আস্সালামুওয়ালাইকুম।আশাকরি সবাই ভালো আছেন।
আজ আপনাদের দেখাবো ফটোশপের মাধ্যমে কিভাবে খুব সহজে ফেইস ক্লিন করবেন।তো চলুন কথা আর না বাড়িয়ে কাজ শুরু করি।
১.প্রথমে ফটোশপ ওপেন করুন।
২.মুখে দাগ ভর্তি একটি ইমেজ নিন।আমি এই ইমেজটি নিলাম।
৩.কিবোর্ড থেকে CTRL+J চাপুন তাহলে LAYER1 নামে একটি লেয়ার তৈরি হবে।LAYER1 এর উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে CONVERT TO SMART OBJECT সিলেক্ট করুন।নিচের চিত্র দেখুন।
৪.FILTER>BLUR>GAUSSIAN BLUR সিলেক্ট করুন ।
সিলেক্ট করার পরে একটি ডায়ালগ বক্স আসবে সেখান থেকে নিচের মত মান দিয়ে OK করুন।
তাহলে ইমেজটি নিচের মত হবে।
৫.এখন নিচের দেখানো স্থানে একবার ক্লিক করুন।
৬.এখন FOREGROUND কালার ব্লাক সিলেক্ট করুন।এবং টুল অপশন থেকে PAINT BUCKET TOOL সিলেক্ট করে ইমেজটির উপরে একবার ক্লিক করুন।তাহলে ইমেজটি নিচের মত হবে।
৭.FOREGROUND কালার হোয়াইট সিলেক্ট করুন।এবং টুল অপশন থেকে ব্রাশ টুল সিলেক্ট করুন।টুল অপশনবার থেকে ব্রাশের মান বাড়িয়ে কমিয়ে মুখের উপরে ক্লিক করতে থাকুন।যেমন BRUSH SIZE 41,HARDNESS 0,FLOW36 এভাবে সেটিংস দিয়ে মুখের সমস্ত স্থানে ক্লিক করতে থাকুন।বিঃদ্রঃ-চোখের ভ্রুর নিচে,নাকের উপরে এবং পাশে যখন ক্লিক করবেন তখন ব্রাশ সাইজ কমিয়ে নিবেন এবং FLOW এর মান কমিয়ে নিবেন।তাহলে ফাইনাল ইমেজটি নিচের মতো হবে।
আমি Naeem Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 199 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আর চট করেই টিউনটা চলে গেল “প্রিয় টিউনস” সেকশন এ 😀