টিউনার ভাইয়েরা আসসালামু আলাইকুম। ১৫তম টিউনে আজকে দেখাবো কি ভাবে NO SMOKING এর লোগো তৈরী করা যায়। NO SMOKING এর লোগো NO SMOKING এর লোগো NO SMOKING এর লোগো NO SMOKING এর লোগো NO SMOKING এর লোগো NO SMOKING এর লোগো NO SMOKING এর লোগো NO SMOKING এর লোগো।
ধাপ-১ ফটোশপ চালু করুন ওয়াইড-4ইঞ্চি, হাইড-4ইঞ্চি রেজুলেশন-300 দিয়ে একটি ডকুমেন্ট ওপেন করুন। টুলস বক্স হতে রেক্টএ্যাংগেল টুলটি সিলেক্ট করে লেয়ার প্লেট হতে নতুন একটি লেয়ার নিয়ে চিত্রের মত একটি সিলেকশন তৈরী করুন।
ধাপ-২ এ সিলেক্শন এর উপর লাল কালার ফিল করুন। এবার এই লেয়ারটি ডুব্লিকেট করুন, লেয়ারটির উপর মাউস রেখে রাইট ক্লিক করুন ডুব্লিকেট লেয়ার সিলেক্ট করুন তাহলে আরো একটি লেয়ার তৈরী হবে। এবার ডুব্লিকেট লেয়ারটি সিলেক্ট করে কন্ট্রোল + টি চাপুন ট্রান্সফর্ম এরিয়া পাবেন নিচের চিত্রের মত সাইজ দিন ফিল করুন ব্লু কালারে। এখানে বি-সিগারেটের বডি এবং এফ-সিগারেটের ফিল্টার বুঝিয়েছি।
ধাপ-৩ লেয়ার প্লেট হতে সিগারেটের বডি লেয়ারটি সিলেক্ট রাখুন, কন্ট্রোল কী ধরে এর উপর মাউস দিয়ে ক্লিক করুন বডিটি সিলেক্ট হবে।
ধাপ-৪ এ টুলস বক্স হতে গ্রেডিয়েন্ট টুল টি সিলেক্ট করে গ্রেডিয়েন্ট অপশনে চিত্রে দেখানো আছে ক্লিক করুন গ্রেডিয়েন্ট এডিটর নামে একটি উইনডো পাবেন। চিত্রের ভাষা অনুযায়ী 1নং গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট, 2নং অপশন এ ক্লিক, 3নং এ টিক চিহ্নিত গ্রেডিয়েন্টি, 4নং এ স্লাইডারে ক্লিক এরো চিহ্নিত কালার বক্সে ক্লিক করে ব্লাক কালার যুক্ত করুন, 5নং এ এখানে ও একই কালো কালার যুক্ত করুন, 6নং এ সাদা কালার যুক্ত করুন নতুন একটি গ্রেডিয়েন্ট তৈরী হলো। 7নং এ ওকে দিয়ে বেরিয়ে আসুন।
ধাপ-৫ এ সিগারেটের উপর গ্রেডিয়েন্ট টুল দিয়ে ড্রাগ করুন চিত্রের মত হবে।
ধাপ-৬ এ ফিল্টার লেয়ারটি সিলেক্ট করে কন্ট্রোল কী ধরে ফিল্টার লেয়ারটির উপর ক্লিক করুন ফিল্টার ব্লু শেপটি সিলেক্ট হবে। এবার পুর্বের মত গ্রেডিয়েন্ট অপশনে গিয়েচিত্রের মত অনুসর করুন এখানে ফিল্টার এর যে কালার থাকে তা দিয়ে নিবেন মাঝখানে সাদা থাকবে।
ধাপ-৭ এর উপর বানানো গ্রেডিয়েন্টটি ফিল করুন। চিত্রে দেখেন কি পেলেন। এবার সিগারেটের মাথায় আগুন দেয়ার জন্যে আপনি নিজেই চিত্রের মত শেপ তৈরী করে নিন।
ধাপ-৮ টুলস বক্স হতে কাস্টম শেপটি ক্লিক করুন তারপর চিত্রের মত স্থানে ক্লিক করুন একটি শেপ বক্স পাবেন এখানে সবগুলো শেপ না পেলে গোল চিহ্নিত স্থানে ক্লিক করুন অল সিলেক্ট করে ওকে দিন পেয়ে যাবেন। এবার নিষেধ চিহ্নিত শেপটি সিলেক্ট করুন। শেপের উপর ডাবল ক্লিক করতে হবে।
ধাপ-৯ সিফট কী ধরে শেপটি তৈরী করুন পাথ পাবেন পাথ টি কে সিলেকশনে রুপ দিতে পেন টুল টি সিলেক্ট করে পাথের উপর মাউস রেখে রাইট ক্লিক করুন মেক সিলেকশন পাবেন সেখানে ক্লিক করুন ফেদার বক্স আসলে 0 দিবেন ব্যাস সিলেকশন তৈরী হয়ে যাবে, এবার নতুন একটি লেয়ার নিন ্সবার উপরে এই লেয়ারটি থাকবে এবার লাল রং ফিল করুন শেপটি ডি সিলেক্ট করুন, ধোয়ার শেপ তৈরী করার জন্যে পেন টুল সিলেক্ট করে ড্র করে নিবেন এবং গ্রে কালার যুক্ত করবেন। এবার টুলস বক্স হতে টেক্সট টুল টি সিলেক্ট করে নো স্মোকিং লোখাটি লিখে নিন তার পর কন্ট্রোল + টি চেপে রোটেট করুন চিত্রের মত বসান। ব্যাস হয়ে গেলো নো স্মোকিং এর লোগো।
নিচের চিত্রে আমি লেয়ার স্টাইল হতে ইফেক্ট দিয়ে থ্রিডির মত তৈরী করেছে আপনিও পারবেন তৈরী করবে। আজ এই পর্যন্তই ধন্যবাদ।
আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
😀