আসসালামুওয়ালাইকুম।
আজ আমি ফটোশপের দুনিয়া শীর্ষক চেইন টিউনের চতুর্থ পর্বে ফটো সাইজ নিয়ে আলোচনা করব।
আমরা অনেকেই ফটোশপের কাজ জানি, কিন্তু আমরা যেকোন সামান্য ফটো প্রিন্টিংএর কাজের জন্যও দোকানের শরানাপন্য হই। আমরা ফটোশপের কাজ জানি, আমাদের অনেকেই কাছেই ভালো মানের ক্যামেরা আছে, কিন্তু সেটা দোকান থেকে প্রিন্ট করাতে গেলে খরচ অনেক বেশি পরে এবং ওইসব দোকানের প্রিন্টারের প্রিন্ট আউটও তেমন ভালো পাওয়া যায় না। আমরা এক্ষেত্রে কেন আশেপাশের কোন ফটো ল্যাবে যাচ্ছি না?
আমি আগে আমার কোন ছবি প্রিন্ট করার প্রয়োজন হলে আশেপাশের দোকানের প্রিন্টারে যেতাম, কিন্তু তেমন ভালো মানের ছবি পেতাম না, অন্যদিকে তারা আবার খরচও বেশি রাখত। আমি আমার পাশের ফটোল্যাবের সাথে পরিচিত হয়ে যানতে পারলাম যে ওইখানে ছবির মান অনেক ভালো এবং একটা 3R ছবি মাত্র ৬ টাকা।
কিন্তু ৩R ছবি কি? ফটোল্যাবে সাধারণত পাইকেরি কাজ হয় তাই তারা কোন ছবি এডিট করে না। এই রকম ল্যাবের প্রিন্ট সাইজ নিদ্রিষ্ট।
একটা 3r সাইজের কাগজে ৪টা পাসপোর্ট সাইজের ছবি ধরে। তার মানে আপনি যদি আগে থেকে ক্যামেরায় তুলে রাখা কোন ছবি পাসপোর্ট আকারে প্রিন্ট করাতে চান তাহলে ৪টা ছবি আপনি মাত্র ৬ টাকায় প্রিন্ট করাতে পারবেন।
তো চলুন ফটো ল্যাবের ও অন্যান্য ফটোসাইজের সাথে পরিচিত হই।
১। পাসপোর্ট সাইজঃ এই সাইজ একটা প্রচলিত কথা, আসলে পাসপোর্ট সাইজ বলতে আমি ইন্টারনেটে কোন সাইজ পাইনি। বাংলাদেশে পাস্পোর্ট সাইজ বলতে যেটা বোঝানো হয় সেটা হল= উচ্চতা= ২ ইঞ্চি , প্রস্থঃ ১.৬ ইঞ্চি। অনেক স্থানে এর হাল্কা কম বেশী সাইজের প্রিন্ট হয়ে থাকে।
২। 3r সাইজঃ 3r সাইজ ফটোল্যবে বহুল ব্যবহৃত হয়। ফটোল্যাবে 3r সাইজের একটা ফটোর মুল্য ৫-৬ টাকা বা এর কাছাকাছি। 3r সাইজ হল = উচ্চতাঃ ৫ ইঞ্চি, প্রস্থঃ ৩.৫ ইঞ্চি।
৩। 4r সাইজঃ 4r সাইজ সাধারণত একটা ছবি প্রিন্টের জন্যই ব্যবহৃত হয়। ল্যাবে একটা 4r সাইজের ফটো প্রিন্টের খরচ ৭-৮ টাকা। 4r সাইজ হল= উচ্চতাঃ ৪ ইঞ্চি, প্রস্থঃ ৬ ইঞ্চি।
৪। 5r সাইজঃ এই সাইজের ফটো মিডিয়াম প্রকৃতির। ল্যবে এর সম্ভাব্য প্রিন্ট মুল্য ২৫ টাকা বা এর কাছাকাছি। এর সাইজ হল = উচ্চতাঃ ৫ ইঞ্চি, প্রস্থঃ ৭ ইঞ্চি।
৫। 6r সাইজঃ এই সাইজের ছবি তুলনামুলকভাবে একটু বড়। ফ্রেমের ছবির জন্য অনেকেও এই সাইজ ব্যবহার করে। ফটোল্যাবে এই সাইজের একটা ছবির আনুমানিক প্রিন্ট খরচ ৫০ টাকা বা এর কাছাকাছি। এর সাইজ হল = উচ্চতা ৬ ইঞ্চি, প্রস্থঃ ৯ ইঞ্চি।
৬। 8r সাইজঃ এই সাইজটা আগের তুলনায় আরো একটু বড়। 8r সাইজ হল= উচ্চতাঃ ৮ ইঞ্চি, প্রস্থঃ ১০ ইঞ্চি।
৭। 8L সাইজঃ 8L সাইজের ফটো অনেকে দেয়ালে টানিয়ে রাখে। এটার সাইজ = উচ্চতা ৮ ইঞ্চি, প্রস্থঃ ১২ ইঞ্চি।
সাধারণত ফটোল্যাবে এই কয়টা সাইজ বেশি ব্যবহৃত হয়। এছারাও আরো সাইজ ব্যবহার করা হয়, সেগুলো হলঃ
উপরের এই সাইজগুলো ফটো প্রিন্টিংএর জন্য ব্যবহার করা হয়ে থাকে। আরো অনেক ধরনের সাইজ রয়েছে। আমরা এই অন্য সাইজগুলো সহযেই ফটোশপের সাহায্যে পেয়ে থাকি। তবেউপরের সাইজগুলো ফটোশপে নাম অনুসারে দেওয়া নেই তাই আমি এই সাইজগুলোর সাথে আপনাদের পরিচয় করালাম।
ধন্যবাদ! দেখা হবে আগামী টিউনে >>
আমার সাথে Skype এ যোগাযোগ করতে পারেন ID: skmirajbn
আমি এস কে মিরাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 482 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এস কে মিরাজ। আমি একজন ছাত্র এবং পাশাপাশি একজন ফ্রীল্যান্সার । আমি ভিডিও এডিটিং , ভি এফ এক্স , গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি কাজ করে থাকি।
ভাল লাগলো।