ফটোশপে মজা [পর্ব-২২] :: ডাউনলোড কর, এনিমেশন ফ্রেমটি তৈরী করুন সহজেই সেটিং সহ।

ফটোশপে মজা

প্রিয় টিউনার ভাইয়েরা কেমন আছেন সবাই।  ফটোশপে এনিমেশন ফ্রেম তৈরী পর্বে আজকে দেখাব ডাউনলোড কর এনিমেশনটি কি ভাবে তৈরী করতে হয়। আমাদরে অনেকেরই কম বেশী ব্লগ আছে এবং সফট ওয়্যার বিভাগে আমরা বিভিন্ন সফটওয়্যার আপলোড করে থাকি এ জন্য দেওয়া থাকে সাইটের লিং। অনেকে ডাউনলোড লিং টাকে এনিমেশন ইমেজ দ্বারা শো করেন তেমনি একটি এনিমেশন আজকে আমি আপনাদের তৈরী করা শেখাব।

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

------------------------------------------------- ডাউনলোড এনিমেশন ফ্রেম ----------------------------------------------------------------------

ফ্রেম-১ ফটোশপ চালু করে 300*200 পিএক্স, ব্যাকগ্রাউন্ড কালার-ট্রান্সপারেন্ট মানে কোন কালার থাকবেনা এরকম  সাইজের একটি ডকুমেন্ট ওপেন করুন। চিত্রের ন্যায় টাইপ টুল দিয়ে ডাউনলোড কথাটি লিখুন ডকুমেন্টের মাঝখানে স্থাপন করুন কন্ট্রোল+টি চেপে এডজাস্ট করুন কালার আপনার পছন্দ মত দিন গ্রেডিয়েন্ট ও ব্যবহার করতে পারেন। লেয়ার প্যালট হতে আরেকটি লেয়ার নিন টুলস বক্স হতে কাস্টম শেপ সিলেক্ট করে চিত্রে দেখানো এরো চিহ্নিত শেপটি নির্বাচন করুন এবার মাউস দিয়ে ড্রাক করে তৈরী করুন পেন টুলটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করুন মেক সিলেক্টশন এ ক্লিক করুন সিলেকশন তৈরী হবে এবার ফিল করুন যে কোন কালারে এবার চিত্রের মত করে বসান। সব শেষে ফাইল মেনুতে যান সেভ এজ এ ক্লিক করুন পি-1 লিখে ফরমেট দিন পিএনজি ড্রাইভার লোকেশন দেখিয়ে একটি নতুন ফোল্ডার তৈরী করুন সেখানে সেভ করুন।

ফ্রেম-২ এ দেখেন এরো চিহ্নটি নেই কারন এটা আমি হাইড করে দিয়েছি আপনি এরো চিহ্নিত লেয়ারটি সিরেক্ট থাকাব্স্থায় পাশে চোখের মত একটি চিহ্ন দেখতে পাবেন সেটা দেখেন শো করা আছে আপনি এর উপর ক্লিক করুন দেখবেন এরো চিহ্নটি হাইড হয়ে গেছে এবার আগের মত ফাইল মেনুতে গিয়ে একই পদ্ধতিতে পিএনজি ফরমেটে সেভ করুন। ব্যাস ফটোশপে আপনার ফ্রেম তৈরীর কাজ শেষ।

সেটিং-৩ ইউলিড জিআইএফ এনিমেটর প্রোগ্রামটি ওপেন করুন নিউ ডকুমেন্টে ক্লিক করুন একটি উইনডো আসবে সেখানে ওয়াইড-300 এবং হাইড-200 পিএক্স দিয়ে ওকে করুন নতুন একটি ডকুমেন্ট পাবেন এখন একটু লক্ষ করেন প্রথম যে ফ্রেমটি আছে তাতে সাদা কালারের ব্যাকগ্রাউন্ড আছে এটাকে রিমোভ করার জন্যে আপনাকে নতুন একটি ফ্রেম ক্রিমেয়ট করতে হবে তারপর 1নং ফ্রেমটি সিলেক্ট করে ডিলিট করুন ব্যাস হয়ে যাবে। এবার যে ফ্রেমটি রইল সেটা সিলেক্ট করে ষ্ট্যান্ডার্ড টুলস বার হতে এড ইমেজে ক্লিক করুন যেখানে সেভ করেছেন ঐ ফোল্ডার হেত 1নং ফ্রেমটি ওপেন করুন দেখুন ডকুমেন্ট এ চলে আসছে আরেকটি ফ্রেম ক্রিয়েট করুন এবার এড ইমেজে গিয়ে আগের মত করে 2নং ইমজেটি ওপেন করুন ডকুমেন্টে চলে আসবে ব্যাস ক্রিয়েট করা শেষে এবার 1নং ফ্রেমে ডাবল ক্লিক করুন ফ্রেম প্রোপ্রার্টিজ আসবো সেখানে 100 দিয়ে ওকে করুন এবং 2নং ফ্রেমে ডাবল ক্লিক করে 50 দিন এবার প্রিভিউ করুন দেখতে পাবেন কেমন হলো।

ফলাফলঃ  নিচে দেখুন ফলাফল। আজ এই পর্যন্তই কাল আরেকটি ফ্রেম তৈরী শেখাব ভালো লাগলে জানাবেন। ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস