Photoshop দিয়ে তৈরি করুন নজরকারা টেক্সট ইফেক্ট



গ্রাফিক্সবা ওয়েব ডিজাইনার যাই হোননা কেন টেক্সটে ইফেক্ট দেয়া আপনাকে শিখতেইহবে.কারন প্রায়ই এটার প্রয়োজনীয়তা দেখা দেবে।তাই এ টিউটোরিয়ালটিতে দেখব
কিভাবে নজরকারা টেক্সট ইফেক্ট তৈরী করা যায়।

প্রথমে একটি নতুন ডকুমেন্ট খুলুন ৫০০ বাই ৫০০ Px এর।পরে Edit>Fill থেকে ব্যাকগ্রাউন্ড এর রং কালো করে দিন।
এখন Horizontal Type Tool সিলেক্ট করে নিচের মত অপশনগুলি সেট
করুন।
এবার যা ইচ্ছে হয় লিখুন যেমন আমি লিখেছি।
 
আচ্ছা,এবার Layer>Rasterize>Type করে Rectangular Marquee Tool দিয়ে নিচের মত সিলেক্টকরুন এবং Ctrl+Shift++j
প্রেস করে সিলেক্টকৃত অক্ষরটিকে নতুন
লেয়ারে নিয়ে আসুন।
এবার এই লেয়ারের Blending Optionc থেকে Color Overlay set করুন এভাবে-#800cb6
এবার নিচের মত দেখাবে
যেলেয়ারটিতে পুরো লেখাটি লিখেছেন সে
লেয়ারে গিয়ে প্রথম অক্ষরটির
মত প্রতিটিঅক্ষর কেটে আলাদা লেয়ারে নিয়ে ইচ্ছেমত Color
Overlay থেকে রংদিন।আমিদিয়েছি এগুলো-#074d9d, #0496b7,
#00992b, #8c9f09, #a55405,#9f0929
এবারসব অক্ষরগুলি মার্জ করে একটি লেয়ারে
নিয়ে আসুন(অক্ষরের সবগুলি লেয়ার
Ctrl+Click করে
সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে
Merge Option এ ক্লিককরলেই মার্জ হয়ে যাবে)।তাহলে এখন Ctrl+j প্রেস করে বর্তমান লেয়ারের একটিকপি করুন ও লেয়ারটিতে চলে আসুন এবং Filter>Blur>Motion
Blur ক্লিককরে নিচের মত ঠিক করুন
এতে এমন একটি ইফেক্ট পাবেন-
এরকম আরও Photoshop টিউটোরিয়াল পেতে Aladin.com এ আসুন।

Level 2

আমি সফি উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস