ফটোশপে মজা [পর্ব-১৭] :: সৌরজগতের নক্ষত্র সূর্য্য মামাকে তৈরী করি।

ফটোশপে মজা

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? এই চরম গরমে কি ভালো থাকা যায় অতিষ্ট লাগে, ফ্যানের নিচে বসে থেকেও শান্তি লাগছে না। কার এতো শক্তি যে আমাদের গরমে অতিষ্ট করে তোলছে হ্যা সে আর কেউনা সূর্য্য মামা। আজ কে যে টিউনটি করব তাহলো সূর্য্য মামা কে তৈরী করব ফটোশপে। তো কথা না বাডিয়ে চলুন কাজে।

ধাপ-১ ফটোশপ চালু করুন  আমার মতো 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, রেজুলেশন-300 ব্যাকগ্রাউন্ড-কালো নিয়ে একটি ডকুমেন্ট ওপেন করুন। বিঃদ্রঃ ফটোশপ চালু করার পর টুলস বক্স হতে ব্যাকগ্রাউন্ড কালারটি কালো করে নিবেন। এরপর টুলস বক্স হতে ইলিপস টুলটি সিলেক্ট করে চিত্রের মত একটি সিলেকশন তৈরী করুন। ফেদার 0 থাকবে।

ধাপ-২ লেয়ার প্লেটে নতুন একটি লেয়ার নিন। টুলস বক্সে যান গ্রেডেয়েন্ট টুল টি নিন গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করুন গ্রেডিয়েন্ট এডিটর নামে একটি উইনডো পাবেন সেখানে চিত্রে দেখানো গ্রেডিয়েন্টটি সিলেক্ট করে ওকে দিয়ে বেরিয়ে আসুন।

ধাপ-৩ এবার সিলেকশনের উপর ড্রাক করুন নিচের চিত্রের মত পাবেন।

ধাপ-৩ এবার সূর্য্যটি যে জ্বলছে তা দেখানোর জন্যে  এর মধ্যে নয়েস ইফেক্ট দিব চিত্রের কমান্ড অনুসরন করুন।

ধাপ-৪ একটি উইনডো পাবেন চিত্রের মত সেটিং দিয়ে বেরিয় আসুন।

ধাপ-৫ এ সূর্য্যকে আরো উজ্জল করার জন্য নিম্নের কমান্ড এ যান।

ধাপ-৬ এ যে উইনডোটি পাবেন লাল গোল চিহ্নিত টিতে লক্ষ করুন এখানে ওয়াই দিয়ে হলুদ বুঝিয়েছি এর উপর ক্লিক করুন 3-4 বার দেখবেন হলুদ ভাবটা বাড়ছে এবং নিচে আর মানে রেড এর উপর 3-4 বার ক্লিক করুন দেখবেন লাল ভাবটা বাড়ছে তার পর ওকে দিয়ে বেরিয়ে আসুন।

ধাপ-৭ এ দেখেন উজ্জল হয়েছে কি না।

ধাপ-৮ এ এর উপর লেয়ার স্টাইল যোগ করব সূর্যের লেয়ারটি তে মাউস দিয়ে ডাবল ক্লিক করুন লেয়ার স্টাইল নামে একটি উইনডো পাবেন সেখানে আউটার গ্লো তে ক্লিক করে চিত্রের ন্যায় সেটিং করুন এবং ইনার গ্লো তে ক্লিক করে চিত্রের ন্যায় সেটিং করে ওকে দিয়ে বেরিয়ে আসুন।

দেখুন হয়ে গেল সূর্য্য মামা। ভালো লাগলে কমেন্ট করবেন।ধন্যবাদ

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

দাদা, খুবই সুন্দর টিউন করেছেন………

    Level 0

    @tutul6610: ভাই ধন্যবাদ সহজ সরল টিউন করাই আমার উদ্দেশ্য।

অনেক ভালো লাগছে! তবে আপনার Snagit সফটওয়্যার টা দরকার মনে হইতাছে!

    Level 0

    @টেক মশাই: ভালো লাগার জন্য ধন্যবাদ। Snagit সফটওয়্যার টি দরকার কেন বুঝলাম না দয়া করে বলবেন।

      @Jaman: আপনি যে টিউটোরিয়াল ‍দিচ্ছেন তা সব ‍Still Image. কিন্তু যদি আপনি Snagit সফটওয়্যার টি ব্যবহার করেন তা হলে Video Tutorial দিতে পারতেন।

খুব সুন্দর হচ্ছে.. চালিয়ে যান।

Vai surjo mamare toh banailen,ekhon ki chad mamare banano jabena?Eta nia ekdin tune korben pls.

ধাপ ৩ বুঝতে পারছিনা।Pls help.

আমিও ধাপ ৩ বুঝতে পারছিনা।Pls help.