ফটোশপে মজা [পর্ব-২৬] :: এনিমেশন ফ্রেম তৈরী, টেকটিউনস এর জন্য এনিমেশন।

ফটোশপে মজা

প্রিয় টিউনার ভাইয়েরা কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চই হ্যা ভালো থাকেন এই প্রার্থনা করি। বলুনতো আপনার রেডিমেট খাবার পছন্দ না নিজের তৈরী খাবার পছন্দ। হ্যা অবশ্যই বলবেন নিজের তৈরী খাবার পছন্দ। কেন? কেন এই জন্যে যে এর গুনগত মান এবং আপনার পছন্দের উপকরন না থাকার কারনে। যদি আপনি আপনার খাবার নিজেই তৈরী করেন তা হলে আপনার পছন্দমত উপকন দিয়েই তৈরী করবেন তাতে অন্যের কাছে কেমন হলো কিছু যায় আসে না বরং নিজের তৈরী খাবার নিজে খেয়ে তৃপ্তি পাওয়াটাই আসল উদ্যেশ্য এই কথা দিয়ে বুঝাতে চাইলাম যে, নিজের কাজ নিজের দক্ষতায় করার যে তৃপ্তি তা রেডিমেন করা কাজে পাওয়া যায় না অর্থ্যাৎ নিজের প্রতি কনফিডেন্স জন্মায় না। তারই ধারাবাহিকতায় ফটোশপে মজা শিরোনাম পর্বে এনিমেশন ফ্রেম তৈরীর কাজ আপনাদের মাঝে শেয়ার করছি। কাজগুলি কৌশলের, আমি জাস্ট আপনাদের কৌশলগুলি দেখিয়ে দিচ্ছি। ফ্লাস দিয়ে সুন্দর সুন্দর এনিমেশন তৈরী করা যায় কিন্তু কজন ফ্লাসের কাজ জানে, আমিও জানি না, যদি আপনি জানেন তাহলেত আর কথাই নাই যারা যানেন না তারা সহজেই এই প্রক্রিয়ায় এনিমেশন তৈরী করতে পারবেন, তবে ফটোশপে আপনাকে পারর্দশী হতে হবে আমি ফটোশপ নিয়ে অনেকগুলি পোষ্ট করেছি আশা করি দেখবেন। ফটোশপে কোন কিছু তৈরী করা আসল কথা না বরং কাজের কলা কৌশল রপ্ত করাই আসল কথা যা স্বৃতির মধ্যে গেথে থাকে এবং পরবর্তি কাজে প্রয়োগ করা যায়।

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

--------------------- টেকনিউনস এর জন্য একটি এনিমেশন তৈরী ---------------------------------------------------------------------------------------

ধাপ-১ ফটোশপ চালু করুন 300*100 পিএক্স সাইজের একটি ডকুমেন্ট নিন রেজুলেশন 300 দিন । 1নং ফ্রেমে অনেকগুলি অবজেক্ট আছে আপনি নিচের চিত্রের মত একটি শেপ তৈরী করুন নতুন লেয়ার নিয়ে নিচের মত কালার ফিল করুন এবার টাইপ টুল দিয়ে টেকটিউনস লিখুন আলাদা লেয়ারে, মেতে উঠুন প্রযু্ক্তির সুরে বাংলায় টাইপ করুন আলাদা লেয়ারে, ভিজিট করুন কাথাটি আলাদা লেয়ারে, এবং সাইট টি লিখুন আলাদা লেয়ারে ব্যাস এবার লেখাগুলি ঠিকঠাক করুন।

এবার আসুন ঝিলমিল লাইটং তৈরীর বিষয়ে এটা কৌশলের আপনি একটা নতুন লেয়ার নিনে ইমেজ থিম ব্যাকগ্রাউন্ডের ঠিক উপরে। টুলস বক্স হতে ব্রাশ টুল টি সিলেক্ট করে ওপেন ব্রাশ প্রেজেন্ট পিকারে ক্লিক করুন বিভিন্ন ব্রাশের লিস্ট পাবেন সেখান থেকে Fuzzball নামক ব্রাশটি সিলেক্ট করে ব্রাস অপশনে অপাসিটি -100, ফ্লতে-100 রাখুন তারপর ফরগ্রাউন্ড কালারে লাইট গ্রীন কালার যোগ করুন এবং চিত্রের মত ডট দিতে থাকুন, সব শেষে জেপিজে ফরমেটে পি-1 লিখে নতুন ফোল্ডারে সংরক্ষন করুন।

ফ্রেম-1

ধাপ-২ এ কি দেখতে পাচ্ছেন সবুজ ডটের জায়গায় লাইট হলুদ রং হ্যা আপনি এটা করবেন সবুজ ডট লেয়ারটি হাইড করে দিন দেখুন লেয়ার প্যালটে চোখের মত আইকন আছে তাতে ক্লিক করলে হাইড হয়ে যাবে। এর উপর আরো একটি নতুন লেয়ার ক্রিয়েট করুন এখানে আপনি লাইট হলুদ রংয়ের ডটগুলি দিন এবং টেকটিউনসের ওয়েব সাইটটি যে লেয়ারে আছে তাও হাইড করে দিন একই প্রক্রিয়ায় এবার জেপিজি ফরমেটে পি-2 নামে সেভ করুন।

ফ্রেম-2

ধাপ-৩ এ লাইট হলুদ ডটগুলি হাইড করুন নতুন লেয়ার নিন তাতে লাইট আকাশী রং নিয়ে ডটগুলো দিন এবং টেকটিউনসের ওয়েব সাইট টি আন হাইড করুন তারপর জেপিজি ফরমেটে সেভ করুন। এখন দেখেন মোট 3টি ফ্রেম আপনি পেলেন এই গুলি দিয়েই আপনি এনিমেশন তৈরী করবেন।

ইউলিডে সেটিং প্রক্রিয়া : এই প্রোগ্রামটি না থাকলে http://www.walidstudio.blogspot.com থেকে ডাউনলোড করুন। নিচের চিত্রের মত সেটিং দিন।

সব শেষ ফলাফল। ভালো লাগলে কমেন্ট করবেন।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো, ধন্যবাদ