ফটোশপের যাদুকরি, এবার আপনিও তৈরী করুন প্রপেশনাল টেক্সট ইফেক্ট।

আস-সালামুআলাইকুম, টিউনের শুরুতে টেকটিউনস কমিটির সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন সবাই ? আশা করি ভাল। আপনাদের ভালই আমার কাম্য।আমার আজকের টিউনটি আপনাদের কতটুকু ভাল লাগবে জানি না, তবে সব সময় আপনাদের জন্য ভাল কিছু শেয়ার করার চেষ্টা করব।ভুল হলে ক্ষামা করবেন।  লেখা পড়ার ব্যস্ততার নিগরে আর ভাল লাগছে না, পুরো টিটি পরিবার কে মিস করছিলাম, তাই আজ আপনাদের মাঝে হাজির হলাম ফটোশপের একটা ট্রিক্স নিয়ে, আশা করি আপনাদের ভাল লাগবে।আর টিউনটি ভাল লাগলে টিউমেন্ট জানাবেন।

(এটা একটা সিম্পল এর জন্য তাড়াহুড়া করে তৈরী করা, আপনারা মনযোগ দিয়ে ভিডিও টি দেখে এর থেকেও ভাল একটা টেক্সট ইফেক্ট তৈরী করতে পারবেন।)

আজ আমি আপনাদের এডোভি ফটোশপের একটা ট্রিক্স দেখাব। আসলে এডোবির পরিশর টা অনেক বড়, এর অনেক ছোট খাট ট্রিক্স আছে যে গুলোর মাধ্যমে অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট  তৈরী করা যায়।

এখানে আমি আপনাদের ক দেখাব  কিভাবে ফটোশপের মাধ্যমে একটি প্রপেশনাল আইস টেক্সট ইফেক্ট তৈরী করা যায়।

যেহেতু এটি একটা প্রযেক্ট এর কাজ তাই এটা লিখে বুঝানো জাবেনা। আর এই রকম টিউন লেখার ক্ষেত্রে অনেকের বুঝতে সমস্যা হয়। তাই ভাল করে বুঝার জন্য ভিডিও টিউটিরিয়াল টি দিলাম। ভিডিও টি মনযোগ দিয়ে দেখুন তাহলে আপনিও এই রকম প্রপেশনাল টেক্সট ইফেক্ট তৈরী করতে পারবেন।

ভিডিও টি এখানে দেখুন।

এই রকম আর ভিডিও পেতে চ্যানেল টি subscribe করে রাখতে পারেন।

আমি টেক পাগলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস