প্রিয় টেকটিউন কমিউনিটি সকলকে আমার সালাম ও আসছে পবিত্র ঈদ-উল-আযহার মোবারকবাদ।
আল্লাহর রহমনে আশা করি সকলে সুন্দর ভাবে জীবন কাটাচ্ছেন। এতটুকু যেন সব সব প্রতিকুলতার মাঝে ভালো থাকতে পারি মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা।
অলসতায় আমার দিন কাটে। সারদিনের শত ব্যস্ততার মাঝেও অলসতায় গা ছড়িয়ে দেওয়ার জন্য ঠিকই সময় বের করার চেষ্টা করি। আমার সমস্ত চিন্তা চেতনা বিক্ষিপ্ত। সুনির্দৃষ্ট কোন চিন্তা করতে পারিনা। সারাদিন ভার্চুয়াল জগতের এ মাথা থেকে সে মাথা ঘুরে বেড়ানো নেষা সব সময়ই। ঘুরতে ঘুরতে টিউন করার জন্য অনেক কিছু মাথায় এসে যায় কিন্তু ঐ যে সমস্যা একটাই “অলসতায় আমার দিন কাটে” “আমার সমস্ত চিন্তা চেতনা বিক্ষিপ্ত”।
যাই হোক সময় নষ্ট করে আমার বক বকানি শুনতে ভালো লাগবে না আপনাদের। এবার আসি কাজের কথায়। আমার মত এত অপদার্থ সময় নষ্ট করে Eid Card তৈরি করার সময় আপনাদের না ও হতে পারে তাই একটু কষ্ট করে আমার দেওয়া টিউন থেকে একটু কষ্ট করে Eid card jpg ফাইল download করে নিন।
3d Eid Card Download এর জন্য এখানে ক্লিক করুন।
Simple Eid Card Download এর জন্য এখানে ক্লিক করুন।
আপনাদের সাথে সব সময় আছি
অলসতার মধ্যে বিক্ষিপ্ত চিন্তা নিয়ে অন্য টিউনের সাথে আপনাদের মাঝে আবারও হাজির হব তত সময় আপনাদের দোয়ার মধ্যে আমাকে রাখবেন। ধন্যবাদ।
আমি বুলবুল আহম্মদ রাজু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ, চমৎকার কার্ডগুলোর জন্য। আগাম ঈদ মানে গরু মোবারক রইলো।