হ্যালো বন্ধুরা, ঈদ মোবারক। আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনারা ভালো থাকলেই উদ্ভাট সব আজব ফটোশপ টিউটোরিয়াল নিয়ে হাজির হবো আমি প্রতিনিয়ত।
আমি আসলে এডবি ফটোশপ সিসি টিউটোরিয়াল এর ধারাবাহিক পরব আলোচনা করবো। তো আজ প্রথম দিনে দেখুন আপনাদের জন্য কি নিয়ে হাজির হলাম। আসলে নিচের ছবির মত করে আপনার ফটোতে দিতে পারবেন ইফেক্টটি। আমরা ভিডিও এর মাধ্যমে দেখবো কিভাবে নিজের যে কোনো ছবিতে এই অর্ধ খাওয়া ডিজাইন করতে হয়।। ছবির ডিজাইন এমন ভাবে করা হয়েছে যেনো মনে হবে কোনো জন্তু আমার শরীরের তাজা মাংস ছিড়ে খেয়েছে, যেমনটি হয় মানুষ কাচা ফল কামড়ে খেলে।
আসলে এটা একটা সহজ টিউটোরিয়াল। একবার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এর চেয়ে সহজ কিছুই আর নেই।
এটার জন্য আপনার দরকার হবে আপনার একটি সুন্দর ছবি+একটি অর্ধ খাওয়া আপেল বা আলু+Adobe Photoshop CC.
একটি অর্ধ খাওয়া আপেল বা আলুর ছবি গুগলে সারস দিলে হাজার হাজার পেয়ে যাবেন। আর এডোবি ফটোষপ সিসি ২০১৫ বা ২০১৪ যে কোনোটি টেকটিউনস সারস বক্সে ক্লিক করে সারস করলেই পেয়ে যাবেন আশা করি।
তাই কথা না বাড়িয়ে সরাসরি কাজের কথায় আসি।
Click Here To Watch Tutorial
ভিডিও তে কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে ফেসবুকে জানাবেন Rezaul Islam
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। খুব দ্রুত আরেকটি নতুন ধাচের ফটোশপ টিউটোরিয়াল নিয়ে হাজির হচ্ছি, খোদা হাফেজ।
আমি রেজাউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Working as a professional graphic designer. I am a freelancer about 7 years experience. Also a Google ad-sense publisher. I always want to know something and try to publish my knowledge everyone.
ভাই প্রথমে আপনি টিউন টি আপডেট করুন, “সারস”=”সার্চ” । আর আমাদের জন্য যদি ভিডিও টিউটোরিয়াল এর সাথে টেক্সট টিউন করেন বেশী উপকৃত হব। আশা করি পরবর্তী টিউন টি আমার মতো যারা তাদের কথা মাথায় রেখে করবেন।