ফটোশপে এক বাটন দিয়ে ছবি রোটেট করুন!

ফটোশপের যে কত গুন সেটা যারা জানে আর বোঝে তারাই ভাল বলতে পারবে। যদিও আমি বেশি কিছু জানিনা তার পরও যা জানি সেটা শেয়ার করার চেষ্টা করব। ফটোশপের মাধ্যমে আমরা নানাবিধ কাজ করে থাকি। অনেক সময় যে কোন ইমেজকে রোটেট (ঘোরানো) করার দরকার হয়। আমরা ইচ্ছা করলে কী বোর্ডের একটা বাটন প্রেস করে সেই কাজটা সহজে করতে পারি। প্রথমে ফটোশপ চালু করে window/action বাটনে ক্লিক করুন অথবা (alt+f9) প্রেস করুন। (alt+f9) প্রেস করলে এ্যাকশন টুলবার আসবে এ্যাকশন টুলবার আসলে সেখান থেকে ক্রস বাটনের নিচে একটা পপআপ বার আছে সেখানে ক্লিক করে action বাটন প্রেস করুন। এবার নিউ এ্যাকশন উইন্ডো থেকে function key থেকে f12 সিলেক্ট করুন এবং শেষে রেকর্ড বাটনে ক্লিক দিন। এখন ওপেন করা ইমেজটি সিলেক্ট করে image মেনু থেকে রোটেট ক্যানভাস থেকে ৯০ ডিগ্রি সিলেক্ট করুন এবার এ্যাকশন উইন্ডো থেকে রেকর্ড বন্ধ করুন। ব্যাস এখন ফেটোশপে যে কোন ইমেজ ওপেন করে শুধু মাত্র f12 বাটনে চাপ দিন দেখুন ছবি রোটেট হচ্ছে। বুঝতে সমস্যা হলে মন্তব্য করুন।

আমি imran ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান আহমেদ, পেশাঃ কমপি‍উটার পরিসেবা, জন্মস্থানঃ মাগুরা জেলা, শখঃ অন লাইনে তথ্য প্রযুক্তির খোজ খবর নেওয়া, অপছন্দঃ ফেসবুক


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস