ফটোশপে মজা [পর্ব-২১] :: এনিমেশন ফ্রেম তৈরী- টেক্সট জুমিং এনিমেশন।

ফটোশপে মজা

প্রিয় টিউনার ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন। আজ কে আমি ফটোশপে মজা শিরোনামে নতুন একটি কাজ শেয়ার করব তা হলো এনিমেশন ফ্রেম তৈরী। যারা ইউলিড জিআইএফ এনিমেশন প্রোগ্রামটি ব্যবহার করেন তাদের কাজে আসবে। এটা দিয়ে আপনার ব্লগে নতুন নতুন এনিমেশন পোষ্ট করতে পারবেন এবং অন্যান্য জরুরী কাজেও ব্যবহার করতে পারবেন।

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

------------------------------------------- আজকের ফ্রেমটি হলো টেক্স জুমিং ------------------------------------------------------------------------------

চলুন ফ্রেমগুলি বানাই কাজগুলো অনেক সহজ আপনি মাথা খাটিয়ে নতুন নতুন এনিমেশন ফ্রেম তৈরী করতে পারবেন এক্ষেত্রে ফটোশপে ভালো জ্ঞান থাকতে হবে।

ধাপ-১ আমি ফ্রেমগুলি তৈরী করেছি আমার চিত্রের মত করে ফ্রেমগুলি তৈরী করুন এবং ইউলিড জিআইএফ এনিমেটরে ইলাস্ট্রেশন করুন।

প্রথমে 250*250 পিএক্স সাইজের ডকুমেন্ট ওপেন করুন এবার ধন্যবাদ কথাটি টাইপ টুল দিয়ে লিখুন। এবার লেখাটি ডকুমেন্টের মাঝখানে বসান এখান থেকে আর নাড়াচাড়া করবেন না এবার কন্ট্রোল+টি চেপে ট্রান্সফর্ম এরিয়া আনুন 1নং এর সিফট+ অল্ট্রা কী চেপে মাউস দিয়ে ছোট করুন চিত্রের মত এবার এই ফ্রেমটি জেপিজি ফরমেটে যে কোন ড্রাইভে একটি ফোল্ডার ক্রিয়েট করে সেভ করুন ব্যাস আপনার ১ম ফ্রেমটি তৈরী হলো। এবার কন্ট্রেল+টি চাপুন সিফট + অল্ট্রা কী ধরে একটু বড় করুন 2নং চিত্রের মত জেপিজি ফরমেটে একই ফোল্ডারে সেভ করুন এবাবে পর্যায়ক্রমে 3 4 5 6 ধাপগুলো অনুসরন করুন। একটু কষ্ট হবে কিন্তু কাজটি মজার আপনার নিজের হাতে তৈরী করছেন এরচেয়ে বড় কিছু নয়।

ধাপ-২ ইউলিড জিআইএফ এনিমেটরে ইলাস্ট্রেশন করুন, চিত্রে আমি সেট করে দেখালাম সব শেষে যে ফ্রেমটি আছে তার উপর মাউস দিয়ে ডাবল ক্লিক করুন এর রেট দেন 200 অর্থ্যাৎ শেষে যে ধন্যবাদ কথাটি তা একটু বেশি সময় দেখাবে। তার পর ফাইল মেনু থেকে সেভ এজ এ গিয়ে জিআইএফ ফাইল ক্লিক করুন ড্রাইভার নির্বাচন করে সেভ করুন আপনার এনিমেশনটি সেভ হয়ে যাবে।

সবশেষে কাজটি দেখুন কেমন হলো। ধন্যবাদ।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো, ধন্যবাদ