ফটোশপে মজা [পর্ব-১২] :: অন্ধের চোখ ভালো করুন বিনা খরচে।

ফটোশপে মজা

প্রিয় টিউনার ভাইয়েরা সবাই কেমন আছেন? আজকে ফটোশপে মজা শিরোনামে ১২ তম টিউন টি করব দোয়া করবেন। আজকের বিষয় একচোখা অন্ধ মানুষকে কি ভাবে ভালো করা যায়। এট মূলত অপারেশন এর মতই ডিজিটাল অপারেশন তবে কোন রক্তপাত হবে, না ভয় পাবেন না। চলুন শুরু করি আজকের ১২তম টিউন।

ধাপ-১ ফটোশপ চালু করে একচোখা অন্ধ লোকের ছবি ওপেন করুন-

ধাপ-২  ছবি টি জুম করে নিন কন্ট্রোল+প্লাস চেপে। এবার টুলস বক্স হতে পেন টুল সিলেক্ট করে চিত্রের মত বাম চোখ টি সিলেকশন করুন, কন্ট্রেল+অল্ট্রা + ডি চাপুন ফেদার বক্স পাবেন এখানে .5 করে দিন ফেদার দেওয়ার কারন হলো স্কিনটি স্কিন এর সাথে মিশে যাবে।

ধাপ-৩ এ বাম চোখ সিলেকশন থাকাবস্থায় অল্ট্রা কী চেপে মাউস দ্বারা ডান দিকে আরো একটি চোখ পেষ্ট করুন সুন্দর ভাবে সিলেকশন ডি সিলেক্ট করবেন না।

ধাপ-৪ হয়েগেছে বলে মনে করবেন না আরো কাজ বাকি আছে। চোখটি সিলেক্ট থাকাব্থায় কী বোর্ড হতে কন্ট্রোল+টি চাপুন ট্রান্সফর্ম এরিয়া পাবেন। এবার কন্ট্রোল + অল্ট্রা কী চেপে ধরুন চিত্রের 1নং পয়েন্ট থেকে 2নং পয়েন্টে মাউস দিয়ে ড্রাক করে নিয়ে যান অর্থ্যাৎ ব্লু পয়েন্টটি গোলাপি পয়েন্টে আসবে এতে করে চোখটি বাম দিকে উল্টে যাবে। কাজটি আপনি নিখুত ভাবে করবেন যেন কোন খুত না থাকে।

নিচের চিত্রে দেখেন কি পাওয়া গেল।

কাজে লাগলে কমেন্ট করবেন। ধন্যবাদ

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ, টিপসটি শিখানোর জন্য।