ফটোশপ এর যাদু [পর্ব-৬৮] :: ফটোশপে ছবির পিছনের নির্দিষ্ট অংশ চেঞ্জ করুন কয়েকটি ধাপ অনুসরন করে !

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।


ফটোশপের যে কত গুন সেটা যারা জানে আর বোঝে তারাই ভাল বলতে পারবে। যদিও আমি বেশি কিছু জানিনা তার পরও যা জানি সেটা আপনাদের মাঝে শেয়ার করতে চেষ্টা করি। ফটোশপের মাধ্যমে আমরা নানাবিধ কাজ করে থাকি। অনেক সময় যে কোন ছবির পিছনের অংশ চেঞ্জ করতে হয়, আমার এক ভাই চিটিগাং গেল এবং নিচের ছবিটি তুলে আনল, আর আমি দেখলাম ছবির পিছনের অংশ তেমন ভাল না, আকাশ টা ঘোল হয়েছে, মনে মনে ছোট ভাইকে বললাম ছবিটা আমাকে Shareit দিয়ে দাও, বাকিটা আমি করে দেখাচ্ছি। সে আমাকে ছবিটা দিল আর আমি ফাইনাল কাজ করে দিলাম অনেক খুশি হল।

তাই এই টিউন টি করা।

প্রথমে ছবিটি ওপেন করুন

এখন টুলবার থেকে Pen Tool সিলেক্ট করে নিচের মত সিলেকশন করুন।

তারপর যে আকাশটি আপনার পিছনে দিবেন সেটি ফটোশপে ওপেন করুন, আর আপনার কাছে না থাকলে গুগল থেকে সার্চ করে নিয়ে নিন।তারপর কি-বোর্ড থেকে CTRL+A দিয়ে পুরো আকাশ সিলেক্ট করুন, তারপর CTRL+C দিয়ে কপি করুন। এখন যে ছবিতে নিবেন সেখানে মাউস দিয়ে ক্লিক করে মেনুবার থেকে Edit>Paste Info তে ক্লি করুন।

এবার কি-বোর্ড থেকে CTRL+T প্রেস করে আকাশটাকে ছোট বড় করে সুন্দর ভাবে সাজিয়ে নিন।

তারপর আকাশটা যদি বেশি গাড়ো মনে হয়, তাহলে Opacity কমিয়ে দিন।

সব কিছু ঠিক থাকলে এবার সেভ করে রাখুন।
ফাইনাল আউটফুট ছবিটি।

টিউন থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে যে কথা গুলো না বললে নয়ঃ

আমার কষ্টের টিউন যদি আপনাদের মনে একটু ভাল লেগে থাকে, আর বুঝতে কোন প্রকার অসুবিধা হলে, নিচে টিউমেন্টের মাধ্যেমে আপনার মতামত জানাতে ভুলবেন না। কারন আপনার টিউমেন্ট এর দ্বারা আমি বুঝতে পারব, আমার টিউনটি করা সার্থক হয়েছে কিনা। আর আপনি অনেক কিছু শিখে যাবেন একটি মতামত জানাতে পারবেন না এটা কেমন কথা, টিউমেন্টে টিউনারদের উৎসাহিত করবেন।

ইনশাআল্লাহ দেখা হবে আগামী টিউনে। সে পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

ফেইসবুকে আমি

 

 

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হোছাইন আহম্মদঃ ভালই টিউন করেন। তবে পুরাতন সব।

    কারো জন্য পুরাতন আবার কারো জন্য নতুন @ আপনি পুরানো তাই পুরানো বললেন 😛 মজা নিলাম @ ধন্যবাদ।

অসাধারন বস

ভালো হয়েছে,আরো টিউটোরিয়াল চাই

    ধন্যবাদ ধীমান ভাই @ আর ৩২ পর্ব করব @ তারপর ফটোশপ যাদুর পর্ব শেষ হয়ে যাবে। @ বাকি গুলো আপনার থেকে শিখব।