- ফটোশপে মজা [পর্ব-১] :: বানিয়ে ফেলুন গ্লোব কীবোর্ড অবশ্যই কাজে লাগবে
- ফটোশপে মজা [পর্ব-২] :: তৈরী করুন ওয়েব ফটো গ্যালারী এক ক্লিকে দেখুন কাজে লাগতে পারে
- ফটোশপে মজা [পর্ব-৩] :: পিকচার প্যাকেজ নিজেই তৈরী করুন মূল্যবান সময় বাচাঁন।
- ফটোশপে মজা [পর্ব-৪] :: জেনে নিন Crop tools এর কাজ মূল্যবান সময় বাচাঁন। যারা যানেন না তাদের জন্য
- ফটোশপে মজা [পর্ব-৫] :: জেনে নিন Extract এর কাজ আর সহজেই মুছে দিন ব্যাকগ্রাউন্ড
- ফটোশপে মজা [পর্ব-৬] :: Photomerge এর কাজ দেখুন, বানিয়ে ফেলুন Panorama স্টাইলের ছবি।
- ফটোশপে মজা [পর্ব-৭] :: Contact Sheet II এর কাজ দেখুন। সময় বাচাঁন কাজের গতি বাড়ান
- ফটোশপে মজা [পর্ব-৮] :: ওয়ালে তৈরী করুন চিত্র অংকনের দৃশ্য ভালো লাগবে।
- ফটোশপে মজা [পর্ব-৯] :: জলপ্রপাত কে রাঙ্গিয়ে তুলুন।
- ফটোশপে মজা [পর্ব-১০] :: উইনডোজ লোগোর উপর ডিজাইন বসান, অবশ্যই কাজে লাগবে।
- ফটোশপে মজা [পর্ব-১১] :: জড় ম্যাগনিফাই গ্লাসকে কাজের উপযোগী করুন।
- ফটোশপে মজা [পর্ব-১২] :: অন্ধের চোখ ভালো করুন বিনা খরচে।
- ফটোশপে মজা [পর্ব-১৩] :: সাদা কালো ছবির কিছু অংশ কালার করুন ভিন্ন উপায়ে।
- ফটোশপে মজা [পর্ব-১৪] :: দ্রুত গতির ইফেক্ট দিন সহজ উপায়ে।
- ফটোশপে মজা [পর্ব-১৫] :: NO SMOKING এর লোগো তৈরী করুন।
- ফটোশপে মজা [পর্ব-১৬] :: শিখে নিন কালার ব্যালেন্সের কাজ, ছবি থেকে দুর করুন লাল, হলুদ ভাব।
- ফটোশপে মজা [পর্ব-১৭] :: সৌরজগতের নক্ষত্র সূর্য্য মামাকে তৈরী করি।
- ফটোশপে মজা [পর্ব-১৮] :: আপনার TEXT এর উপর Blood ইফেক্ট দিন।
- ফটোশপে মজা [পর্ব-১৯] :: আপনার ছবি কে রাঙ্গিয়ে দিন বিভিন্ন রঙে।
- ফটোশপে মজা [পর্ব-২০] :: আপনার পছন্দের জায়গায় বসিয়ে দিন যে কোন ছবিকে।
- ফটোশপে মজা [পর্ব-২১] :: এনিমেশন ফ্রেম তৈরী- টেক্সট জুমিং এনিমেশন।
- ফটোশপে মজা [পর্ব-২২] :: ডাউনলোড কর, এনিমেশন ফ্রেমটি তৈরী করুন সহজেই সেটিং সহ।
- ফটোশপে মজা [পর্ব-২৩] :: এনিমেশন ফ্রেম তৈরী। ব্লগে যুক্ত করুন ধন্যবাদ এনিমেশনটি আপনার প্রচেষ্টায়।
- ফটোশপে মজা [পর্ব-২৪] :: এনিমেশন ফ্রেম, যে কোন ছবির মধ্যে লেখাকে এনিমেশনে রূপ দিন।
- ফটোশপে মজা [পর্ব-২৫] :: এনিমেশন ফ্রেম তৈরী, ইমেজের মধ্যে থাকা ডাইনেসরকে দৌড়ানো।
- ফটোশপে মজা [পর্ব-২৬] :: এনিমেশন ফ্রেম তৈরী, টেকটিউনস এর জন্য এনিমেশন।
- ফটোশপে মজা [পর্ব-২৭] :: এনিমেশন ফ্রেম তৈরী, ঝিকঝাক লাইটিং এনিমেশন।
- ফটোশপে মজা [পর্ব-২৮] :: আপনার ব্লগের জন্য তৈরী করুন একটি ব্যানার।
- ফটোশপে মজা [পর্ব-২৯] :: এনিমেশন ফ্রেম তৈরী, টেকটিউনসে নতুনদের আহব্বান।
- ফটোশপে মজা [পর্ব-৩০] :: থ্রিডি সিডি ইমেজ তৈরী করুন।
- ফটোশপে মজা [পর্ব-৩১] :: ফটোশপ দিয়ে লেখার উপর ডাবল স্ট্রোক দিন সহজ ভাবে। কাজের জিনিস
- ফটোশপে মজা [পর্ব-৩২] :: যে কোন অবজেক্টের উপর শ্যাডো দিন ভিন্ন উপায়ে আপনার মনের মত করে।
- ফটোশপে মজা [পর্ব-৩৩] :: ফটোশপ দিয়ে কালার কোড বের করুন সহজ উপায়ে নতুনদের জন্য ।
- ফটোশপে মজা [পর্ব-৩৪] :: যে কোন অবজেক্টকে পানিতে নিমজ্জিত করুন।
- ফটোশপে মজা [পর্ব-৩৫] :: Similar কামান্ডের কাজ, একই কালারের আলাদা সবগুলি অজেক্টকে এক সাথে সিলেক্ট করুন।
- ফটোশপে মজা [পর্ব-৩৬] :: বিলবোর্ডে বসিয়ে দিন আপনার ছবি বা এ্যাড একদম মাগনা, কেউ দেখবে না শুধু আপনি ছাড়া।
- ফটোশপে মজা [পর্ব-৩৭] :: নিজের সাইন দিয়ে রাবার স্টাম্প তৈরী করার পদ্ধতি
- ফটোশপে মজা [পর্ব-৩৮] :: নিজের বুদ্ধিতে বানিয়ে ফেলুন ঈদ মোবারক GIF ইমেজ, আনন্দ পাবেন
- ফটোশপে মজা [পর্ব-৩৯] :: এবার নিজের বুদ্ধিতেই স্কিন সেভার তৈরী করুন, তাও আবার এনিমেশন সহ। কোন রকম সফটওয়্যার ছাড়া।
প্রিয় টিউনার ভাইয়েরা কেমন আছেন। ভালো আছেন নিশ্চই। ৩২ তম পর্বে আজকে দেখাব অভিনব উপায়ে ড্রপশ্যাডো দেওয়ার প্রক্রিয়া অনেক সময় কোন অবজেস্টের চার পাশে ড্রপশ্যাডো দেয়ার প্রয়োজন পরে যা লেয়ার স্টাইলের মাধ্যমে দেওয়া যায় না তো কাজটি ম্যানুয়েলি করা যায়। আপনি সহযেই কাজটি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে কাজের কাজ করি।
----------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------
ধাপ-১ এ আপনি ফটোশপ চালু করুন আপনার প্রয়োজন অনুযায়ী ডকুমেন্ট নিন। যদি আপনি কোন বক্সের চার দিকে ড্রপশ্যাডো দিতে চান তাহলে বক্সের শেপ তৈরী করে নিন। এবার ফিল করুন কালো কালারে এটাই হবে আপনার শ্যাডোর অবজেক্ট আপনি চাইলে অন্য কালারের শ্যাডো দিতে পারেন। এবার এই লেয়ারটি ডুবলিকেট করুন ডুব্লিকেট লেয়ারের অবজেকটি অন্য যে কোন কালারে ফিল করুন।
ধাপ-২ এবার কালো অবজেক্টের লেয়ারটি সিলেক্ট করে চিত্রের মত সেটিং এ যান।
ধাপ-৩ গেশন ব্লার নামে উইনডো পাবেন চিত্রের মত সেটিং বসান। ওকে দিয়ে বেরিয়ে আসুন।
ধাপ-৪ এবার শ্যাডো লেয়ারের অপাসিটি 57 করে দিন। শ্যাডোকে ভালো ভাবে উপস্থাপন করার জন্য ব্লু বক্সটির লেয়ারে ডাবল ক্লিক করে সাদা কালারের স্ট্রোক দিন আর দেখুন কেমন হলো। দুটি লেয়ার কে একই সাথে নাড়াচাড়া করার জন্য লেয়ার দুটি লিং করে নিন অথবা মার্জ করুন একই লেয়ারে। ভালো লাগলে কাজে লাগলে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।