আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আজকের টিউটরিয়ালে আমরা দেখব যে কিভবে একটি ইটের ওয়াল তৈরি করা যায়। নিচের ছবিতে দেখুন ইটের ওয়াল বলে আমি কি বুঝাতে চাচ্ছি। আসুন দেখি আমরা কিভাবে অনেক সহজে ইটের ওয়াল তৈরি করা যায়।
আপনাদের ইচ্ছামত যেকোনো সাইজ এর একটি ফটোশপ ডকুমেন্ট ওপেন করুন আমি এইখানে Width: ১০Height: ৮ Inches Resolution: 72 ব্যাবহার করবো। তারপর নতুন একটু লেয়ার ওপেন করুন এবং background ব্যাবহার করে আপনার ক্যানভাস এ #e85200 কালার দিন।
এখন Filter>Filter Gallery যান...
এবার Texture> Texturizer এ যান এবং ড্রপ ডাওন মেনু থেকে Brick সিলেক্ট করুন তারপর নিচের দেখানো ছবি অনুযায়ী সেটিংস্ বদলান। (এ এফেক্টটা ২ ভার দিবেন )
এখন আপনার ইমেজ নিচের ছবির মতো দেখাচ্ছে কিনা দেখুন।
ওয়াল বানানো শেষ কিন্তু ছবিটি দেখতে কেমন জানি অনেক বরিং লাগতেছে এবং মনে হইতেছে ছবির কোন প্রান নেই। তাই আসুন আমরা ছবিটির একটু প্রান ফিরিয়ে আনি হাল্কা এফেক্ট দিয়ে। লেয়ার প্যানেলের রাইট ব্যাটনে ক্লিক করে Blending Options ক্লিক করুন। তারপর নিচের ছবি অনুযায়ী সেটিংস্ বদলান।
এবার দেখুন আপনার ছবি নিচের ছবির মতো কিছুটা প্রান ফিরে পেয়েছে কিনা !!!
আজকে আমাদের টিউন এই খানেই সমাপ্তি । আশা করি আপনাদের ভালো লেগেছে।
facebook আমি
আমি ইলিয়াছ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 274 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
tnx vi