আমরা প্রফেশনালী অনেক কজেই ছবির চারপাশে বর্ডর দেই দিতে গিয়ে Rectangle টুল দ্বারা সহজে সুন্দর ভাবে দিতে পারে না আমি যে পদ্ধতি আজ দেখাবো মনে হয়না তার থেকে স্জো আর কোন পদ্ধতি হতে পারে না
>>> ফটোশপে যে ছবির চারপাশে বর্ডার দিতে চান তা ওপেন করুন
>>> পুরো ছবিটি সিলেক্ট করার জন্য Ctrl+A চাপুন অথবা মেনু থকে Select -> All সিলেক্ট করুন
>>> মেনু থেকে Select -> Modify -> Border এ সিলেক্ট করুন
>>> যে বক্স আসবে তাতে বর্ডারের সাইজ আপনার পছন্দমত বসিয়ে দিন সাধারনত পাসপোর্ট সাইজ বা ছোট আকারের ছবির জন্য Border Selection এ Width এর মান 1 pixels দিতে হয়
>>> এবার Background Colour কালো নির্বাচন করুন সহজে Background Colour কালো নির্বাচন করার জন্য কী-বোর্ডের D বাটন প্রেস করে X বাটন প্রেস করুন
>>> কী বোর্ডের Delete বাটন প্রেস করুন অথবা মেনু থেকে Edit -> Fill সিলেক্ট করুন
>>> যে বক্স আসবে তাতে Use: Background Colour নির্বাচন করুন
>>> কী-বোর্ড থেকে Enter প্রেস করুন অথবা OK নির্বাচন করুন
>>> Ctrl+D প্রেস করে ডিসিলেক্ট করুনঅ অথবা Select -> Deselect নির্বাচন করুন
দেখুন আপনর কাঙ্খিত ছবির চারপাশে কি নিখুতভাবে একটি বর্ডার ক্রিয়েট হয়েছে
এভাবে যেকোন রঙ্গের এবং যেকোন সাইজের বর্ডার ক্রিয়েট করতে পারেন
সবাইকে ধন্যবাদ
আমি Tanzidul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thank’s