আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি ও ভালো। আবার আপনাদের সামনে হাজির হলাম চরম এক আইডিয়া নিয়ে। কিছু সময় আগে একটা পোষ্ট দিয়েছিলাম
এবার আপনাদের দেখাব কি ভাবে মাত্র ৭ টাকায় ল্যাব থেকে ও ১৫ টাকায় সাধারন ফটো স্টুডিও থেকে ৬ কপি পাসপোর্ট ও ৪ কপি স্ট্যাম্প মোট ১০ কপি রঙ্গিন ছবি প্রিন্ট করে নেবেন।
তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাকঃ
প্রথমেই আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি নিন যার সাইজ হবে নিচের মত দরকার হলে রিসাইজ করে নিন। Width 1.5 inch & Height 1.9 inch resolution 300
আমি শাকিল আহম্মেদ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি শাকিল আহম্মেদ শিমুল। আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।..তবে মনের ভুলে মাঝে মাঝে কিছু অসাধারন কাজ অবস্য করে ফেলি। তবে তা কি ভাবে করি নিজেই জানিনা। নতুন প্রযুক্তির প্রতি আমার প্রবল আকর্ষন নবাগত যে কোন প্রযুক্তিই ভালোলাগে তাই সারা জীবন কাটাতে চাই প্রযুক্তির সাথে।...
আপনি যে ওয়েটা লিখেছেন ভাই এতে করে আমাদের লজ হয়, তাই আমরা একটা 4R এ পাসপোর্ট সাইজ সাজানো ছবি প্রিন্ট করতে ১০ টাকা নেই। তবে আমাদের মাপ অনুযায়ী আমরা পাসপোর্ট ছবির মাপ ১.৬ ইঞ্চি(চওড়া) এবং ২ ইঞ্চি (উচ্চতা), আর রেজুলেশন ৩০০ পিক্সেল দেই।