নিজের বা বন্ধুর ছবিকে ভ্যাম্পায়ার বানিয়ে ফেলতে পারেন এই টিউটোরিয়ালের সাহায্যে।
এর জন্য যা যা প্রয়োজন হবে
১. আপনার বা যেকোন বন্ধুর ছবি
২. ব্লাড ব্রাশ ডাউনলোড করতে ক্লিক করুন - এখানে
৩. বিডালের ছবি- ভ্যাম্পায়ারের চোখের জন্য
আসুন শুরু করা যাক
১. ছবি নির্বাচন করুন।
আপনার বা আপনার বন্ধূর কোন ছবি নিন। ছবি বাছাই করার পর তা ফটোশপ এ নিয়ে যান। এবং ফটোশপ এ লেয়ারটিকে face নাম দিন।
২. রং পরিবর্তন করুন
যেহেতু ভ্যাম্পায়ারের স্কিন একটু ম্লান হয়ে থাকে তাই আপনাকে face থেকে রঙ সরাতে হবে। এর জন্য ফটোশপ এর mask তৈরী করতে হবে যেন বাকি সকল অংশে রঙ থাকে। ফেইস লেয়ারটি সিলেক্ট করুন এবং create new fill or Adjustment layer অপশন থেকে hue and Saturation মেনু নির্বাচন করুন এবং স্যাচুরেশন স্লাইডারটির মান -৮৭ করে দিন।
এখানে আমি শুধূ ফেইসটিকেই একটু ম্লান করেছি। চোখ এবং ঠোট রঙিন ই রেখেছি।
কেবল রং সরানো হল, এখন মুখের চারপাশে ছায়া দিতে হবে আবার ফেইস লেয়ারটি সিলেক্ট করুন।
"Create new fill or adjustment layer" অপশন থেকে "Hue/Saturation"এর পরিবর্তে "Levels" অপশন নির্বাচন করুন। আপনার ইচ্ছামত ছায়া বাড়াতে থাকুন। এবং নিচে ছবিতে প্রিভিউ দেখতে পাবেন।
৩. ভ্যাম্পায়ারের চোখ
আপনি সঠিকভাবে কালার এবং ফেইসের চারপাশে ছায়া দেওয়ার পর এখনকাজ হচ্ছে ভ্যাম্পায়ারের চোখ সেট করা। আপনি যদি মানুষের চোখের চেয়ে আলাদা কিছু দিতে চান তবে আপনি বিড়ালের চোখ ব্যবহার করতে পারেন।
Rectangular Marquee Tool এর সাহায্যে বিডালের চোখ নির্বাচন করুন। "Layer Mask" যোগ করুন এবং মানুষের চোখের সাথে মিলানোর জন্য চোখের আশে পাশের এরিয়া মুছে দিন। আপনাকে ছবিটি রিসাইজ ও করা লাগতে পারে আপনার সিলেকশন এবং ছবির উপর নির্ভর করে।
আরও একটু নিখুত করার জন্য আপনাকে "Layer Style" প্যানেল থেকে "Inner Shadow" স্টাইল নির্বাচন করুন। এর জন্য নিচের চিত্রটি অনুসরন করতে পারেন।
আরও একটু বৈচিত্রতা আনার জন্য চোখের লেয়ারটি নির্বাচন করুন। "Create new fill or adjustment layer" অপশন থেকে "Vibrance" অপশন নির্বাচন করুন। vibrance এর ভ্যালু +৮৫ এবং স্যাচুরশেন এর ভ্যালু +১০০ দিন।
৪.ভ্যাম্পায়ারের দাত এর পরবর্তী ধাপ হচ্ছে ভ্যাম্পায়ারের দাত সঠিকভবে বসানো। Pen Tool এর সাহায্যে চিত্রের মত ত্রিকোনাকার আকৃতির একটি সেপ নিন।আমরা এটিকে "left tooth" নাম দিতে পারি।
উপরের কর্ণারের কিছূ অংশ মুছে দিতে পারেন। এবং এর পর layer style থেকে নিচের চিত্রগুলো অনুসরন করুন।
বাম দাতটি সঠিকভাবে স্থাপন করার পর একই পদ্ধতিতে ডান দাতটি স্থাপন করুন। এবার লেয়ারের উপর Right বাটন ক্লিক করে Rasterize Layer অপশন নির্বাচন করুন। Filter মেনু থেকে Noise > Add Noise অপশন নির্বাচন করে নিচের (চিত্রের) সেটিংসটি অনুসরন করুন।
৫. রক্ত
আপনি কি ধরনের ইফেক্ট দিবেন তার উপর নির্ভর করে আপনি যেকোন ধরনের ইফেক্ট দিতে পারেন। আমি নিচের ব্লাড ব্রাশ ব্যবহার করেছি ইফেক্ট দেওয়ার জন্য।
ব্লাড ইফেক্ট দেওয়ার জন্য কন্ট্র্রোল বাটন চেপে ধরুন। এবং tooth layer উপর ক্লিক করুন এবং বাকি অংশ ফিল আপ করুন। আপনি অসংথ্য ব্রাশ অপশনের মধ্যে সঠিক ব্রাশটি নির্বাচন করুন (আপনার পছন্দ অনুসারে)
কোন ভ্যাম্পায়ারই পুর্ণাঙ্গ নয় যদি তার মুখে যদি রক্ত না থাকে। তার জন্য নতুন একটি লেয়ার তৈরী করুন মুথের আশে পাশে। ব্লাড ব্রাশ ব্যবহার করুন।
সর্বশেষ আমি কয়েকফোটা রক্ত মুখ থেকে ঝরে পড়ুক। এই জন্য আমি নতুন একটি লেয়ার তৈরী করেছি। সেখানে মোটামুটি রক্ত ঝরে পড়ার মত করে ব্লাড ব্রাশ ব্যবহার করেছি।(লেয়ারটিই এইভাবে সিলেক্ট করা)। ব্লাড ব্রাশ ইফেক্টের সাহায্য সেটা পুরণ করলাম।
আপনারা দেখতে পাচ্ছেন রঙ সঠিক ভাবে মিলছে না। আপনারা নিজেও ইচ্ছা করলে সেটিং করতে পারেন। অথবা নিচের চিত্রের সেটিংস অনুসরন করতে পারেন।
ভ্যাম্পায়ার তৈরী শেষ।
এখন আপনি চাইলে আপনার বা বন্ধুর ছবিকে খুব সহজে ভ্যাম্পায়ারে রুপান্তরিত করতে পারবেন। শুধু ফটোসপ নয় অসংথ্য গ্রাফিক্স ডিজাইন টুলস আছে যেগুলো ফ্রি পাওয়া যায়। যা দিয়ে তৈরী করা সম্ভব অনেক মজার ও সুন্দর ছবি। গ্রাফিক্সের সেরা কিছু সম্পর্কে জানতে ভিজিট করুন
সেরা গ্রাফিক্স ডিজাইন সফটওয়ার
(এখানে ব্যবহৃত ছবি গুলাে স্পষ্ট দেখতে না পেলে ছবিটি আপনার কম্পিউটার এ সেভ করে জুম করে স্পষ্ঠ দেখতে পাবেন)
ধন্যবাদ সবাইকে।
আমি তানিয়া লাবনী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Tncxx