আস্সালামু ওয়ালাইকুম।আশাকরি সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়াই ভালো আছি।
আজ আপনাদের দেখাবো কিভাবে মেঘে ঢাকা নীল আকাশ তৈরি করবেন।বলে রাখা ভালো এটা খুবি সহজে তৈরি করা যায়।যারা একদাম নতুন তাদের জন্য এই টিউনটি।তো চলুন শুরু করা যাক।
১.ফটোশপ ওপেন করুন।
২.FILE>NEW অথবা কিবোর্ড থেকে CTRL+N কমান্ড দিন।তাহলে একটা তাহলে নতুন ফাইলের সেটিংস এর জন্য একটি ডায়ালগ বক্স আসবে।সেখান থেকে নিচের চিত্রের মত হুবহু সেটিংস দিয়ে OK করুন।
৩.FOREGROUND কালার ব্লাক এবং BACKGROUND কালার হোয়াইট রেখে FILTER>RENDER>CLOUDS এ ক্লিক করুন।
তাহলে নিচের মত হবে।
৪.এখন পুনরায় FILTER>RENDER>DIFFERENCE CLOUDS এ ক্লিক করুন।
তাহলে ইমেজটি নিচের মত হবে।
৫.আবার FILTER>RENDER>LIGHTING EFFECTS এ ক্লিক করুন।
ক্লিক করার পরে নিচের মত একটি ডায়ালগ বক্স আসবে।
৬.এখন মেনুবারের নিচে PREESETS অপশনে BLUE Omni সিলেক্ট করে দিন।
তাহলে ফাইনাল ইমেজটা নিচের মত হবে।
আমি Naeem Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 199 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।