- ফটোশপে মজা [পর্ব-১] :: বানিয়ে ফেলুন গ্লোব কীবোর্ড অবশ্যই কাজে লাগবে
- ফটোশপে মজা [পর্ব-২] :: তৈরী করুন ওয়েব ফটো গ্যালারী এক ক্লিকে দেখুন কাজে লাগতে পারে
- ফটোশপে মজা [পর্ব-৩] :: পিকচার প্যাকেজ নিজেই তৈরী করুন মূল্যবান সময় বাচাঁন।
- ফটোশপে মজা [পর্ব-৪] :: জেনে নিন Crop tools এর কাজ মূল্যবান সময় বাচাঁন। যারা যানেন না তাদের জন্য
- ফটোশপে মজা [পর্ব-৫] :: জেনে নিন Extract এর কাজ আর সহজেই মুছে দিন ব্যাকগ্রাউন্ড
- ফটোশপে মজা [পর্ব-৬] :: Photomerge এর কাজ দেখুন, বানিয়ে ফেলুন Panorama স্টাইলের ছবি।
- ফটোশপে মজা [পর্ব-৭] :: Contact Sheet II এর কাজ দেখুন। সময় বাচাঁন কাজের গতি বাড়ান
- ফটোশপে মজা [পর্ব-৮] :: ওয়ালে তৈরী করুন চিত্র অংকনের দৃশ্য ভালো লাগবে।
- ফটোশপে মজা [পর্ব-৯] :: জলপ্রপাত কে রাঙ্গিয়ে তুলুন।
- ফটোশপে মজা [পর্ব-১০] :: উইনডোজ লোগোর উপর ডিজাইন বসান, অবশ্যই কাজে লাগবে।
- ফটোশপে মজা [পর্ব-১১] :: জড় ম্যাগনিফাই গ্লাসকে কাজের উপযোগী করুন।
- ফটোশপে মজা [পর্ব-১২] :: অন্ধের চোখ ভালো করুন বিনা খরচে।
- ফটোশপে মজা [পর্ব-১৩] :: সাদা কালো ছবির কিছু অংশ কালার করুন ভিন্ন উপায়ে।
- ফটোশপে মজা [পর্ব-১৪] :: দ্রুত গতির ইফেক্ট দিন সহজ উপায়ে।
- ফটোশপে মজা [পর্ব-১৫] :: NO SMOKING এর লোগো তৈরী করুন।
- ফটোশপে মজা [পর্ব-১৬] :: শিখে নিন কালার ব্যালেন্সের কাজ, ছবি থেকে দুর করুন লাল, হলুদ ভাব।
- ফটোশপে মজা [পর্ব-১৭] :: সৌরজগতের নক্ষত্র সূর্য্য মামাকে তৈরী করি।
- ফটোশপে মজা [পর্ব-১৮] :: আপনার TEXT এর উপর Blood ইফেক্ট দিন।
- ফটোশপে মজা [পর্ব-১৯] :: আপনার ছবি কে রাঙ্গিয়ে দিন বিভিন্ন রঙে।
- ফটোশপে মজা [পর্ব-২০] :: আপনার পছন্দের জায়গায় বসিয়ে দিন যে কোন ছবিকে।
- ফটোশপে মজা [পর্ব-২১] :: এনিমেশন ফ্রেম তৈরী- টেক্সট জুমিং এনিমেশন।
- ফটোশপে মজা [পর্ব-২২] :: ডাউনলোড কর, এনিমেশন ফ্রেমটি তৈরী করুন সহজেই সেটিং সহ।
- ফটোশপে মজা [পর্ব-২৩] :: এনিমেশন ফ্রেম তৈরী। ব্লগে যুক্ত করুন ধন্যবাদ এনিমেশনটি আপনার প্রচেষ্টায়।
- ফটোশপে মজা [পর্ব-২৪] :: এনিমেশন ফ্রেম, যে কোন ছবির মধ্যে লেখাকে এনিমেশনে রূপ দিন।
- ফটোশপে মজা [পর্ব-২৫] :: এনিমেশন ফ্রেম তৈরী, ইমেজের মধ্যে থাকা ডাইনেসরকে দৌড়ানো।
- ফটোশপে মজা [পর্ব-২৬] :: এনিমেশন ফ্রেম তৈরী, টেকটিউনস এর জন্য এনিমেশন।
- ফটোশপে মজা [পর্ব-২৭] :: এনিমেশন ফ্রেম তৈরী, ঝিকঝাক লাইটিং এনিমেশন।
- ফটোশপে মজা [পর্ব-২৮] :: আপনার ব্লগের জন্য তৈরী করুন একটি ব্যানার।
- ফটোশপে মজা [পর্ব-২৯] :: এনিমেশন ফ্রেম তৈরী, টেকটিউনসে নতুনদের আহব্বান।
- ফটোশপে মজা [পর্ব-৩০] :: থ্রিডি সিডি ইমেজ তৈরী করুন।
- ফটোশপে মজা [পর্ব-৩১] :: ফটোশপ দিয়ে লেখার উপর ডাবল স্ট্রোক দিন সহজ ভাবে। কাজের জিনিস
- ফটোশপে মজা [পর্ব-৩২] :: যে কোন অবজেক্টের উপর শ্যাডো দিন ভিন্ন উপায়ে আপনার মনের মত করে।
- ফটোশপে মজা [পর্ব-৩৩] :: ফটোশপ দিয়ে কালার কোড বের করুন সহজ উপায়ে নতুনদের জন্য ।
- ফটোশপে মজা [পর্ব-৩৪] :: যে কোন অবজেক্টকে পানিতে নিমজ্জিত করুন।
- ফটোশপে মজা [পর্ব-৩৫] :: Similar কামান্ডের কাজ, একই কালারের আলাদা সবগুলি অজেক্টকে এক সাথে সিলেক্ট করুন।
- ফটোশপে মজা [পর্ব-৩৬] :: বিলবোর্ডে বসিয়ে দিন আপনার ছবি বা এ্যাড একদম মাগনা, কেউ দেখবে না শুধু আপনি ছাড়া।
- ফটোশপে মজা [পর্ব-৩৭] :: নিজের সাইন দিয়ে রাবার স্টাম্প তৈরী করার পদ্ধতি
- ফটোশপে মজা [পর্ব-৩৮] :: নিজের বুদ্ধিতে বানিয়ে ফেলুন ঈদ মোবারক GIF ইমেজ, আনন্দ পাবেন
- ফটোশপে মজা [পর্ব-৩৯] :: এবার নিজের বুদ্ধিতেই স্কিন সেভার তৈরী করুন, তাও আবার এনিমেশন সহ। কোন রকম সফটওয়্যার ছাড়া।
শিরোনামটা মিলাতে পারি নাই তাই পরিস্থিতি অন্য ভাবে নিবেন না।
রাবার স্টাম্প সব জায়গাতেই ব্যবহার হয় অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠন, পোষ্ট অফিস, থানা, পৌরসভা ইত্যাদী আরো অনেক জায়গায়। যে কোন ফাইল, দলিল, চেকবই সহ আরো অনেক জায়গায় সীল মারতে হয়, এটা একটা অপরিহার্য জিনিস। আমাদের অনেকেরই ব্যাংকে এ্যাকউন্ট আছে, আমরা সবাই কম বেশী ব্যাংকে লেনদেন করি। সবচেয়ে যে সমস্যাটা হয় তা হল সিকনেচার নিয়ে সবার ক্ষেত্রে না হলেও কিছু কিছু মানুষের ক্ষেত্রে একই রকম সিকনেচার দেয়া সম্ভব হয় না, তাই অনেকেই রাবার ষ্টাম্পে নিজের সিকনেচারটি বসিয়ে নেন।
আজকে আমি একটি সিকনেচার তৈরীর প্রক্রিয়াটি দেখাব এতে করে আপনার কম্পিউটারের কাজের চার্জ টা কমবে। মনে মনে খুশিও লাগবে যে আমি আমার প্রচেষ্ঠায় সিকনেচার সীলটি তৈরী করেছি। কাজটি একদম সোজা চলুন দেখি।
চিত্র নং-১ আপনি যদি এমএস পেইন্ট প্রোগ্রামটি ভালো ভাবে জানেন বা অংকনে পারদর্শী হন তাহলে খুব ভালো হবে এতে করে আপনার স্কেন কারার ঝামেলা থাকলনা আর যদি না পারেন তাহলে একটি সাদা কাগজে কালো কালারের সাইন পেন দিয়ে মোটা করে বেশি মোটা নয় এমন ভাবে আপনি যে ভাবে সাইন করেন সেই ভাবে কাগজে সাইনটি করুন এবার স্কেনার মেশিন দিয়ে স্কেন করে নিন। পেইন্টে করলে সাইন শেষে জেপিজি ফরমেটে যে কোন জায়গায় সেভ করে রাখুন। আপনার সাইন করা ফাইলটি ফটোশপে ওপেন করুন,
চিত্র নং-২ এবার ফাইল মেনুতে যান নিউতে ক্লিক করুন 4*4 সেমি রেজুলেশন 300 রেখে নতুন একটি ডকুমেন্ট নিন ব্যকগ্রাউন্ড সাদা থাকবে। টুলবক্স হতে রেক্টএ্যাংগেল সিলেক্টশন টুলটি সিলেক্ট করে আপনার ওপেন করা সাইনটি চিত্রের মত সিলেক্ট করুন, কপি করুন, নতুন ডকুমেন্ট যে নিয়েছিলেন তার উপর পেষ্ট করুন। লক্ষ রাখবেন 4*4 সেমি ডকুমেন্ট এর বাইরে যেন সাইনটি না যায়, যদি যায় তবে কন্ট্রোল+টি চেপে সাইজ করে নিবেন। এবার কন্ট্রো+এল চেপে কালার ব্যালেন্স ওপেন করুন উপরের বাম দিকের স্লাইডারটি ডানে একটু নিবেন এতে আপনার সাইনটি আরো কালো হবে যত কালো হবে আপনার স্টাম্প তত ভালো হবে নিচে আপনার নাম যদি প্রয়োজন হয় লেখার তবে লিখতে পারেন। সব কিছু ঠিক থাকলে আপনার যদি লেজার প্রিন্টার থাকে এফোর সাইজের পেপারে প্রিন্ট করে নিন, আর যদি লেজার প্রিন্টার না থাকে ইন্কজেট হলেও হবে।
সব শেষে যে কোন রাবার স্টাম্প তৈরী কারকের দোকানে আপনার পেপারটি দিলে তারা আপনাকে একটি রাবার স্টাম্প তৈরী করে দিবে এতে করে আপনার ডিজাইনের খরচটা কমবে । একই ভাবে আপনি আপনার প্রতিষ্টানের জন্য নিজেই কম্পোজ করে স্টাম্প বানাতে পারেন শুধু সাইজ টা ঠিক মত রাখবেন । আপনার যে সাইজের স্টাম্পের দরকার সেই সাইজ দিয়ে তার পর কম্পোজ করবেন সাইজের বাইরে যেন কোন অবজেক্ট না থাকে। তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ।
বিঃদ্রঃ প্রিন্ট কোয়ালিটি যেন 100% হয় নইলে স্টাম্প ভালো হবে না।
korte parlam na . apni thik mato bojhate paren ni