ফটোশপ এর যাদু [পর্ব-৩৩] :: ফটোশপে রঙের খেলা ( ছবিসহ টিউটোরিয়াল)

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফটোশপ যাদুর ৩৩ তম টিউন নিয়ে । জানিনা আমার টিউন গুলো আপনাদের কেমন লাগছে! ভালো লাগা ভালোবাসা নিয়ে আমার টিউন। যাক কথা না বাড়িয়ে কাজের কথা আসি। আজকের আমার টিউনের শিরোনাম হল ফটোশপে রঙের খেলা। আজ আমরা দেখব ছবিকে কিভাবে বিভিন্ন রঙে রাঙিয়েতে হয় তার নিয়ম, তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব।
প্রথমে ফটোশপ চালু করুন...

এবার Menubar থেকে File>Open কমান্ড দিয়ে যে ছবিকে বিভিন্ন রঙে করতে চান, সেটি ওপেন করুন নিচে আমি একটা নিলাম আপনারা যে কোন ছবি নিতে পারেন।

এবার Layer প্যালেট থেকে আইকনে ক্লিক করে Hue/Saturation ক্লিক করুন, এবার Hue/Saturation বক্স এনিচের দেখানো মত মান বসিয়ে Ok করুন।

এরপর আপনি যে ছবিটা পাবেন সেটা হবে নিচের মত

এবার নতুন একটা লেয়ার তৈরি করতে হলে । লেয়ার প্যালেট থেকে Create a new layer ক্লিক করুন।

এখন লেয়ার প্যালেট থেকে blend mode থেকে Normal থেকে Soft Light নির্বাচন করুন। না পারলে নিচে ছবিটা ভালো করে খেয়াল করুন...

এবার টুলবার থেকে brush টুল সিলেক্ট করুন। ইচ্ছামত রঙ নির্বাচন করুন, আর ছবির মত আঁকিবুঁকি করুন। নিচের মত করে।

এবার মেনুবার থেকে Filter > Blur > Gaussian Blur ক্লিক করুন তাহলে একটি বক্স আসবে নিচের মত মান বসিয়ে অথবা আপনার পছন্ত মত মান বসিয়ে Ok করুন।

পরিশেষে Menubar থেকে File>Save AS ক্লিক করে যে কোন নামে Save করে রাখুন।

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না।

আজ এই পর্যন্ত।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর !!!

আস সালামু আলাইকুম।
উপকৃত হলাম।
ধন্যবাদ।

Lot of Thanks Bro.

তেমন একটা ভালো লাগেনি

আস সালামু আলাইকুম
আমি সব সময় আপনা টিউনের অপেক্ষা থাকি কারন আপনার ১-৩২ টিউন দিয়ে আমার ফটোশপ শিখা ।আশা করি আপনি আরো ভালো টিউন উপহার দিবেন।

Boss tunes ki ses??

    @Jajabor2222222: আবারো শুরু হতে যাচ্ছে ফটোশপ যাদুর টিউন @ সাথে থাকুন।