ফটোশপ – খুব সহজে ছবির রং পরিবর্তন করুণ

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমরা দেখব কিভাবে একটি ইমেজ এর কোন একটা স্পেসিফিক কালার কে বদলানো যায়।

প্রথমে ছবিটাকে ফটোশপে ওপেন করুন নিন। তারপর ctrl+j চেপে ছবির একটা

তারপর Image > Adjustments > Replace Color এ যান।

Add to Sample Tool সিলেক্ট করে বিভিন্ন লাল জায়গার উপরে ক্লিক করতে থাকুন যাতে সব ধরনের লাল সিলেক্ট হয় এবং fuzziness টা বাড়িয়ে দিন। Fuzziness যত বাড়াবেন আপনার সিলেক্ট করা স্যাম্পল এর সিমিলার যত কালার আছে তা আস্তে আস্তে সিলেক্ট করতে থাকবে। fuzziness কমালে সিলেকশন ও কমে আসবে।

যখন সিলেক্ট করা শেষ হয়ে যাবে তখন Hue টাকে বারিয়ে কমিয়ে আপনার পচ্ছন্দ মত যেকোনো একটু কালার দিন। নিচের ছবি দেখে দেখে আপনি আপনার সেটিংস্‌ change করতে পারেন।

এখন দেখুন আপনার ইমেজ নিচের ইমেজ এর মত দেখাচ্ছে কিনা।

এই কালার গুলিকে আরও অনেক ভাবে change করা যায়। আপনাদের যদি অন্য কোন way জানা থাকে তাহলে এই অপশন ব্যবহার করতে হবে না। কিন্তু আমার মতে এটি মুটামুটি ভালই একটি অপশন। যাই হক আশা করি  আপনারা এ  টিউন থেকে কিছু একটা শিখতে পেরেছেন। আজকের টিউন এই পর্যন্তই ! ধন্যবাদ সবাইকে।

facebook আমি

 

আল্লাহ হাফেজ

 

 

 

 

 

Level 0

আমি ইলিয়াছ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 274 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো একটা টিউন।