টেকটিউনস পরিবারের সবাইকে জানাই সলাম। সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। চিঠির মত করে লিখলাম ক্ষেত মনে করবেন না এটা যেহতু সোস্যাল সাইট তাই এখানে অনেকেরই সমাগম 200 300 নয় কোটি সদস্যের একটি পরিবার টেকটিউনস। অবসর সময় কাটানো এবং নিজের অভিজ্ঞতা তুলে ধরার একটি মনোরম সাইট। আমরা যারা অযথা অন্যান্য সাইটে ঘুরে সময় নষ্ট করি এবং কোন জ্ঞান অর্জন হয় না, সেসব সাইটে না ঘুরে টেকটিউনসে থাকাটাই উত্তম মনে করি কারন এখানে কোন রাজনীতি নেই নেই কোন অশ্লিলতা তাই ছেলে মেয়ে উভয়ে লেখালেখি করতে পারে। এখানে জানার অনেক কিছু আছে, তেমনি শেখারও আছে অনেক। আমাদের মধ্যে অনেকেই আছেন শুধু দেখে যান এবং কমেন্ট করেন, ভাই আপনারা কেন বসে থাকবেন আপনার অভিজ্ঞতা আমাদের প্রয়োজন। সবার জ্ঞান এক হয় না যেটা আপনি পারেন সে টা হয়তো আমি পারিনা তাই কষ্ট করে হলেও আপনার দক্ষ জ্ঞানের ভান্ডার হতে আমাদের কিছু শিখান, তাতে উপকৃত হবে কে? বাংলাদেশ। হ্যা বাংলা ভাষাভাষি তরুন তরুনী যারা আছি তারাই। নেট যেহতু হাতের মুঠোয় তাই খারাপ কাজে কেন জ্ঞানের কাজে লাগাই। ধন্যবাদ বকবক করার জন্য। মনে করবেন না আমি টেকটিউনস এর দালাল। ভালো কাজের সুনাম করা খারাপ কিছু না।
--------------------------------------- টেকটিউনসে আহব্বান জা্নাই এনিশেন ফ্রেম ------------------------------------------------------------
অনেকেই নিজ ব্লগে অন্যদের আহব্বান জানান লিং বিপরী ইমেজ দিয়ে অথবা এনিমেশন ইমেজ দিয়ে আর দেখতে ও সুন্দর লাগে কাজও প্রফেশনালদের মত হয় তাই বিবেচনা করে আপনাদের এই এনিমেশন ফ্রেমটি তৈরী করা শিখাব। চলুন কাজে নামি।
ধাপ-১ ফটোশপ চালু করুন 400*300 পিএক্স, রেজুলেশন-300 রেখে একটি ডকুমেন্ট নিন। নতুন একটি লেয়ার নিন, গ্রেডিয়েন্ট টুলসটি সিলেক্ট করে চিত্রের মত সবুজ এবং লাইট সবুজ কালার যুক্ত করে গ্রেডিয়েন্ট ফিল করুন আশা করি কাস্টম গ্রেডিয়েন্ট তৈরী করতে পাবেন। টেকটিউনস কথাটি টেক্সট টুল দিয়ে লিখেন চিত্রের মত সেট করুন লেয়ার স্টাইল হতে স্ট্রোক এবং ড্রপ শ্যাডো দিয়ে নিন। রেক্টএ্যাংগেল টুল দিয়ে নিচের মত একটি শেপ তৈরী করুন কালাল দিন সাদা মেতে উঠুন প্রযুক্তির সুরে কথাটি লাল কালারে লিখন ঠিক মত সেট করুন নিচে আবার টেকটিউনস এর ঠিকানাটি লিখুন। সবশেষে নিচে যে এরো চিহ্নটি দেখতে পাচেছন আপনি কাস্টম শেপ থেকে নিতে পারেন তারপর আপনার ইচ্ছে মত গ্রেডিয়েন্ট ফিল করুন চিত্রের মত স্থানে বসান, সেভ করুন জেপিজি ফরমেটে পি-1 নামে এগুলো আমি ফ্রেম তৈরীর প্রক্রিয়া দেখালাম।
ফ্রেম-1
ধাপ-২ প্রক্রিয়ায় কোন কাজ নেই শুধু এরো চিহ্নটি একটু উপরে নিন এবং টেকটিউনস কথাটি লেয়ার প্যালট হতে হাইড করে দিন। সেভ করুন জেপিজি ফরমেটে পি-2 নামে।
ফ্রেম-2
ধাপ-৩ এ লেয়ার প্যালট হতে টেকটিউনস কথাট আহাইড করুন এবং এরো টি আরো একদাপ উপরে তুলুন। সেভ করুন জেপিজি ফরমেটে পি-3 নামে। ব্যাস ফ্রেম তৈরীর কাজ শেষ।
ফ্রেম-3
এবার ইউলিডে সেটিং না থাকলে http://www.walidstudio.blogspot.com থেকে ডাউনলোড করুন চিত্রেরে মত সেটিং দিন 30 দিয়ে কি বুঝালাম প্রত্যক ফ্রেমে ডাবল ক্লিক করে ফ্রেম প্রোপ্রার্টিজ এ 30 লিখে দিবেন। প্রিভিউতে ক্লিক করে আপনার কাজটি দেখুন সবশেষে সেভ করুন সেজন্যে ফাইল-সেভএস-জিআইএফ ফালই ক্লিক করুন যে কোন নামে।
ফলাফল নিম্নরূপ। ভালো লাগলে কমেন্ট করবেন।
আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পর্ব-২৮ তো প্রকাশিত হয়নি।