আসসালামুওয়ালাইকুম।
আজ ফটোশপের দুনিয়া চেইনটিউনের তৃতীয় পর্বে আমি দেখাব কিভাবে কোন লেখায় গ্লাসের মত ইফেক্ট দেওয়া যায়। আমি আগের পর্বে ফটোশপ সি সি এর ভ্যানিশিং পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। এবারের প্রজেক্টে আমি লেয়ার স্টাইলে বেশি কাজ দেখাবো। গ্লাস ইফেক্ট দিতে লেয়ার স্টাইলে অনেক গুলো পরিবর্তন আনতে হবে। এই একটা প্রোজেক্টেই লেয়ার স্টাইলের কাজগুলো মোটামুটিভাবে বোঝা যাবে।
এই প্রজেক্টে এই ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করা হয়েছে, আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন।
ধাপ ৩: প্রথমে একটি টেক্সট লেয়ার তৈরি করতে হবে। এবারে টাইপ টুলের সাহায্যে আমাদের লেখাটা টাইপ করি। এই টিউটোরিয়ারে Wow লেখাটা ব্যবহার করা হয়েছে।
ধাপ ৪: এই টেক্সট লেয়ারটি অবশ্যই সবার উপরে রাখতে হবে। এবার Menu > Layer > Layer Style > Blending Options এইখানে যাই এবং টেক্সট লেয়ারে নিচের সেটিংস ব্যবহার করি।
ধাপ ৫: এবারে আগের লেয়ারের একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করতে হবে। লেয়ারটি সিলেক্ট করে Layer > Duplicate এখানথেকে ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করতে হবে। এই নতুন লেয়ারের আমরা যেকোন একটা নাম দিতে পারি। এবার Layer > Layer Style > Clear Layer Style থেকে লেয়ারের স্টাইলগুলো রিমুভ করে ফেলব কারন এই নতুন লেয়ারে নতুন স্টাইল ব্যবহার করতে হবে। এবার Layer > Layer Style > Blending Options এখান থেকে নিচের সেটিংস অনুসারে সেট করতে হবে। এই লেয়ারটি মাঝবরারবর রাখতে হবে।
ধাপ ৬: এবারে আরো একটা লেয়ার করতে হবে। এবার আমাদের সেকেন্ড লেয়ারটাকে ডুপ্লিকেট করতে হবে। দ্বিতীয় লেয়ারটি সিলেক্ট করে Menu > Layer > Duplicate layer এখানথেকে লেয়ারটির ডুপ্লিকেট তৈরি করি। এটারও আমরা একটা পছন্দমত নাম দিয়ে নিতে পারি। আবার Layer > Layer Style > Clear Layer এখানথেকে লেয়ারের স্টাইলগুলো রিমুভ করে ফেলি। Finally go to Menu > Layer > Layer Style > Blending এখানে নিচের চিত্রের মত সেটিংস করি। অবশ্যই সেটিং করার শেষে যেন ওকে প্রেস করতে ভুলে না যাই।
সর্বশেষে আমরা এই ছবিটা পেলাম।
ধন্যবাদ দেখাহবে আগামি টিউনে।
My Blog
আমার সাথে যোগাযোগ করতে পারেন Skype ID : skmirajbn
আমি এস কে মিরাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 482 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এস কে মিরাজ। আমি একজন ছাত্র এবং পাশাপাশি একজন ফ্রীল্যান্সার । আমি ভিডিও এডিটিং , ভি এফ এক্স , গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি কাজ করে থাকি।
Nice