ফটোশপে মজা [পর্ব-১৪] :: দ্রুত গতির ইফেক্ট দিন সহজ উপায়ে।

ফটোশপে মজা

টিউনার ভাইয়োরা কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। ফটোশপে মজ শিরোনামে ১৪তম টিউন করব সাথে থাকবেন। আজকে দেখাবো কি ভাবে গাড়ী এবং পরিবেশকে দ্রুত গতি করা যায়। চলুন কাজ শুরু করি।

ধাপ-১ ফটোশপ চালু করুন একটি গাড়ির ইমেজ চিত্রের মত ওপেন করুন। টুলস বক্স হতে পেন টুল সিলেক্ট করে গাড়িটি সিলেক্ট করুন

ধাপ-২ এবার কী বোর্ড হতে সিফট+কন্ট্রোল+আই চাপুর সিলেকশন ইনভার্জ হবে অর্থ্যাৎ বাইরের পরিবেশ সিলেক্ট হবে এবার কমান্ডে যান।

ধাপ-৩ এ উইন্ড নামে একটি উইনডো পাবেন চিত্রের মত সেটিং দিন ওকে দিয়ে বেরিয়ে আসুন ।

ধাপ-৪ এ লক্ষ করুন পরিবেশটি গতি প্রাপ্ত হয়েছে। এই কামান্ড আরও  এক বার দেওয়ার জন্যে কন্ট্রো+এফ চাপুন ছবির দিকে লক্ষ করুন।

ধাপ-৫ এ কী বোর্ড হতে সিফট+কন্ট্রো+আই চাপুন এবার দেখেন গাড়িটি সিলেক্ট হয়েছে আপনি একই প্রক্রিয়া গাড়ির ক্ষেত্রেও অবলম্বন করুন। গাড়ি গতিশীল হবে।

চিত্রে লক্ষ করেন কি পরিবর্তন পেলেন। ধন্যবাদ

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া আপনার পোস্ট গুলো খুব সুন্দর প্লিজ আপনার পোস্ট গুলো আমাদের ব্লগ এ লিখিয়েন এটা আপনার কাছে আমাদের বিশেষ অনুরোধ আমাদের ব্লগ:
http://earnersbd.com
প্লিজ ভাইয়া পোস্ট করেন আমাদের ব্লগেও

Level 0

টেটি মডারেটরদের দৃষ্টি আকর্ষন করছি আমার ১৩নং টিউনটি চেইন টিউনে যুক্ত না হয়ে ১৪নং টিউনটি যুক্ত হয়েছে দয়া করে ১৩নং টিউনটি চেইন টিউনে যুক্ত করে দিবেন।