ফটোশপে মজা [পর্ব-৩৯] :: এবার নিজের বুদ্ধিতেই স্কিন সেভার তৈরী করুন, তাও আবার এনিমেশন সহ। কোন রকম সফটওয়্যার ছাড়া।

ফটোশপে মজা

প্রিয় টিউনার ভাইয়েরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ছুটি শেষে হয়ত সবাই নিজ নিজ কাজে ব্যস্ত আছেন। আর এই ব্যস্ততার মাঝেও সময় পেলে টেকটিউনসে বসে পরেন তাই না? হ্যা বসার কথাই কারন টেকটিউনসে ঘুরার মজাই আলাদা এখানে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায় আবার পাওয়া যায় অনেক কিছু। তাই আজকে ফটোশপে মজা শিরোনামে ৩৯ তম পর্ব আপনাদের মাঝে শেয়ার করব।

আজকে যে কাজটি আপনাদের দেখাব তা আপনারা করে অভ্যস্ত তাই সহজেই পারবেন। নিজের কম্পিউটার কে না সাজাতে ভালোবাসে, নতুন নতুন ওয়াল পেপার, স্কিন সেভার যুক্ত করে আরো মজার করে তোলা যায়। ফটোশপে একটু কাজ করে নিজেই স্কিন সেভার তৈরী করতে পারেন, নিজের কম্পানির নাম লোগো ব্যবহার করে। আসুন দেখাই তবে কাজ শেষে হয়তো সবাই বলবেন এটাত আগেই জানতাম হ্যা আমিত আগেই বলেছি এই কাজটি সবাই জানেন। তো চলুন-

১ম ধাপে ফটোশপ চালু করে নতুন একটি ডকুমেন্ট নিন সাইজ দিতে পারেন 20*12 সেমি, ব্যাকগ্রাউন্ড কালো। এখানে দেখুন আমি টাইপ টুলস দিয়ে আগে টেকটিউনস লেখাটি যুক্ত করেছি তারপর এর উপর স্টাইল দিয়েছি, কাজটি কিভাবে করলাম আপনারা যারা ফটোশপ জানেন তারা পারবেন তাই এর বিস্তারিত বিবরণ লিখলাম না। টেকটিউনস লিখার পর এটাকে যে কোন ড্রাইভে নতুন একটি ফোল্ডার নিয়ে তার মধ্যে জেপিজে তে সেভ করুন। তার পর লিখুন মেতে এবার এর উপর চিত্রের মত ইফেক্ট দিন, সেভ করুন একই ফোল্ডারে জেপিজে ফরমেটে।

২ নং ধাপে লিখুন উঠুন মনে রাখবেন লেখা যেন একই সাইজের হয়। আরো একটি বিষয় প্রত্যেকটি শব্দ আলাদা আলাদা লেয়ারে হবে। কারন এর কালার থাকবে বিভিন্ন রকমের লাইট ও থাকবে ভিন্ন ভিন্ন। উঠুন লেখা শেষে একই প্রক্তিয়ায় ইফেক্ট দিন সেভ করুন জেপিজে তে।

৩নং ধাপে প্রযু্ক্তির লেখাটি এ কই প্রক্রিয়ার সম্পাদন করুন। সেভ করুন জেপিজেতে।

৪ নং ধাপেও সূরে একই প্রক্রিয়া। সেভ করুন জেপিজে তে।

৫নং ধাপে মেতে উঠুন প্রযুক্তির সুরে কথাগুলি হাইড করে দিন সেভ করুন জেপিজে তে।

৬নং ধাপে মেতে উঠুন প্রযুক্তির সূরে কথাগুলি পুনঃরায় আনহাইড করুন সেভ করুন জেপিজে তে। ব্যাস কাজ শেষ।

৭ নং ধাপে যা করব তা আপনি ভালো বাবেই জানেন তো শুরু করুন। ডেক্সটপে রাইট বাটন ক্লিক করে প্রোপ্রাটিজে যান সেখান থেকে  স্কিন সেভারে ক্লিক করুন। অপশন পাবেন চিত্রের মত সেটিং দিন। স্কিন সেভার বক্সে ফটো সিলেক্ট করুন তার পর সেটিং এ ক্লিক।

৮নং ধাপে নিচের সেটিং এখানে ব্রাউজ এ ক্লিক করুন তারপর যে ফোল্ডারে আপনার ফটোশপে কাজ করা ফাইলগুলি রেখেছেন তা চিনিয়ে দিন, স্লাইড শো স্পীড বক্সে ফাস্ট সিলেক্ট করে ওকে দিন এবার প্রিভিউ দেখতে পারেন তারপর টাইম সেট করে দিন 1 মিঃ 2মিঃ 3মিঃ অথবা তার চেয়েও বেশি-কম অপেক্ষা করুন দেখুন কি দেখতে পান।

নিচে দেখুন স্ক্রিন সেভারটি। আমি টেকটিউনস নিয়ে কাজটি দেখালাম আপনি আপনার মত করে একই নিয়মে করুন।

সবাই ভালো থাকবেন এই কামনায় শুভ বিদায় আল্লাহ হাফেজ।।

বিঃদ্রঃ ফটোশপে তৈরী করা সবগুলি ছবি ক্রমান্বয়ে সাজিয়ে সেভ করবেন যেমন 1, 2, 3, 4, 5, নামে তাহলে স্কিন সেভারে নাম্বার অনুযায়ী স্লাইড শো করবে আর তাতে এ্যানিমেশনের মত হবে। ধন্যবাদ।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ব্রো

    Level 0

    @সোহেল রানা: ঠিক আছে।

ধন্যবাদ। তবে একটা জিনিষ, ওটা স্কিন নয় স্ক্রিন হবে এবং সূরে নয় সুরে হবে।

Level 0

ধন্যবাদ আপনাকে ভুল ধরিয়ে দেয়ার জন্য। লেখা লেখিত ভুল মাঝে মধ্যে হতে পারে, কমেন্ট করার জন্য ধন্যবাদ।

ভুল হক আর যাই হক টিউনটা সুন্দর হইছে । ধন্যবাদ জামান ভাই।