ফটোশপে মজা [পর্ব-২৫] :: এনিমেশন ফ্রেম তৈরী, ইমেজের মধ্যে থাকা ডাইনেসরকে দৌড়ানো।

ফটোশপে মজা

ফটোশপে মজা শিরোনামে আজকে যে এনিমেশন ফ্রেমগুলি তৈরী করব তা হলো একটি ডাইনেসরকে দৌড়ানো। চলুন কাজে নেমে পরি কাজটি সম্পূর্ন কৌশলের একটি ডাইনেসরের ছবি ডাউনলোড করুন চিত্রে আমি একটা ডাইনেসরের ছবি দিয়েছি। আপনি ইচ্ছে করলে যে কোন ছবিকে এনিমেশনে রূপ দিতে পারেন যদি আপনার ফটোশপে ভালো জ্ঞান থাকে।  Ulead GIF animtor এর কাজ হলো আপনার তৈরী করা ফ্রেমগুলি একত্রিত করে এনিমেশনে রূপ দেয়া।

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

------------------------------------------------- ডাইনেসরকে দৌড়ানো ------------------------------------------------------------------

ধাপ-১ ফটোশপ চালু করুন একটি চিত্রের মত ডাইনেসরের ছবি উপেন করুন। আমি এর ব্যাকগ্রাউন্ড কেটে আলাদা করেছি আপনি ও এই কাজটি করুন।

ধাপ-২ এর দুটো পা আলাদা লেয়ারে করতে হবে। আপনি সামনের পা পেন টুল দিয়ে সুন্দর ভাবে সিলেকশন করুন কন্ট্রো+এক্স চাপুন এবং কন্ট্রোল+ভি চাপুন দেখুন লেয়ার প্যালটে পায়ের একটি লেয়ার তৈরী হয়েছে এখন এই পা টি স্বাধীন ভাবে নাড়াচাড়া করতে পারবেন। পা টি মূল অংশ থেকে সরে গেলে পুনরায় ভালো বাবে প্রতিস্থাপন করুন চিত্রে আগে যেমন ছিল। এবার পিছনের পা টি ও একই ভাবে আলাদা লেয়ারে তৈরী করুন এবং প্রতিস্থাপন করুন্ এবার মুখের নিচের চোয়াল টি ও একই পদ্ধতিতে আলাদা লেয়ারে করে নিন । ফাইল মেনু থেকে সেভ এজ এ গিয়ে জেপিজি ফরম্যাটে সেভ করুন পি-1 নামে।

ফ্রেম-1

ধাপ-২ নিচের যে ফ্রেমটি দেখতে পাচ্ছেন তা প্রথম ফ্রেমের বিপরীত তার মানে সামনের পা পেছনে এবং পেছনের পা সামনে এবং মুখের নিচের চোয়ালটি হা করে আছে এই কাজটি করবেন লেয়ার ধরে ধরে। ডকুমেন্টে আপনার লেয়ার সংখ্যা 4টি যদি ব্যাকগ্রাউন্ড থাকে তা হলে 5টি এর মধ্যে 1নং লেয়ার হলো ব্যাকগ্রাউন্ড 2নং হলো মূল ইমেজটি 3নং হলো সামনের পা 4নং হলো পেছনের পা এবং 5 নং হলো মুখের নিচের চোয়াল।

এবার 3নং সামনের পা পেছনে নেয়ার জন্য 3নং লেয়ারটি সিলেক্ট করে কন্ট্রোল+টি চেপে ট্রান্সফর্ম এরিয়া এনে ডান থেকে নিচে নামুন পেছনে রোটেট করুন এবার চিত্রের মত এর স্কিনগুলি মিশিয়ে দিন। 4নং লেয়ারে যান পেছনের পা রেটেট করে সামনে আনুন সুন্দর করে মিশিয়ে দিন। 5নং লেয়ারে গিয়ে মুখের নিচের চোয়ালটি রোটেট করে চিত্রের মত করেন সবশেষে এটাও জেপিজি ফরমেটে সেভ করুন পি-2 নামে।

ফ্রেম-২

ধাপ-৩ এ আমি প্রক্রিয়ার ছবিটি দেখালাম

সেটিং ঃ ইউলিড জিআইএফ এনিমেটর প্রোগ্রামটি না থাকলে  http://www.walidstudio.blogspot.com   থেকে ডাউনলোড করুন। প্রোগ্রামটি চালু করে নিচের মত সেটিং দিন। ফ্রেম রেট দেয়ার জন্য 1নং ও 2নং ফ্রেমে ডাবল ক্লিক করুন ফ্রেম প্রোপার্টিজ পাবেন সেখানে 30 এবং 30 দিয়ে ওকে করবেন প্রিভিউ করুন দেখুন কেমন হলো এবার ফাইল মেনু থেকে সেভ এজ গিয়ে জিআইএফ ফাইল এ সেভ করুন যে কোন নামে।

তৈরী হয়ে গেল আপনার এনিমেশন

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস