ফটোশপ প্রজেক্ট[পর্ব-১]:: Stroke এর সাহায্যে ছবির চারপাশে বর্ডার তৈরি ।।

আস্সালামু ওয়ালাইকুম।আশাকরি সবাই ভাল আছেন।

আমি টেকটিউনে বেশ কিছু টিউন করেছি।কিন্তু সেগুলা ছিল অন্যান্য বিষয়ে।আজি প্রথম ফটোশপ নিয়ে টিউন করতে বসলাম।

জানি না কেমন হবে।কোন ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আর ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন।তবে আপনাদের সাড়া মিললে ফটোশপ নিয়ে বিভিন্ন প্রজেক্টের  উপরে টিউন করবো।আর একটি কথা এই টিউনটা নতুন যারা শিখছেন তাদের জন্য।অভিঙ্গ ভাইয়েরা জানাবেন কেমন হলো।আপনার প্রেরনা আমার শক্তি।আর কথা বাড়াবো না,কাজে নেমে পড়ি>>>

১.ফটোশপ ওপেন করুন।

২.মেনু থেকে File>open অথবা কিবোর্ড থেকে সর্টকাট কি (Ctrl+O) কমান্ড দিন।তাহলে open ডায়ালগ বক্স আসবে।

আপনার কম্পিউটারে রাখা যেকোন একটা ইমেজ ওপেন করুন।ইমেজটি ওপেন করার জন্য ইমেজটি সিলেক্ট করে open

বাটনে ক্লিক করুন অথবা ইমেজটির উপরে ডাবল ক্লিক করুন।তাহলে আপনার কাঙ্খিত ইমেজটি ওপেন হবে।নিচের চিত্ত্রে

দেখুন আমি একটা ইমেজ ওপেন করেছি।

৩.এখন মেনু থেকে Select>All কমান্ড দিন।তাহলে সমস্ত ছবি জুড়ে সিলেকশন বর্ডার তৈরি হবে।নিচের চিত্রের মত।

৪.এখন মেনু থেকে Edit>Stroke কমান্ড দিন।Stroke ডায়ালগ বক্স আসবে।Stroke ডায়ালগ বক্সে নিচের চিত্রের মত সেটিংস দিন।

৫. এবং ok বাটনে ক্লিক করুন।ইমেজের চার পাশ দিয়ে একটি stroke বর্ডার তৈরি হবে।মেনু থেকে কমান্ড দিন Select>Dselect

অথবা rentangle Marquee টুল দ্বারা ইমেজের বাইরে যে কোন স্থানে ক্লিক করুন।সিলেকশন বর্ডার চলে যাবে।শেষে মেনু থেকে

File>Save As কমান্ড দিন এবং একটি নির্দিষ্ট নাম দিয়ে ইমেজটি jpg মুডে সেভ করুন।সর্বশেষ ইমেজটি নিচের চিত্রের মত হবে।

আপনাদের মন্তব্যের আশায় রইলাম।আমার জন্য দোয়া করবেন।

Level 0

আমি Naeem Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 199 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বেশ কয়েকদিন ধরে এই জিনিসটা খুজছিলাম । পেয়ে গেছি । ধন্যবাদ

অনেক সুন্দর হয়েছে

পুরাই ফাডাফাডি 🙂