ফটোশপে মজা [পর্ব-১৯] :: আপনার ছবি কে রাঙ্গিয়ে দিন বিভিন্ন রঙে।

ফটোশপে মজা

প্রিয় টিউনার ভায়েরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন। আজকে আবার আসলাম আপনাদের মাঝে আমার একটি ছোট্ট টিউন নিয়ে আজকে যে টিউনটি করব তা হলো একটি ছবি কে বিভিন্ন রং দিয়ে রাঙ্গিয়ে তোলা। কাজটি খুব মজার যা আপনি আপনার জরুরী কাজে প্রয়োগ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন কাজে নামি।

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

ধাপ-১ ফটোশপ প্রোগ্রামটি চালু করুন যে কোন একটি ইমেজ ওপেন করুন চিত্রের মত।

ধাপ-২ নতুন একটি লেয়ার নিন। রেক্টএ্যাংগেল টুল সিলেক্ট করুন, ফেদার দিন 30 এবার চিত্রের মত সিলেকশন করুন।

ধাপ-৩ চিত্রের 1নং সবুজ রং 2নং ব্লু রং 3নং হলুদ রং 4নং লাল রং 5নং আকাশি রং সিলেক্ট করে করে ফিল করেছি। আপনিও করুন।

ধাপ-৪ রং করা লেয়ারটি সিলেক্ট থাকাবস্থায় লেয়ার অপশনে যান সেখানে নরমালের জায়গায় কালর বসিয়ে দিন।

ধাপ-৫ দেখুনে ইমেজটি কি রকম রংচংয়ে হয়ে গেছে। আজ এই পর্যন্ত কাল আবার দেখা হবে। ধন্যবাদ।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

😀 😀

Level 0

ধন্যবাদ ভাই। ..খুবই ভাল টিউন হইছে…

.শুভেচ্ছা রইল।

তারাতারি..তারাতারি..তারাতারি..ডাউনলোড করুন :
Adobe Illustrator CS6 Portable ( পোর্টেবল) [ মিডিয়াফায়ার ডাইরেক্ট ডাউনলোড লিংক ] [ মাএ ৮৫ MB] ডাউনলোড করে নিন – ডাউনলোড করুন এখান থেকে 

Adobe Photoshop CS6 Portable ( পোর্টেবল)[ Filwap ডাইরেক্ট ডাউনলোড লিংক ] [ মাএ ৯৮ MB] ডাউনলোড করে নিন : ডাউনলোড করুন এখান থেকে ।

Josss… 🙂 🙂