আসসালামু ওয়ালাইকুম। আজ থেকে আমি ফটোশপের যাদু শীর্ষক চেইন টিউন করা শুরু করছি। আমি এখানে আমার জানা ফটোশপের কিছু কাজ শেয়ার করব। আসলে ফটোশপ এমন একটা জিনিস যার কাজ বলে শেষ করা যায় না। আপনি যতই এর সম্পর্কে অভিজ্ঞতা লাভ করবেন ততই আপনার মনে হবে ফটোশপ এর দুনিয়ায় আপনি এখনও বাচ্চা। আমি তেমনই একজন অনভিজ্ঞ ফটোশপের ছাত্র। টিউনে কোন ভুল হলে ক্ষমা করবেন।
টিউনে কোন কমেন্ট না করলে টিউন করার ইচ্ছা থাকেনা। আশাকরি সবাই কমেন্ট করবেন। আজ প্রথম পর্বে আমি দেখাব কিভাবে ফটোশপের সাহায্যে মহাকাশ তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক।
প্রথমে ফটোশপ ওপেন করুন।। :p :p :p
নিউ থেকে একটা সাইজ সিলেক্ট করেন, আমি ১৩৬৬X৭৬৪ নিয়েছি।
এবার foreground color কালো (black) নেই, এবং Alt+Delete প্রেস করি, তাহলে পুরো ইমেজটা কালো হয়ে যাবে। এই কাজটা পেইন্ট টুলের সাহায্যেও করা যায়।
এবার ফিল্টার এ গিয়ে Noise থেকে Add noise এ ক্লিক করি।
নয়েজের অপশন থেকে gaussian এবং নিচ থেকে মMonochromatic এ টিক চিহ্ন দিন।
এবার ফিল্টার থেকে Blur > Gaussian Blur এ যান।
এখান থেকে Radius .2 করে দিন।
এবার Ctrl+L প্রেস করুন অথবা image> Adjustments>Levels এ যান।
এবার উপরের ছবি অনুসারে সেটিংস সেট করুন।
তারপর foreground color নীল নিন।>>>
এবার নতুন একটা লেয়ার নিন এবং নিউ লেয়ারে ব্রাশ টুলের সাহায্যে নিচের মত ড্র করুন।
এবার গোলাপি কালার নিয়ে নীল কালারের মাঝে ছবির মত ড্র করুন। কাজটা কিন্তু একই লেয়ারে করতে হবে।
এবারে একই লেয়ারের মাঝে সাদাটে হলুদ রঙ দিয়ে মাঝখানে কয়েকটা ডট দিন, নিচের স্ক্রীন শট লক্ষ্য করুন।
এবার ফিল্টার থেকে ব্লার থেকে gaussian blure সিলেক্ট করুন, রেডিয়াস ১১৫ করে দিন।
এবারে নতুন আর একটা লেয়ার নেই>>
এবার Filter>Render>Clouds এ ক্লিক করুন>
এবারের এই লেয়ারের Blending Mode>> Color Dodge করে দিন। না পারলে স্ক্রীন শট দেখুন।
এই রকম আসবে।
এবার মহাকাশ তো হল কিন্তু মহাকাশে গ্রহ না থাকলে হয়? তাই চলুন এবার গ্রহ বানানো যাক।
নতুন একটা লেয়ার নেন। Elliptical tool এর সাহায্যে একটা বৃত্ত আঁকি।
এবার layer > layer style থেকে inner Shadow এ যান, তারপর নিচের স্ক্রীন শট এর মত করে সেটিং করুন।
এবারে এইরকম দেখতে হবে।>>>
এখন এই গ্রহটা নতুন একটা লেয়ারে কপি করি। এর সাইজ আগের থেকে একটু কমিয়ে ফেলি এবং লেয়ার স্টাইল প্রয়োজনমত বদলাই।
এবার ব্রাশের সাহায্যে দুই গ্রহের মধ্যে একটা সংযোগের মত তৈরি করতে পারি, সবার শেষে আমরা মহাকাশ তৈরি করে ফেললাম।
আমি ফটোশপ এবং ইলেস্ট্রাটরের সাহায্যে নিচের স্টাইলি লেখাটা বানিয়েছি। কেমন হল কমেন্টে জানাবেন>>
ধন্যবাদ! দেখা হবে আগামী টিউনে>!!
সময় পেলে আমার জোক্সের সাইট থেকে ঘুরে আস্তে পারেন।
আমি এস কে মিরাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 482 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এস কে মিরাজ। আমি একজন ছাত্র এবং পাশাপাশি একজন ফ্রীল্যান্সার । আমি ভিডিও এডিটিং , ভি এফ এক্স , গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি কাজ করে থাকি।
দারুন , চালিয়ে যান 🙂