ফটোশপে মজা [পর্ব-৩৬] :: বিলবোর্ডে বসিয়ে দিন আপনার ছবি বা এ্যাড একদম মাগনা, কেউ দেখবে না শুধু আপনি ছাড়া।

ফটোশপে মজা

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন। ঈদের মজা মনে হয় এখনো কাটেনি তাই দৌড়ো দৌড়ি করছেন আত্মী-স্বজনদের বাসায় ঘুরতে থাকেন আবার সাইডে ফাইডে তাকায়েন, দেখতে পাননি কত বড় বড় বিল বোর্ডগুলি রাস্তার পাশে লাগানো আছে। নেতা, খেতা, লায়ক, লাইকা, গাইকা, হাউজ কম্পানী, আমাদের প্রধান মন্ত্রীর উন্নয়ন সহ কত কিছু। শুধু দেখতেই ইচ্ছে করে তাই না আর মনে মনে ভাবি দুর কেন যে নেতা খেতা হইতে পারলাম না। মনে আফসোসের কি দরকার আপনার ছবিটি দেশেরে যে কোন বিল বোর্ডে বসিয়ে দিন। পাবলিক দেখব না মাগার আপনার মনতো সন্তস্ট হবে।

তাই আজকের বিষয় : ফটোশপ দিয়ে দেশের যে কোন বিল বোর্ডে আপনার ছবি বা এড বসিয়ে দিন বিনা পয়সায় মানে মাগনা আর নিজেই বইসা বইসা তারিফ করবেন আরে আমি কত্ত বড় লেতা নাম ডাক কম কি আমার, বিল বোর্ডে আমার ছবি। মজা করলাম আসলে ফটোশপে মজা শিরোনামে আজকে ৩৬ তম টিউন করব, টিউন মানে জানা, শেখা প্রয়োজনে প্রয়োগ করা এই আরকি। তো চলুন কাজটি দেখি না জানলে ভালো কথা আমারটা দেখেন আর জানলেত আরো ভালো।

-----------------------------------------------------------------------------------------

-------------------------------------------------------------------

চিত্র নং-১ ফটোশপ চালু করুন, এরকম ইমেজ যদি কালেকশন থাকে তাহলে আপনার কম্পিউটার হতে ফটোশপে ওপেন করুন।

চিত্র নং-২ জায়টি কোন স্থানের তা আমার জানা নেই তবে গুগল থেকে ঠিকই খুইজা নামাইছি। এখন আমি আমার একক ক্ষমতার বলে ওদের এড নামিয়ে নিজের এড দিব মাগনা কে কি বলবে বলার কেউ নাই। বিল বোর্ডের ছবিটি ওপেন করার পর এবার যে ছবিটি বিলবোর্ডে রিপলেস করতে চান সেটা ওপেন করুন। চিত্রে 1 নং আপনার বিলবোর্ড আর 2নং আপনার ছবি, 2নং কে 1নং এ ড্রাক করে নিয়ে যান আপনার ছবি বড় হলে কন্ট্রো+টি চেপে ছোট করে নিন।

চিত্র নং-৩ এ লক্ষ করুন আপনার ছবি এবং বিল বোর্ডের বাম দিকের কোনা সুন্দর ভাবে চিত্রের মত স্থাপন করুন।

চিত্র নং-৪ এবার আপনার ছবি লেয়ারটি সিলেক্ট থাকাবস্থায় কী বোর্ড হতে কান্ট্রোল+টি চাপুন মাউসের রাইট বাটন ক্লিক করুন অপশন পাবেন সেখান থেকে ডিজর্ট এ ক্লি করুন। এতে আপনি ট্রান্সপারেন্ট এর পয়েন্ট কে যে কোন এঙ্গেলে নিতে পারবেন।

চিত্র নং-৫ একটু লক্ষ করেন আমি অলরেডি আমার ছবিটি বসিয়ে ফেলেছি কিন্তু আপনি তো বুঝতে পারলেন না তাই একটা আগে শেষ করে পরে বুঝানোর জন্য নিচের ছবিটি রেখেছি। কালো স্ট্রোকের ছবিটির মত লাল স্ট্রোকের ছবিটি স্থাপন করব। আপনি লাল এরো চিহ্নিত ডানে উপরের পয়েন্টে মাউস দিয়ে তীর চিহ্নিত স্থানে নিয়ে যান যদি সমস্যা হয় তা হলে আপনার ছবিটির অপসিটি কমিয়ে নিন যাতে করে বিলবোর্ডে কোনাগুলি দেখতে পারেন পরে অপাসিটি ঠিক করে দিবেন এবার ডানে নিচের পয়েন্ট কে লাল চিহ্নিত তীর চিহ্ন অর্থ্যাৎ বিল বোর্ডের নিচের কোনা নিয়ে যান, এবার বামে নিচের পয়েন্টকে বিল বোর্ডের বাম নীচ কোনায় নিয়ে যান। কাজটি সুন্দর ভাবে করতে পারলে সফল হবেন তারা হুরা করবেন না যতটা পারেন নিখুন করতে চেষ্ঠা করবেন  ধরা খাইবেন না, আশা করি বুঝতে পেরেছেন।

চিত্র নং-৬ দেখুন কাজের ফল কেমন হলো এভাবে যদি মনে করেন পাশেরটিতে ও বসাব তাহলে একই প্রক্রিয়া অবলম্বন করুন দেখবেন হয়ে যাবে।

আজ এই পর্যন্তই কালকে আবার দেখা হবে স্বাক্ষাতে সবাই ভালো থাকবেন এই কামনায় বিদায় খোদা হাফেজ।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রাজনৈতিক দলের বিলবোর্ডের জায়গায় ফেসবুকের পোস্টার লাগাই দিমু!! 😛 😛 😀

নিজের পোলার ছবি খানার এড দিলা আর কি। ভাল চালাইয়া যান। 🙂

Level 0

ধুর মিয়া আমার প্রোফাইলে কি বিবাহিত লেখা আছে, এইডা আমার ভাতিজা আর নিজের টা দিমু না এটা কি হয়। মজা করলাম ভাই মাইন্ড করবেন না জাস্ট কাজটি দেখাবার জন্য করেছি। কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ

Level 0

একটা পিডিএফ বই তৈরি করেন।

আপনার কাছ থেকে এডোব ফটোশপে বিলবোর্ডে নিজের ছবি বা এ্যাড বসানো শিখতে পেরে আমার অনেক ভাল লেগেছে।

আপনার কাছ থেকে আরও কিছ শিখতে চাই।