ফটোশপে মজা [পর্ব-৩৫] :: Similar কামান্ডের কাজ, একই কালারের আলাদা সবগুলি অজেক্টকে এক সাথে সিলেক্ট করুন।

ফটোশপে মজা

প্রিয় টিউনার ভাইয়েরা আপনাদের সবাই কে আবারও ঈদ মোবারক, কারন? কারন এই জন্যে যে হাট বাজারে লোকের সমাগম নেই, নেই ঈদের আগের মত অবস্থা। ঈদের ছুটি এখনো কাটেনি তাই সবাই ছুটোছটি করছে আত্মী-স্বজনদের বাসায়, ঘুরতে যাব বলে বের হলাম মাগার গাড়ী পেলাম না আমার মত আরো অনেকেই গাড়ীর জন্য অপেক্ষা করছে, তাই মনে মনে বললাম ঈদে বের হলাম না যে জন্য ৩দিন পর একই অবস্থা তাই আর ঘুরতে গেলাম না। তার মধ্যে আবার আজ হরতাল কদিন থাকবে যানিনা তবে যারা দেশের বাড়ীতে বেড়াতে গেছে তাদের ছুটির মেয়াদটা হয়তো বারবে তার সাথে ঈদের মেয়াদও । এর রকম হয় যদি অবস্থা তাহলে ঈদের ১০ দিন পরও ঈদ মোবারক বলে সম্বধন করব এতে দোষের কিছু না, ভাইয়ারা মজা করলাম মাইন্ড করবেন না। আমি ফটোশপে মজা শিরোনামে ৩৫ তম টিউন করব, টিউনটি ছোট তাই একটু বকবগ করলাম।। ক্ষমা প্রার্থী

আজকের টিউনের বিষয় : সিমিলার কামান্ডের কাজ অর্থ্যাৎ ইমেজের মধ্যে থাকা একই কালারের ভিন্ন ভিন্ন অবজেক্টকে কি ভাবে একই সাথে সিলেক্ট করা যায় তা নিয়ে। চলুন শুরু করি।

------------------------------------------------------------------------------------

------------------------------------------------------------------------

চিত্র নং-১ প্রথমে ফটোশপ প্রোগ্রামটি চালু করুন, আমি কমান্ডটি দেখানোর জন্য এই ইমেজটি আগে তৈরী করে রেখেছি তাই এই ইমেজটি ওপেন করলাম। অনেক সময় ইমেজের মধ্যে একই কালারের অজেক্ট থাকে নিচের চিত্রের মত কাজের প্রয়োজনে কালার পরিবর্তন করতে হয়, কালার পরিবর্তনের জন্য প্রত্যেকটি শেপকে আলাদা আলাদা করে সিলেক্ট করতে হবে এতে সময় লাগে বেশি বিরক্তিও কম লাগেনা। তাই এক সাথে কি ভাবে সিলেক্ট করা যায় দেখি।

চিত্র নং-২ দরুন গোলক এর ভিতর লাল রং এর অবজেক্টগুলিকে অন্য কালারে রূপান্তর করব, এজন্য আপনি টুলস বক্স হতে ম্যাজিক ওয়ান্ট টুলটি সিলেক্ট করুন গোলকের ভেতর লাল একটি অবজেক্টের উপর ক্লিক করুন দেখুন সিলেক্ট হয়েছে।

চিত্র নং-৩  সিলেক্ট থাকবস্থায় সিলেক্ট মেনুতে যান তার পর সিমিলার অপশনের উপর ক্লিক করুন।

চিত্র নং-৪ দেখুনে ইমেজের মধ্যে থাকা গোলকের আলাদা আলাদা লাল অংশগুলির সব কয়টি সিলেক্ট হয়ে গেছে। মনে রাখবেন আপনার ইমেজের মধ্যে যে খানেই লাল রং থাকুক না কেন সব সিলেক্ট হয়ে যাবে, এই ইমেজটির মধ্যে যেহতু গোলক ছাড়া অন্য কোন জায়গায় লাল রং এর উপস্থিতি নেই তাই সহজেই গোলকের ভিতরের অবজেক্টগুলি সিলেক্ট হয়েছে। এবার কালার পরিবর্তন করার জন্য ফরগ্রাউন্ড কালারের উপর ক্লিক করুন আপনার কাঙ্খিত কালার নির্বাচন করুন অল্ট্রা+ব্যাকস্পেস চাপুন দেখুন ফিল হয়ে গেছে।

এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার জটিল সব কাজগুলি কম সময়ে শেষ করতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। তাই শেষ বেলায় আবারও ঈদ মোবারক জানিয়ে আমার টিউন সমাপ্ত করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই কেউ যদি পারেন কিভাবে ফোটসপ দিয়ে সাটিফিকেট এডিট করা যায়। আমি নিলক্ষেতে দেখেছি কাজ খুবিই সাধারণ কিন্ত আমি ধরতে পারি না । আমি দেখছি অরা শুধুমাএ স্ন্যকেন করা ফাইলের অরজিনাল লেখা হুবুহুব এডিট করে লেখা বইসিয়ে দিয়েছে। দয়া করে যদি কেউ এইটি নিউএ টিউন করতেন কিভাবে ফোটশপ দিয়ে কাজ করা যায় তাহলে খুব খুশি হতাম । আর কাজ টা দেখার খুব ইচ্ছা আছে।