ফটোশপ প্রজেক্ট[পর্ব-৩]::পানির ফোঁটা তৈরি করা।

আস্সালামু ওয়ালাইকুম।আশাকরি সবাই ভালো আছেন।

আজ ফটোশপ প্রজেক্ট নিয়ে দ্বিতীয় টিউনে দেখাবো কিভাবে পানির ফোটা তৈরি করবেন।তো চলুন কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি।

১.প্রথমে ফটোশপ ওপেন করুন।

২.এখন মেনুবার থেকে FILE>OPEN অথবা কিবোর্ড থেকে CTRL+O কমান্ড দিয়ে একটি নীল কালারের ইমেজ নিন।আমি এই ইমেজটি নিলাম।

৩.টুল অপশন থেকে ব্রাশটুল সিলেক্ট করে HARD ROUND ব্রাশটি নিন।  এবং টুল অপশনবার থেকে নিচের চিত্রে মত সেটিংস দিন।

৪.লেয়ার প্যালেটের নিচে CREATE A NEW LAYER আইকোনে ক্লিক করে একটি নতুন লেয়ার নিন।নিচের চিত্র দেখুন্

5.এবার FOREGROUND কালার ব্লাক রেখে ইমেজেটির উপর আপনার ইচ্ছামত স্থানে একবার ক্লিক করুন।নিচের চিত্র দেখুন।

৬.FILTER>LIQUIFY এ ক্লিক করুন তাহলে একটি চিত্র আসবে।সেখানে বামদিক থেকে TWIRL CLOCKWISE TOOL টি সিলেক্ট করে গোলকার ফোটাটির মাঝখানে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে 2/3 বার উপরের দিকে টানুন।তাহলে ইমেজটি নিচের মত হবে।

OK করুন।

৭.ড্রপ সেডো করতে হবে তার জন্যে লেয়ার ১ এর উপরে ডাবল ক্লিক করুন।তাহলে লেয়ার স্টাইল আসবে।সেখান থেকে ড্রপ সেডোতে ক্লিক করুন।এবং নিচের মত সেটিংস দিন।

এবার INNER SHADOW তে ক্লিক করুন এবং নিচের মত সেটিংস দিন।

INNER GLOW তে ক্লিক করুন।এবং নিচের মত সেটিংস দিন।

BEVEL & EMBOSS এ ক্লিক করুন।এবং নিচের মত সেটিংস দিন।

এবার OK বাটনে ক্লিক করুন।তাহলে ফোটাটি নিচের মত হবে।

৮.টুল অপশন থেকে SHARPEN TOOL সিলেক্ট করুন।এবং টুল অপশনবার থেকে নিচের মত সেটিংস দিন।

এবার ফোটাটির চারপাশে এবং উপরে হালকাভাবে ৪-৫ বার ড্রাগ করুন।তাহলে ফোটাটি নিচের মত হবে।

৯.টুল অপশন থেকে সিলেক্ট করুন DODGE TOOL  এবং নিচের মত সেটিংস দিন।

এবার ফোটাটির উপরে এবং চারপাশে ৫-৬ বার ড্রাগ করুন।তাহলে ফোটাটি নিচের মত হালকা পরিবর্তন হবে।

১০.এখন লেয়ার প্যালেটের উপরে  SET THE LAYER MODE থেকে SCREEN  সিলেক্ট করে দিন।নিচের চিত্রে দেখুন।

সর্বশেষ পানির ফোটা তৈরি হয়েছে।ভাল লাগলে কমেন্ট করবেন।

বিঃদ্রঃ-আপনারা মতামত না দিলে কষ্ট করে টিউন করে কি লাভ।তাই ভাল লাগলে মতামত দিতে ভুলবেন না।যদি আপনাদের মতামত না পাই তাহলে ফটোশপ নিয়ে এটাই হবে আমার শেষ টিউন।আর আপনাদের সাড়া পেলে টিউন চালিয়ে যাবো।

Level 0

আমি Naeem Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 199 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

dada beshi josh..

মাক্ষন রে মামা মাক্ষন!!! এইটাই তো দিতে কইছিলাম!!! আপনারে অনেক ধইন্যা! 😀

    Level 0

    @টেক মশাই: আপনার হাসিনা অনেক সুন্দর মন ভালো হয়ে গেলো ভাই

      @SOPNOCHURA: হাসি! তাই না? আমারে হাসিনা বানায় ফেললে তো সমস্যা 😀

Level 0

This is Really Good

    Level 0

    @shonzim: শুনে অনেক আশানিত হলাম ভাই

খুব সুন্দর হয়েছে ……………………

ভাইজানের টিউটোরিয়াল দেখে কাজটা করতে পারছি। খুব ভাল লাগতেছে। 🙂

    Level 0

    @Online Hunter: ভাই আপনাদের উপকার হলেই আমার সার্থকতা।ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।