আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
সবাইকে ঈদের শুভেচ্ছা। তাই আমার পক্ষথেকে টেকটিউনস পরিবারের জন্য রইল ভালোবাসা। রোযার পবিত্র মাস শেষে আল্লাহ আমাদের এই ঈদ উপহার দিয়েছেন। তাই যতখুশি আনন্দ করতে পারেন করেন।
-------------------------------------------------------------
------------------------------------------------
কার্য প্রক্রিয়া নিম্নরূপ ঃ
চিত্র নং-১ প্রথমে ফটোশপ চালু করে নিম্ন চিত্রটি ওপেন করুন আপনাদের কাজের সুবিদার জন্য ইমেজটি সবার শেষে দিয়ে দিলাম।
চিত্র নং-২ টুলস বক্স হতে টেক্সট টূল টি ক্লিক করুন তার পর আপনার পছন্দের ফন্ট নিতে পারে এবং আপনার যা খুশি লিখুন যেমন আমি আমার ষ্টুডিওর নামটা লিখেছি। ফন্ট মোটা বা বোল্ড হলে ভালো হয়।
চিত্র নং-৩ লেয়ার প্যালটে যান দেখুন আপনার টেক্সট এর লেয়ার আছে তার উপর মাউসের ডান বাটন ক্লিক করুন লেয়ার অপশন পাবেন সেখান থেকে রেস্তারাইজ লেয়ারে ক্লিক করুন। এটা করার কারন আপনি টেক্সটি কে ইমেজে রূপান্তর করেছেন, তা না হলে আপনি স্বাধীন ভাবে এই টেক্সট টি কে নিয়ে কাজ করতে পারবেন না। এটা করলে আপনি টেক্সটিকে বিভিন্ন এঙ্গেলে নিতে পারবেন।
চিত্র নং-৪ তারপর কী বোর্ড হতে কন্ট্রোল+টি চাপুন সিলেকশন এরিয়া পাবেন, মাউসের রাইট বাটন ক্লিক করুন অপশন পাবেন সেখান থেকে ডিজর্ট অপশনটি ক্লিক করুন। এর মাধ্যমে আপনি সিলেকশন পয়েন্টকে যে কোন এঙ্গেলে নিতে পারবেন।
চিত্র নং-৫ নিচের চিত্রে আমি দেখালাম 1 নং পয়েন্টকে উপরে 2নং নিচে 3নং ডানে 4নং বামে টানুন মাউস দিয়ে। ঠিক মত হলে ৬ নং চিত্রের মত পাবেন।
চিত্র নং-৬ এবার টেক্সটিকে আপনার পজিশন মত বসান। টুলস বক্স হতে ইলিপস টুলসটি সিলেক্ট করুন এন্টার চাপুন ফেদারের ঘরে 20 পিএক্স দিন।
চিত্র নং-৭ এবার নিচের চিত্রের মত সিলেকশন করুন কী বোর্ড হতে ডিলিট কী চাপুন দেখুন ঝাপসা হচ্ছে কি না আস্তে আস্তে করুন বেশি ঝাপসা করবেন না।
চিত্র নং-৮ আমার যেহতু দুইটা বাক্য তাই একই প্রক্রিয়া অন্য বাক্যে করলাম
সবশেষে কাজ শেষ করার পর দেখুন কেমন হলো, ভালো লাগলে জানাবেন ধন্যবাদ।
আপনার সুবিদার জন্য ছবিটি আপলোড করে দিলাম
আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।