Adobe Photoshop CS-6 এর 3D option নেই! নিয়ে নিন সমাধাণ ।

অনুগ্রহ করে যারা এই বিষয়ে জানেন তারা কমেন্টে গঠন মূলক সমালোচণা করতে পারেন। টেকটিউনে এটি নিয়ে অন্য পোষ্ট পাইনি, থাকলেও একটু নতুন আঙ্গিকে করার চেষ্টা করলাম।


CS 6 Master collection কিনবা শুধু ফটোসপ CS-6 extended ইন্সটল করলে টেক্স এ 3D ইফেক্ট দেয়ার জন্য অনেক সময়ই 3D  option টি পাওয়া যায়না । উইন্ডোস ৭ এও অনেকের এই সমস্যাটি হয়ে থাকে। ছোট্ট একটি সফ্টওয়ারের মাধ্যমে ফিরিয়ে আনতে পারেন হিডেন থাকা 3D  option টি।

প্রথমে এখান থেকে এই ছোট্ট সফ্টওয়ার টি ডাউনলোড করে নিন।

 

3doptionmissing

সফ্টওয়ার টি দেখতে এইরকম

ওপেন করে লাল চিন্হ দেয়া বাটনে মাউসের কার্সর বা পয়েন্টার টি নিয়ে ক্লিক করুন। কিছুক্ষন পরে নিচের সাদা বক্সএ ok লিখা আসবে।

আপনার কাজ শেষ।

এবার ফোটোসপ ওপেন করুন আর টেক্সএ বিভিন্ন 3D ইফেক্ট দিন।

***কিছু কথা, অবস্যই কাজটি করার সময় ফটোসপ ওপেন রােখবেন না। ডিফল্ট ইন্টেলেসন পাথ , অর্থাত সি ড্রাইভে ইন্সটল থাকলে ভালো।***


ফেবুতে আমি


Level 0

আমি মোমেন ভূইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

“File Not Found”

Link ঠিক করেন।

লিংক আপডেট করা হয়েছে

ভাই অনেক ভাল লাগলো আপনার পদ্ধতিটা। আপনার কাছ থেকে এমন আরো অনেক কিছু আশা করবো ।

Creative Cloud এ ও সেইম সমস্যা।
সমাধান কি একই?

গ্রাফিক্স ডিজাইনার ভাইয়েরা, আপনারা কেউ আমাকে কাইন্ডলি এ্যাডবি ফটোশপ আর ইলাস্ট্রেটরর সিএস5 এর পোর্টেবল ভার্সনের ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক টা দিতে পারবেন!! বড্ড উপকার হয়