ফটোশপে মজা [পর্ব-৩২] :: যে কোন অবজেক্টের উপর শ্যাডো দিন ভিন্ন উপায়ে আপনার মনের মত করে।

ফটোশপে মজা

প্রিয় টিউনার ভাইয়েরা কেমন আছেন। ভালো আছেন নিশ্চই। ৩২ তম পর্বে আজকে দেখাব অভিনব উপায়ে ড্রপশ্যাডো দেওয়ার প্রক্রিয়া অনেক সময় কোন অবজেস্টের চার পাশে ড্রপশ্যাডো দেয়ার প্রয়োজন পরে যা লেয়ার স্টাইলের মাধ্যমে দেওয়া যায় না তো কাজটি ম্যানুয়েলি করা যায়। আপনি সহযেই কাজটি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে কাজের কাজ করি।

----------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------

ধাপ-১ এ আপনি ফটোশপ চালু করুন আপনার প্রয়োজন অনুযায়ী ডকুমেন্ট নিন। যদি আপনি কোন বক্সের চার দিকে ড্রপশ্যাডো দিতে চান তাহলে বক্সের শেপ তৈরী করে নিন। এবার ফিল করুন কালো কালারে এটাই হবে আপনার শ্যাডোর অবজেক্ট আপনি চাইলে অন্য কালারের শ্যাডো দিতে পারেন। এবার এই লেয়ারটি ডুবলিকেট করুন ডুব্লিকেট লেয়ারের অবজেকটি অন্য যে কোন কালারে ফিল করুন।

ধাপ-২ এবার কালো অবজেক্টের লেয়ারটি সিলেক্ট করে চিত্রের মত সেটিং এ যান।

ধাপ-৩ গেশন ব্লার নামে উইনডো পাবেন চিত্রের মত সেটিং বসান। ওকে দিয়ে বেরিয়ে আসুন।

ধাপ-৪ এবার শ্যাডো লেয়ারের অপাসিটি 57 করে দিন। শ্যাডোকে ভালো ভাবে উপস্থাপন করার জন্য ব্লু বক্সটির লেয়ারে ডাবল ক্লিক করে সাদা কালারের স্ট্রোক দিন আর দেখুন কেমন হলো। দুটি লেয়ার কে একই সাথে নাড়াচাড়া করার জন্য লেয়ার দুটি লিং করে নিন অথবা মার্জ করুন একই লেয়ারে। ভালো লাগলে কাজে লাগলে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস