ফটোশপে মজা [পর্ব-২৩] :: এনিমেশন ফ্রেম তৈরী। ব্লগে যুক্ত করুন ধন্যবাদ এনিমেশনটি আপনার প্রচেষ্টায়।

ফটোশপে মজা

প্রিয় টিউনার ভাইয়েরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন। এনিমেশন ফ্রেম তৈরী পর্বে আজকে দেখাবো  আমার ব্লগে প্রবেশ করার জন্য ধন্যবাদ এই এনিমেশনটি এবং এনিমেশন ফ্রেম তৈরী। তো চলুন ফ্রেমগুলি তৈরী করি। এই কাজটি একদম সোজা একটু লক্ষ করলেই পারবেন।

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

---------------------------------------------- লেখাকে বিভিন্ন কালারে হাইলাইট করা --------------------------------------------------------------------

ধাপ-১ এ ফটোশপ চালু করুন 300*200 পিএক্স সাইজের নতুন ডকুমেন্ট নিন। এবার টুলবক্স হতে টাইপ টুল সিলেক্ট করে 1নং লেখাটি লিখুন মাঝ বরাবর রাখুন লেখা ছোট হলে কন্ট্রো+টি চেপে বড় করে নিন। নতুন একটি ফোল্ডার নিয়ে পি-1 লিখে জেপিজি ফরম্যাটে সেভ করুন। 2নং ফ্রেম এর মত ধন্যবাদ কথাটি লিখে ঠিক মত সাইজ করে নিন এর পর এর উপর একটি গ্রেডিয়েন্ট কালার ফিল করুন। 3নং 4নং এ একই প্রক্রিয়ায় অন্য একটি গ্রেডিয়েন্ট কালার ফিল করুন। গ্রেডিয়েন্টি লেয়ার স্টাইল হতে ফিল করতে পারবেন। 2নং 3নং 4নং আলাদা আলাদা গ্রেডিয়েন্ট কালার ফিল করে আলাদা আলাদা যেমন পি-2, পি-3, পি-4 নামে জেপিজি ফরমেটে সেভ করুন। ব্যাস ফ্রেম তৈরর কাজ শেষ।

ধাপ-২ এ ইউলিড জিআইএফ এনিমেটরে চিত্রের মত সেটিং দিন। ফ্রেম প্রোপ্রার্টিজ এ নিম্নের মত সংখ্যা দিন। সবশেষে ফাইল মেনু থেকে সেভ এজ এ গিয়ে জিআইএফ ফাইল ফরমেটে সেভ করুন।

ফলাফল দেখুন। ভালো লাগলে জানবেন। ধন্যবাদ

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ফটোশপে সুদ্ধ বাংলা কিভাবে লিখবো জানালে একটু খুশি হব।

Level 0

ভাই ইউলিড জিআইএফ এনিমেটর কোনটা?

Level 0

blog e kivabe eti jukto korbo dada
http://impactind.blogspot.in/

    Level 0

    @chin2: ভাই মনে হয় মজা করলেন আপনি যে ভাবে আপনার সাইটি সাজিয়েছেন তাতে মনে হয় না আপনি এই কাজটি করতে পারবেন না। আমি ব্লগে অত পারদর্শী নই তবুও কষ্ট করে আমি একটি ব্লগ তৈরী করেছি http://www.walidstudio.blogspot.com এখানে আমি হোম পেজে এনিমেশনটি পোষ্ট করেছি।