ফটোশপ এর যাদু [পর্ব-৩২] :: ফটোশপে এর মাধ্যমে লেখার মধ্যে দিন রঙের ঝিলিক

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

গ্রাফিক্স ডিজাইনের জন্য এই ফটোশপ সফট্যারের কোন জুড়ি নেই।ফটোশপ দিয়ে শুধু ছবি এডিট করা যায় তা নয় ফটোশপ দিয়েও লেখার মধ্যে বিভিন্ন ইফেক্ট দেওয়া যায়।

আজ আমরা শিখব কিভাবে ফটোশপে লেখার মধ্যে বিভিন্ন ইফেক্ট দেওয়া যায় তার নিয়ম,তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব।

প্রথমে ফটোশপ চালু করুন...

এবার Menubar থেকে File>New কমান্ড দিয়ে যে কোন মাপের একটি পেজ নিন, অথবা নিচে আমার দেখানো মত পেজ নিতে পারেন।

এবার সাদা পেজকে কালো কালার দ্বারা ফিল করতে হলে টুলবার থেকে Forground color ( black ) আর Background color ( White ) সিলেক্ট করে, কী-বোর্ড থেকে Ctrl+Backspace চাপ দিন তাহলে আমাদের তৈরি করা সাদা পেজটা কালো কালো রঙ-এ ফিল হবে, নিচের মত করে।

এবার টুলবার থেকে Text Tool সিলেক্ট করে আপনার যা ইচ্ছা টা লেখুন । নিচে আমি TECHTUNES লিখলাম আপনারা যে কোন লেখা লিখতে পারেন।

এবার Layer প্যালেট থেকে Create a New Layer এ ক্লিক করুন...।

এখন টুলবার থেকে ব্রাশ টুল সিলেক্ট করে TECHTUNES টেক্সট এর উপরে ইচ্ছা মতো কালার দিন ।নিচের মত করে।

এবার আমাদের উপরে রং করা TECHTUNES টেক্সট এর gaussian blur অ্যাড করতে হলে, নিচের নিয়ম অনুসারে কাজ করুন।

এখন লেয়ার প্যালেট থেকে blend mode থেকে overlay সিলেক্ট করুন। নিচে ছবিটা ভালো করে খেয়াল করুন...

তাহলে ফাইনাল ইমেজ নিচের মত হবে যদি উপরের নিয়ম গুলো ভালো ভাবে করে থাকেন।

পরিশেষে File>Save As> ক্লিক করে যে কোন একটি নামে সেভ করে রাখুন, আর দেখুন কেমন হয়েছে আপনার কাজ করা ছবিটি।
ভাল লাগলে কমেন্ট জানাতে ভুলবেন না,আজ এই পর্যন্ত।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বড় ভাই। আপনি আপনার সকল টিউটোরিয়াল গুলা নিয়া একটা পিডিএফ বই তৈরী করে ফেলুন। তাহলে আমার মতো আনকোরা অনেক ব্যক্তি চরমভাবে উপকৃত হবে। 🙂

Level 0

হোছাইন আহম্মদ ভাই আপনার সব গুলো পর্ব আমার খুব উপকারে এসছে। দয়া করে একটা টিপস দিবেন ফটোশপ ৭.০ তে কিভাবে picture package এর keyboard Short cut করতে হয় । এটা জানালে খুব উপকৃত হব। ধন্যবাদ

Level 0

ফটোশপের এই টিউনগুলা নিয়ে একটা পিডিএফ করেন প্লিজ……….