ফটোশপে মজা [পর্ব-২৮] :: আপনার ব্লগের জন্য তৈরী করুন একটি ব্যানার।

ফটোশপে মজা

টেকনিউনস ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি ভালো না কারন ইন্টারনেটের যে অবস্থা তাতে পোষ্ট করা ছেড়ে দিতে হবে। গত কাল টেকটিউনস সাইটে প্রবেশ করতেই পারি নাই কারন যানি না। স্ক্রিনশর্ট সহ পোষ্ট করা যে কত কষ্ট না দেখলে বুঝবেন না। 50 কেবি ফাইল আপলোড করতে সময় নেয় 2 মিঃ এত স্লো ভাবে কি কাজ করা যায়। আর নেটের ব্যান্ডউইথ এর যে দাম তাতে নেট ব্যবহারে আগ্রহ হারিয়ে ফেলছি কিকরব অবসর সময় কাটানের জন্য এই ভাবে কচ্ছপের গতি দিয়া পোস্টগুলি করছি। অন্যান্য দেশে 5জি প্রযুক্তি চালু হচ্ছে আর আমার 3জি প্রযুক্তিই পাই না। হাইরে বাপের দেশ।

--------------------------------------------------------------------------------------------------------

--------------------------------------------------------------------------------------------------

আজকে যে পোষ্ট টি করব তা হলো ফটোশপে একটি ব্যানার তৈরী করব কম বেশী সবারই একটি করে ব্লগ সাইট আছে আসুন আপনার প্রচেষ্টায় একটি ব্যানার তৈরী করি এবং যুক্ত করি নিজ ব্লগে। তো চলুন কাজে নেমে পরি যারা ফটোশপে নতুন তাদের জন্য এই টিউন। ফটোশপ চালু করুন

ধাপ-১ 18*3 সেমি রেজুলেশন 300 দিয়ে একটি নতুন ডকুমেন্ট নিন।

ধাপ-২ আপনার ব্যানারে যে ইমেজগুলি ব্যাকগ্রাউন্ড হিসেবে যুক্ত করবেন তা ওপেন করুন। চিত্রে আমি আমার মত ওপেন করলাম।

ধাপ-৩ চিত্রের মধ্যে 1নং 2নং 3নং দিয়ে বুঝিয়ে দিয়েছি কোনটা কোন জায়গায় বসবে। 1নং ইমেজটি মূল ব্যকগ্রাউন্ড হিসেবে যুক্ত করতে আপনি এটাকে মাউস দিয়ে টেনে মূল ডকুমেন্টে নিয়ে যান তার চিত্রে দেখানো লাল ডট ডট এরিয়া দিয়ে বুঝাতে চেয়েছি এটা লিলেক্টশন টুল বক্স হতে রেক্টএ্যাংগেল টুলটি সিলেক্ট করুন এন্টার চাপুন ফেদার বক্সে 50 পিএক্স দিয়ে ওকে করুন, এর চিত্রের মত সিলেক্টশন করুন কী বোর্ড হতে ডিলিট কী চাপুন দেখুন ব্যাকগ্রাউন্ডের উপরের অংশ মূল ডকুমেন্টের সাথে মিয়ে যাচ্ছে। বেশি নয় 2-3 বার ডিলিট চাপবেন।

ধাপ-৪ 2নং এবং 3নং ইমেজটি মূল ডকুমেন্টে নিয়ে যান চিত্রের মত

ধাপ-৫ 1নং ইমেজটি যে ভাবে ব্যাকগ্রাউন্টের সাথে মিশিয়ে দিয়েছেন এই 2টি ইমেজও একই প্রক্রিয়ায় একটার সাথে আরেকটি মিশিয়ে দিন চিত্রে কিভাবে সিলেক্টশন করবেন দেখিয়ে দিলাম। 2নং ইমেজের ডান দিকটা মিশিয়ে দেয়ার জন্য রেক্টএ্যাংগেল টুল টি সিলেক্ট করে  ফেদার -50 দিয়ে লাল চিহ্নিত সিলেক্টশন তেরী করুন ডিলিট চাপুন 1-2 বার একই প্রক্রিয়ায় 3নং ইমেজের ডান এবং বামে কাজটি করুন, 1নং ব্যাকগ্রাউন্ড এর অপাসিটি কমিয়ে দিতে পারেন 80 অথবা 90 তে। আপানার ইচ্ছে মত যে কোন টেক্সট লিখুন সেভ করুন জেপিজি অথবা পিএনজি অথবা জিআইএফ ফরমেটে।

ফলাফল দেখুন কেমন হলো আপনার কাজটি এবার আপনার ব্লগে ব্যানার হিসেবে ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে জানাবেন।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেষের ছবি টা সুন্দর হইছে ভাই

    Level 0

    @Munna Haque: ভাই এনিমেশন নিয়ে আমি টিউন করছি আশা করি দেখবেন ধন্যবাদ।

ভাই ফটোশপ শেখার আগ্রহ আমার কম, আমি আমার বন্ধুকে আপনার টিউটোরিয়াল ‍গুলো দেখাবো আশা করি ওদেরঅ নেক কাজে লাগবে।

vaia apnar tune gulo onek sundor
photoshop-e layering er kaaj ta kivabe kore ektu jodi tune korten tobe khub valo hoto