টিউনার ভাইয়েরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি। গত কাল অভ্র ইন্সটল করে বেকায়দায় পরেছি এখন টেকটিউনসে আর বাংলা দেখতে পারছি না দেখতে পারলেও বুঝার মত না। আমি আগে বিজয় বায়ান্নো ব্যবহার করতাম তখন আমি খুব ভালো বাবে বাংলা দেখা এবং লিখা সবই করতাম স্বাচ্ছন্দে এখন পরলাম বিপদে তো একজন ভাই আমাকে সাজেশন দিলেন যে আপনার ফন্ট কালেকশনে সোলাইমান লিপি ফন্টটি নাই এটা সংগ্রহ করে ফন্ট ফোল্ডারে পেষ্ট করেন এবং ব্রাওজারে টাইমস রোমান এর জায়গায় সোলাইমান লিপি ফন্টটি সিলেক্ট করে দিন আমিও তার মত করে সব কিছু গোছালাম দেখলাম কাজ হয়েছে। লিখতে ও পারছি ইউনিকোড দিয়ে এখন সমস্যা আমার ডেসবোর্ডে প্রোফাইলগুলির লিখা এখনো এলোমেলো এবং ক্যাটাগরীর অপশনগুলি ও ভালো বুজতে পারছি না । কোন ভাই যদি আমাকে একটু সাহায্য করতেন আহলে আমি উপকৃত হতাম। কেন এমন হলো নাকি বিজয় বায়ান্নো এবং অভ্র একসাথে ইন্সটল দেয়াতে বুঝিনা তবুও আপনাদের কাছে সাহায্য প্রাথী।
😳
ধাপ-১ ফটোশপ চালু করুন নতুন ডকুমেন্ট সাইজ 400*400 রেজুলেশন-300। ইলিপটিক্যাল মার্ক টুলটি সিলেক্ট করে চিত্র্রের মত একটি গোলাকার সিলেকশন তৈরী করুন, । নতুন একটি লেয়ার নিন।
ধাপ-২ এবার সিলেকশন এর মধ্যে যে কোন কালার ফিল করুন আমি দিতে পারি নাই। তারপর স্টাইল প্যালটে ক্লিক করুন যে গ্রেডিয়েন্ট স্টাইলটি ক্রিয়েট করব তা এখানে নেই তাই ডানে ছোট লাল চিহ্নিত স্থানে ক্লিক করুন এবার টেক্ট ইফেক্ট সিলেক্ট করুন।
ধাপ-৩ লাল চিহ্নিত বক্সেএর মত স্টাইলটি পাবেন সেখানে ক্লিক করুন নিচের চিত্রের মত পাবেন।
ধাপ-৪ এখন এটাকে মডিফাই করার জন্য সিডি লেয়ারে ডাবল ক্লিক করুন লেয়ার স্টাইল উইনডো পাবেন সেখানে দেখেন স্ট্রোক আছে স্ট্রোকে ক্লিক করুন তার চিত্রের মত সেটিং দিন স্ট্রোক কালার লাইট গ্রে দিবেন স্ট্রোক সাইজ-4 অপাসিটি-100 থাকবে তারপর যান গ্রেডিয়েন্ট ওভারলীতে এখানে আপনাকে গ্রেডিয়েন্টের কালার পরিবর্তন করে দিতে হবে সুন্দর্যের জন্য আমি ডট ডট দিয়ে দিয়েছি আপনি রং দেখে দেখে পরিবর্তন করে নিবেন শুধু মাত্র ডটগুলি। তার পর ওকে ক্লিক করুন।
ধাপ-৫ এখনো কাজ শেষ হয় নাই কারন মাঝে ছিদ্র করতে হবে এজন্য আপনি ইলিপটিক্যাল মার্ক টুলটি সিলেক্ট করুন নতুন কোন লেয়ার নিবেন না এরপর চিত্রের মত সিলেক্শন তৈরী করুন কী বোর্ড হতে ডিলিট কী চাপুন দেখুন ছিদ্র হয়ে গেছে। এবার দ্বিতীয় যে গোলাকার সাদা অংশ টি তা তৈরী করার জন্য ইলিপটিক্যাল মার্ক টুলটি সিলেক্ট করে নতুন লেয়ারে সিলেক্শন তৈরী করুন তার পর সাদা কালারে ফিল করুন। এবার একটি কাজ করতে হবে আপনি টুলসবক্স হতে ম্যাজিক ওয়ান্ট টুলটি সিলেক্ট করুন সিডির লেয়ারটি সিলেক্ট করুন ছিদ্র অংশে টুলটি দিয়ে ক্লিক করুন দেখুন সিলেক্শন তৈরী হয়েছে এবার সাদা গোলাকার দ্বিতীয় বিত্তের লেয়ারটি সিলেক্ট করুন কী বোর্ড হতে ডিলিট কী চাপুন এর অপাসিটি কমিয়ে দিন 80 তে দেখুন কেমন হয়েছে। এবার দ্বিতীয় বৃ্ত্তটির উপর লেয়ার স্টাইলে গিয়ে স্ট্রোক দিন চিত্র মত কালার দিন লাইট গ্রে। আরেকটি কাজ করুন সিডি এবং দ্বিতীয় বৃত্তটি লিং করে মার্জ করুন মানে দুটো লেয়ার মিলে একটি হবে। এবার লেয়ার স্টাইলে যান এর উপর ড্রপ স্যাডো এবং স্ট্রোক দিন স্ট্রোক কালার লাইট গ্রে হবে সবশেষে ওকে দিয়ে বেরিয়ে আসুন । এবার ব্যাকগ্রাউন্ড কালারটি গ্রে কালারে ফিল করে দিন দেখুন কেমন হলো আপনার তৈরী থ্রিডি সিডি ইমেজটি সেভ করে রাখতে পারেন জেপিজি অথবা যে কোন ফরমেটে। ভালো লাগলে কমেন্ট করবেন।
আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।