আসসালামু আলাইকু, সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চই। আজকে পুরনো একটি টিউন করব যা ফটোশপ নিয়ে। প্রায় সবাই ফটো এডিটিং এর জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে তার মধ্যে Photoshop অন্যতম। Photoshop ভার্সনগুলির মধ্যে এখনো যেগুলি প্রফেশনাল কাজের জন্য চলছে, তাহলো Photoshop cs 7.0, Photoshop cs 8.0। সহজ ব্যবহরের জন্য এগুলো এখনো চলছে। যারা Photoshop cs 8.0 ইউজ করেন তারা হয়ত ইন্সটল দেওয়ার কিছু দিন পর উপরের ছবির মত “Reading Text Global Resources...Done” এই ম্যাসেজে আটকে যান। Photoshop প্রোগ্রামটি আর ওপেন হয় না। বার বার সেটআপ দিয়েও কোন কাজ হয় না।
আপনি নিম্ন পদ্ধতি অনুসরন করলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
তার আগে ফাইল এক্সটেনশন এবং হিডেন ফাইল অপশনটি চালু রাখুন।
1. প্রথমে My Computer এ যান। তার পর C ড্রাইভে
2. Users
3. Admin (যার নামে কম্পিউটারের একাউন্ট)
4. AppData
5. Roaming
6. Adobe
7. Photoshop
8. 8.0 me (যে ভার্সনটা সমস্যা করছে)
9. Adobe Photoshop CS Settings এ ক্লিক করুন
10. এখান থেকে New Doc Sizes.psp ফাইলটি ডিলিট করুন।
সংক্ষেপে : C:\user\Admin\AppData\Adobe\Photoshop\8.0\Adobe Photoshop CS Settings
New Doc Sizes.psp ফাইলটি ডিলিট করুন। তার পর সব ক্লোজ করে Photoshop cs 8.0 চালু করুন দেখুন সব ঠিক হয়ে গেছে।
ধন্যবাদ সবাইকে।
আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ বাই শেয়ার করার জন্য। প্রথমে C:\user\Admin\AppData\Adobe\Photoshop\8.0\Adobe Photoshop CS Settings এটা খুজে পাইনি, পরে Search Every thing সফটওয়্যার দিয়ে পেয়েছি।
আমার টায় এই রকম আসছে C:\Users\SUMON\AppData\Roaming\Adobe\Photoshop\8.0 ME\Adobe Photoshop CS Settings.