মাত্র ৭ টাকায় ল্যাব থেকে ও ১৫ টাকায় সাধারন ফটো স্টুডিও থেকে নিয়ে নিন ৬ কপি পাসপোর্ট ও ৪ কপি স্ট্যাম্প মোট ১০ কপি রঙ্গিন ছবি।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি ও ভালো। আবার আপনাদের সামনে হাজির হলাম চরম এক আইডিয়া নিয়ে। কিছু সময় আগে একটা পোষ্ট দিয়েছিলাম 

এবার আপনাদের দেখাব কি ভাবে মাত্র ৭ টাকায় ল্যাব থেকে ও ১৫ টাকায় সাধারন ফটো স্টুডিও থেকে  ৬ কপি পাসপোর্ট ও ৪ কপি স্ট্যাম্প মোট ১০ কপি রঙ্গিন ছবি প্রিন্ট করে নেবেন। 

তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাকঃ

প্রথমেই আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি নিন যার সাইজ হবে নিচের মত দরকার হলে রিসাইজ করে নিন। Width 1.5 inch   &   Height 1.9 inch  resolution 300

  • এবারে File---New এ ক্লিক করুন preset 4X6 সিলেক্ট করে ওকে করুন
  • এবার নিচের চিত্রের মত করে সিলেক্ট করুন Image--Rotate Canvas--90* CW
  • এখন Move Tools সিলেক্ট করে + Ctrl+Alt ও মাউসের Left Baton ব্যবহার করে নিচের মত করে প্রথমে ৬ টি ছবি কে  সাজিয়ে নিন।
  • এখন আপনার পূর্বের একক পাসপোর্ট ছবিটি সিলেক্ট করে Image--Image Size হতে নিচের মত Width 0.8in & Height 1.013 করে নিন
  • রি-সাইজ করা ছবিটি সিলেক্ট থাকা অবস্হায় আবার ও নিচের চিত্রের মত ক্লিক করুন Image--Rotate Canvas--90* CW
  • এবার আপনার স্ট্যাম্প সাইজ ছবি গুলো Move Tools সিলেক্ট করে + Ctrl+Alt ও মাউসের Left Baton ব্যবহার করে নিচের মত করে সাজিয়ে নিন।
  • কাজ শেষ এবারে আপনার ছবিটি JPEG ফরমেটে সেভ করে বের হয়ে আসুন।
  • এখন এটি হল একটি 4R সাইজের ছবি যা ডিজিটাল ল্যাব হতে প্রিন্ট করতে ৭ টাকা নিবে তবে আপনাকে হয়তো মিনিমাম ৩ কপি ছবি নিতে হবে মানে তিন কপির জন্য আপনার খরচ হবে ২১ টাকা আর ছবি পাবেন মোট ৩০ টা । আর এই ছবি সাধারন স্টুডিও হতে ১ কপি প্রিন্ট করতে ১৫ টাকার বেশি নেবেনা।
  • বিদ্রঃ যাদের কম্পিউটার নাই তারা আমাকে আপনাদের  ছবি তুলে ফেসবুকে মেসেজ করে পাঠাতে পারেন আমি আপনাদের এভাবে বানিয়ে পাঠিয়ে দিব। তবে ছবির মান যেন ভালো হয় চাইলে মেইলেও দিতে পারেন।

ফেসবুকে আমি , এখানে আমার সকল আপডেট পাবেন

Level 0

আমি শাকিল আহম্মেদ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শাকিল আহম্মেদ শিমুল। আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।..তবে মনের ভুলে মাঝে মাঝে কিছু অসাধারন কাজ অবস্য করে ফেলি। তবে তা কি ভাবে করি নিজেই জানিনা। নতুন প্রযুক্তির প্রতি আমার প্রবল আকর্ষন নবাগত যে কোন প্রযুক্তিই ভালোলাগে তাই সারা জীবন কাটাতে চাই প্রযুক্তির সাথে।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনি যে ওয়েটা লিখেছেন ভাই এতে করে আমাদের লজ হয়, তাই আমরা একটা 4R এ পাসপোর্ট সাইজ সাজানো ছবি প্রিন্ট করতে ১০ টাকা নেই। তবে আমাদের মাপ অনুযায়ী আমরা পাসপোর্ট ছবির মাপ ১.৬ ইঞ্চি(চওড়া) এবং ২ ইঞ্চি (উচ্চতা), আর রেজুলেশন ৩০০ পিক্সেল দেই।

vhai apnar post ti khub valo hoye se . apni pasport size er sobi ki vabe edite kora jay tar opore akta post den . mane kamera theke chobi uthiye ki vabe kaj kore etc…

Level 0

valo

kajer

Level 0

ধন্যবাদ.. এভাবে আমি ৪ বছর ধরে করে আসছি। ল্যাবে 4R সাইজ ১০ টাকা করে রাখে এবং একটা কপি করে দেয় না, দুইটা কপি প্রিন্ট করতে হয়। ১০+১০=২০ টাকা

@Raju: ভািইয়া আমার এখানে বগুড়াতে প্রতি কপি 4 আর ৭ টাকা করে রাখে তবে 4 কপি করতে হয়

আমি এইভাবেই ছবি প্রিন্ট করি ।