আস্সালামু ওয়ালাইকুম।আশাকরি সবাই ভালো আছেন।
আজ আপনাদের দেখাবো কিভাবে ব্লাড ড্রপিং ইফেক্ট তৈরি করা যায়।বলে রাখি এই কাজটা আমি ফটোশপ সিএস ৬,সিএস৮.০ এই দুইটি ভার্সনে করেছি।দুটোতেই কাজ করা যায়।তবে অন্যগুলোই করা যায় কিনা জানিনা।আপনারা চেষ্টা করে দেখতে পারেন।তো চলুন আর কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি>>>>
১.ফটোশপ ওপেন করুন।
২.FILE>NEW অথবা কিবোর্ড থেকে CTRL+N কমান্ড দিন।তাহলে একটা তাহলে নতুন ফাইলের সেটিংস এর জন্য একটি ডায়ালগ বক্স আসবে।সেখান থেকে নিচের চিত্রের মত হুবহু সেটিংস দিয়ে OK করুন।
৩.এখন windows থেকে switch সিলেক্ট করুন।এবং switch প্যানেল থেকে foreground হিসেবে ডার্ক রেড কালার টি সিলেক্ট করুন।নিচের মত করে।
৪.এখন টাইপ টুল সিলেক্ট করুন।এবং টুল অপশনবার থেকে নিচের মত সেটিংস দিন।
৫.এখন কিছু একটা টাইপ করুন।যেমন আমি Blood নামে টাইপ করেছি।এবং লেকাটি সিলেক্ট করে এর সাইজ দিন ৩০০ তাহলে লেখাটি বড়ো হবে।এখন select>all এ ক্লিক করুন। move টুলে একবার ক্লিক করুন।এবং উপরের টুল অপশনবার থেকে নিচের দেখানো স্থানে ক্লিক করুন।ক্লিক করার পরে আবার select>dselect করুন।
৬.এখন লেয়ার মেনু হতে layer>rasterize>type এ ক্লিক করুন।নিচের মত
৭.এখন বাম দিকের টুল অপশন থেকে সিলেক্ট করুন ব্লাশ টুল।এবং ব্লাশ এর সাইজ দিন ৯.হার্ডনেস ১০০,অপাসিটি ১০০,ফ্ল-১০০,মুড-নরমাল দিন।এখন প্রতিটি টেকস্টটের নিচে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে ধরে রাখুন এবার shift বাটন চেপে ধরে মাউস পয়েন্টার টি নিচের দিকে টানুন।এভাবে একে একে সব ওয়ার্ডের নিচে এভাবে লম্বা দাগ টানুন। নিচে দেখুন আমি কেমন করে করেছি।।
৮.এখন filter>liquify এ ক্লিক করুন।
তাহলে নিচের মত একটি বক্স আসবে।
৯.উপরের বক্সের বাম দিকের pucker tool টি সিলেক্ট করুন।এবং ডান দিকে pucker tool টির মান দিন নিচের মত করে।
১০.এখন মাউস পয়েন্টার দিয়ে প্রতিটা ওয়ার্ডের নিচে লম্বা দাগটির শুরুতে ক্লিক করে ধরে নিচের দিকে আকাবাকা ভাবে টানুন।লম্বা দাগটির একদম নিচে এক ইন্চি জায়গা ড্রাগ না করে ছেড়ে দিন।এভাবে প্রত্যেকটা ওয়ার্ডের নিচের লম্বা দাগে মাউস ড্রাগ করুন।নিচে দেখুন আমি কেমনে করেছি।তারপর ok করুন।তাহলে ইমেজটি নিচের মত হবে।
১১.এখন লেয়ার প্যালেট থেকে Blood নাম দেওয়া লেয়ারে ডাবল ক্লি করুন।তাহলে লেয়ার স্টাইল আসবে।সেখান থেকে drop shadow সিলেক্ট করুন।এবং নিচের মত সেটিংস দিন।
আবার সিলেক্ট করুন।bevel and emboss এবং নিচের মত সেটিং দিন।
আবার bevel and emboss এর নিচে contour সিলেক্ট করুন।এবং নিচের মত সেটিংস দিন।
এখন সিলেক্ট করুন gradient overlay এবং নিচের মত সেটিংস দিন।বিঃদ্রঃ gradient overlay অপশন থেকে gradient সাদা কালো গ্রাডিয়েন্ট সিলেক্ট করুন এবং গ্রাডিয়েন্ট অপাসিটি ০ করে দিবেন।তার পর ok করুন।
তাহলে ইমেজটি নিচের মত হবে।
১২.এখন background লেয়ারটি সিলেক্ট করুন এবং foreground কালার ব্লাক এবং background কালার হোয়াইট সিলেক্ট করুন।
এখন paint bucket tool টি সিলেক্ট করুন।তারপরে ইমেজটির উপরে একবার ক্লিক করুন।তাহলে ইমেজটি নিচের মত হবে।
১৩.মেনুবার থেকে filter>render>clouds সিলেক্ট করুন তাহলে ইমেজটি নিচের মত হবে।
আবার filter>render>difference clouds সিলেক্ট করুন তাহলে ইমেজটি নিচের মত হবে।
এখন filter>render>lighting effect এ ক্লিক করুন ।তাহলে একটা বক্স আসবে সেখান থেকে নিচের মত মান দিন।ok করুন।
তাহলে ফাইনাল ইমেজটি নিচের মত হবে।ভাল লাগলে কমেন্ট করবেন।
আমি Naeem Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 199 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো অইচ্চে!!! আমার প্রজেক্টে ইফেক্ট দিতে কাজে লাগবো!