহিদা আছে। চাহিদার সংখ্যা বেশী থাকলে শুরু করব আর যদি কম থাকে তাহলে করবো না।

Level New

আমি Mr. Preboy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার কথার মধ্যে ব্যালেন্সের অভাব আছে

    Level New

    writerbuddha@ আসলে ব্যালেন্স জিনিস টা আল্লাহর দান। এটা সবার সমান থাকে না। দোয়া করবেন যেন আল্লাহ্ রাব্বুল আল আমিন আমাকে সেই শক্তি দান করেন।

true, aro guchiye bolte parten

    Level New

    সিপিএ কোচ@ দোয়া করবেন যেন আরও গুছিয়ে সাজিয়ে কথা বলতে পারি আল্লাহ যেন সেই ক্ষমতা আমাকে দান করেন।

    Level New

    ফাহাদ অভি @ ধন্যবাদ

    Level New

    ফরহাদ উজ জামান@ Thanks….

শিখতে চাই।কাজ পাবো কোথা থেকে?

Amar laptop 2.0 ghz, 2gb ram , core 2 duo , amar laptop ar jonno comfortable akta photoshop er link den plz ,,, onek khujeo paccina,,, plz

দেখি কত দূর যেতে পারি